Team india
Indian Cricket Team | Image: Getty Images

অবশেষে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া (Team India)। দীর্ঘ ১১ বছরের খরা কাটলো ভারতীয় দলের, দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় শিরোপা জয় করলো টিম ইন্ডিয়া। ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম শিরোপা জয় করেছিল টিম ইন্ডিয়া এবার ওয়েস্ট ইন্ডিজের বুকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জয় করলো টিম ইন্ডিয়া।

আজকের ম্যাচের কথা বলতে গেলে, টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আক্রমণাত্মক সূচনা দিতে গিয়ে দ্বিতীয় ওভারেই নিজের উইকেট হারিয়ে ফেলেন রোহিত। একই ওভারে রোহিতের সাথে পন্থের উইকেট হারায় টিম ইন্ডিয়া। এমনকি ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে নিজের উইকেট হারান সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। কঠিন পরিস্থিতিতে আবার দেশের হয়ে অসাধারণ একটি ইনিংস খেললেন বিরাট কোহলি (Virat Kohli)।

৭-রানে বিশ্বকাপ ফাইনাল জয় করলো টিম ইন্ডিয়া

Team india

৫৯ বলে ৬টি চার ও ২টি ছক্কার সহযোগে বিরাটের ব্যাট থেকে ৭৬ রানের একটি ঝকঝকে ইনিংস দেখা যায়। পাশাপশি, পাওয়ার প্লের ভিতরে ব্যাটিং করতে আসা অক্ষর প্যাটেল (Axar Patel) ৩১ বলে ১টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং ১৬ বলে ৩টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ২৭ রান বানান শিবম দুবে (Shivam Dube) এবং ভারতকে পৌঁছে দেয় ১৭৬ রানে।

এই রান তাড়া করতে এসে দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন রেজা হেন্ড্রিক্স (Reeza Hendriks) এবং তৃতীয় ওভারেই আউট হয়ে যান ক্যাপ্টেন মার্করাম (Aiden Markram)। দুই উইকেট হারানোর পর দলের হয়ে একটি পার্টনারশিপ গড়ে তোলেন ডি-কক এবং ট্রিস্টান স্টাবস। তবে দুই ব্যাটসম্যানের গড়া পার্টনারশিপকে ভেঙে দেন অক্ষর প্যাটেল (Axar Patel)।

বিশ্বকাপ জয় করেই শুরু হলো উদযাপন

Team india
Team India | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন। তবে তিনি আউট হতেই খেলার মোড় পুরো বদলে যায়।বিশ্বকাপের মেগা ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে পরাস্ত করে টিম ইন্ডিয়া তাদের দ্বিতীয় খেতাব জয় করলো এবং দীর্ঘ ১১ বছর পর এই ট্রফির স্বাদ পেয়ে বেজায় খুশি টিম ইন্ডিয়া। নতুন ভূমিকায় ট্রফি জয় উদযাপন করলেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা।

দেখেনিন ভিডিও

Read Also: খরা কাটলো Team India, দীর্ঘ ১১ বছর পর বিশ্বকাপ শিরোপা উঠলো রোহিত শর্মার হাতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *