রাজস্থান রয়্যালস (RR)
বিগত কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালস তাদের পারফর্মেন্স সেই ভাবে করে দেখাতে না পারারজন্য তারা প্লে অফ অব্দি পৌঁছাতে পারেনি। মেগা নিলামের আগে রাজস্থান তাদের দলে ৩জন ব্যাটসম্যানকে ধরে রেখেছে। যেহেতু এই দলে সেই রকম কোনো শক্তিশালী স্পিনার নেই তাই তারা রাশিদ খানকে দলে নিতে চাইবে যাতে তারা করে শক্তিশালী দল হিসাবে পারফর্মেন্স করে দেখাতে পারে।