thee-stars-whom-ms-dhoni-abandoned

TOP 3: অধিনায়ক হিসেবে ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরাদের তালিকায় নিঃসন্দেহে জায়গা করে নেবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর হাত ধরে ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ২৮ বছরের খরা কাটিয়ে ঘরে তুলেছে ওয়ান ডে বিশ্বকাপ। ২০১৩তে ইংল্যান্ডের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নজির গড়েছিলেন ধোনি। প্রথম অধিনায়ক হিসেবে আইসিসি আয়োজিত তিনটি সীমিত ওভারের টুর্নামেন্টই জিতেছিলেন তিনি। সেই রেকর্ড অক্ষত রয়েছে আজও। তাঁর অসাধারণ গেম রিডিং, স্ট্র্যাটেজি নির্মাণ ধোনি’কে স্বতন্ত্র করে তুলেছে বাকি সকলের থেকে। বারবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে তাঁর জহুরীর চোখও। ধোনির (MS Dhoni) হাত ধরেই তারকা হয়েছে উঠেছেন রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, রোহিত শর্মা’রা। তবে ‘পারফেকশনিষ্ট’ ধোনিও কিন্তু ভুলচুকের ঊর্দ্ধে নন। তাঁর ভুলেই কেরিয়ার বরবাদ হয়েছে অন্তত তিন ক্রিকেটারের।

Read More: মাঠের মধ্যেই তুমুল তর্কাতর্কি, ঋষভ পান্থ এবং হ্যারি ব্রুকের ভিডিও ভাইরাল !!

মনোজ তিওয়ারি-

Manoj Tiwary | Image: Getty Images
Manoj Tiwary | Image: Getty Images

২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে আন্তর্জাতিক অভিষেক হয়েছিলো বাংলার মনোজ তিওয়ারির (Manoj Tiwary)। প্রথম ম্যাচে রান না পাওয়ার ফলে বাদ পড়েন। এরপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম্যান্স করে ফিরে এসেছিলেন আন্তর্জাতিক আঙিনায়। তিন বছর পর অর্থাৎ ২০১১তে ফের একবার টিম ইন্ডিয়ার নীল জার্সিতে দেখা যায় তাঁকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটে-বলে ভালো পারফর্ম করেছিলেন তিনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেন অনবদ্য শতরান’ও। কিন্তু তারপরেও মনোজের উপর আস্থা রাখতে পারেন নি তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) । কিছুদিনের মধ্যেই ভারতীয় দলের মিডল অর্ডার থেকে বাদ দেওয়া হয় তাঁকে। প্রতিভা থাকা সত্ত্বেও পান নি নিয়মিত সুযোগ। কেন ডাক পান নি? আজও জানেন না মনোজ। সুযোগ হলে প্রশ্নের জবাব চাইবেন ধোনি’র কাছে, গত বছর জানিয়েছিলেন বাংলার তারকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *