বিশ্ব ক্রিকেটের সব চেয়ে রোমাঞ্চিত এবং আকর্ষণীয় প্রতিযোগিতা হলো আইপিএল। দুনিয়ার প্রতিটি কোণের ক্রিকেট প্রেমীরা এই রোমাঞ্চিত প্রতিযোগিতার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। বর্তমান আধুনিক যুগের ক্রিকেট অনেক সুপারস্টার ক্রিকেটারদের উত্থানের মঞ্চ হলো এই আইপিএল। শুধুমাত্র উঠতি প্রতিভা ছাড়াও আইপিএল এর এই বিশাল মঞ্চে ক্রিকেট বিশ্বের অনেক তাবড় তাবড় মহান ক্রিকেটাররাও নিজেদের পারফর্মেন্স দেখিয়ে গিয়েছেন। তাই আইপিএল হলো বিশ্ব ক্রিকেটের ক্রিকেটার তৈরি করার মেশিন বলে মনে করা হয়।
এই বছর আইপিএল ভারতের মাটিতে শুরু করা হয়েছিল কিন্তু ক্রমশ বাড়তে চলা করোনা পরিস্থিতিথি এবং আইপিএল দলগুলির বেশ কিছু ক্রিকেটার এবং সাপোর্ট সদস্য করোনা সংক্রমিত হয়ে পড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতিযোগিতার মাঝপথেই তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু আইপিএল এর যা জনপ্রিয়তা সেই কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল কমিটির যৌথ প্রচেষ্টাতে আইপিএল এর বাকি ম্যাচগুলি আবার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই বছর সেপ্টেম্বর মাসে দুবাই এর মাটিতে আইপিএল এর বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সেটা সরকারি ভাবে ঘোষণা করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
Read More: IPL 2021: এখনও পর্যন্ত আইপিএল টিম দ্বারা ঘোষিত পরিবর্ত খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা
মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর ইতিহাসে একটি সফল এবং বড়ো নামি দল। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স এখনো অব্ধি ৫টি আইপিএল ট্রফি জিতেছে। এই দলের প্রধান অস্ত্র তারুণ্য এবং অভিজ্ঞতা যা দলটিকে যেকোনো পরিস্থিতির সামনে থেকে উদ্ধার করতে সাহায্য করেচলেছে। বিশ্ব ক্রিকেটে হিটম্যান নাম পরিচিত দলের অধিনায়ক তথা ডানহাতি ভারতীয় ওপেনার ব্যাটসম্যান বহু কঠিন পরিস্থিতি সামলেও দলকে পরিচলাচনা করে চলেছেন এবং দলকে আইপিএল ট্রফি জিতিয়ে চলেছেন। মুম্বাই ইন্ডিয়ান্স এই বছর তাদের শুরুটা সেই ভাবে করতে না পারলেও ক্রমশ তারা তাদের নিজেদের হারানো পারফর্মেন্স দেখতে শুরু করেছে। এখনো অব্ধি তারা ৭টি ম্যাচ খেলে ৪টি ম্যাচ জিতে ৮পয়েন্টস নিয়ে টেবিলের ৪নাম্বার স্থান দখল করে রেখেছে। আইপিএল এর দ্বিতীয় ভাগে বহু দলে ক্রিকেটারদের বদল হলেও মুম্বাই তাদের পুরানো দলকেই পাচ্ছে। তাই মুম্বাই ইন্ডিয়ান্সদের ফ্যানরা আশা করতেই পারে তারা আবার ষষ্ঠবার আইপিএল চ্যাম্পিয়ন হবার দাবিদার হতে চলেছে।
আসুন জেনে নেওয়া যাক আইপিএল এর দ্বিতীয় ভাগে মুম্বাই ইন্ডিয়ানসের ভারতীয় সময় অনুযায়ী পূর্ণাঙ্গ সূচি সমন্ধে
১৯ সেপ্টেম্বর: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস: ৭.৩০ পিএম
২৩ সেপটেম্বর: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স: ৭.৩০ পিএম
২৬ সেপটেম্বর: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর: ৭.৩০ পিএম
২৮ সেপ্টেম্বর: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস: ৭.৩০ পিএম
২ অক্টোবর: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লী ক্যাপিটালস: ৩.৩০ পিএম
৫ অক্টোবর: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস: ৭.৩০ পিএম
৮ অক্টোবর: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ: ৭.৩০ পিএম