ইরফান পাঠান-

আন্তর্জাতিক আঙিনায় মহেন্দ্র সিং ধোনিরও সিনিয়র ইরফান পাঠান (Irfan Pathan)। ২০০৩ সালে অভিষেক হয়েছিলো তাঁর। সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড় অধিনায়ক থাকাকালীন টেস্ট ও ওয়ান ডে-দুই ফর্ম্যাটেই ভারতীয় দলে নিয়মিত ছিলেন বাম হাতি অলরাউন্ডার। তাঁর অনবদ্য স্যুইং বোলিং-এ ইরফান মুগ্ধ করেছিলেন সকলকে। অস্ট্রেলিয়া, পাকিস্তান সফরে হয়ে উঠেছিলেন ভারতের তুরুপের তাস। ধোনি (MS Dhoni) জমানার শুরুর দিকেও ইরফান ছিলেন ভারতের ‘গো টু’ পেসার। ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি। কিন্তু ২০০৯-এর পর থেকে বদলাতে থাকে পরিস্থিতি। ইরফানের উপর আস্থা হারাতে থাকেন অধিনায়ক ধোনি (MS Dhoni)। ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, ঈশান্ত শর্মাদের উত্থানের ফলে ধীরে ধীরে পিছিয়ে পড়েন বরোদার ক্রিকেটার।