team-india-to-drop-hardik-and-bumrah

অত ৯ জুলাই টিম ইন্ডিয়ার (Team India) নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলিয়েছেন তিনি। ইতিমধ্যেই শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে দলের দায়িত্ব সামলেছেন প্রাক্তন ওপেনারকে। পূর্বসূরিকে অনুকরণ করার কোনো প্রবণতা দেখা যায় নি তাঁর মধ্যে। বরং নিজের স্বতন্ত্র ব্র্যান্ড তৈরির দিকেই ঝুঁকেছেন তিনি। প্রথমেই চমকে দিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে একঝাঁক অলরাউন্ডারকে সুযোগ দিয়ে। এমনকি টি-২০তে বোলিং বিকল্প বাড়াতে কখনও রিঙ্কু সিং আবার কখনও সূর্যকুমার যাদবের মত প্রতিষ্ঠিত ব্যাটারদের’ও হাতে বল তুলে নিতে নির্দেশ দিয়েছেন তিনি। একদিনের ক্রিকেটে ব্যাটিং অর্ডার নিয়ে কাটাছেঁড়া করার সাহস’ও তিনি দেখিয়েছেন প্রথম সিরিজেই। জয়ই যে একমাত্র লক্ষ্য তা গম্ভীরের ভারত বুঝিয়েছে কানপুর টেস্টে দুরন্ত পারফর্ম্যান্স করে। আগামীতে এমন আরও বেশ কিছু বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।

Read More: IND vs NZ: বেঙ্গালুরু টেস্ট থেকে ছিটকে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার, সিরিজ শুরুর আগেই ফাঁস করলো বোর্ড !!

হার্দিকের বদলি খুঁজে নিয়েছেন কোচ গম্ভীর-

Mayank Yadav and Nitish Kumar Reddy | Image: Getty Images
Mayank Yadav and Nitish Kumar Reddy | Image: Getty Images

অলরাউন্ডারদের গড়ে তোলার কাজে শুরু থেকেই ব্যপৃত গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নিয়মিত তিনি সুযোগ দিয়েছেন অসমের রিয়ান পরাগকে। মিডল অর্ডারে ব্যাটিং-এর পাশাপাশি প্রয়োজনে অফস্পিনেও কার্যকরী হয়ে উঠতে পারেন তিনি। ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে ৩ উইকেট তুলে নিয়ে দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। দলে জায়গা দেওয়া হয়েছে তিলক বর্মা’কে। গত পাঁচ-ছয় বছর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উপর অধিকমাত্রায় নির্ভরশীল ছিলো টিম ইন্ডিয়া (Team India)। মাঝেমধ্যে শিবম দুবে বা ভেঙ্কটেশ আইয়ারের মত অন্যান্য পেস বোলিং অলরাউন্ডারকে সুযোগ দিয়ে দেখা হলেও কেউই নিজেকে আদর্শ বিকল্প হিসেবে মেলে ধরতে পারেন নি। সেই সমস্যার সমাধান সম্ভবত খুঁজে নিয়েছেন কোচ গম্ভীর। তিনি মেজেঘষে নিচ্ছেন নীতিশ কুমার রেড্ডি’কে।

আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ জার্সিতে নজর কেড়েছিলেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। তরুণ তুর্কি ব্যাট হাতে যেমন বিধ্বংসী, তেমনই স্যুইং করাতেও পারদর্শী। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও ঘরোয়া ক্রিকেটে চমকপ্রদ পারফর্ম্যান্সের সুবাদে ইতিমধ্যেই ডাক পেয়েছেন ভারতীয় দলে। বাংলাদেশের বিরুদ্ধে গত রবিবার গ্বালিয়রে প্রথমবার ‘মেন ইন ব্লু’ জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। ২ ওভার বোলিং করার সুযোগ তাঁকে করে দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। উইকেট পান নি ঠিকই। কিন্তু ১৬ রানের বেশী খরচ করেন নি তিনি। এছাড়া তাঁকে হার্দিক, রিয়ান, রিঙ্কু-দের আগে চার নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তও নেয় টিম ম্যানেজমেন্ট। ১৬ করে অপরাজিত থাকেন তিনি। নীতিশের উপর যদি নিয়মিত ভরসা রাখা হয় তাহলে তিনি অদূর ভবিষ্যতে দলের হার্দিক নির্ভরতার অবসান ঘটাতে পারেন বলে মনে করা হচ্ছে।

টি-২০ থেকে দূরে রাখা হতে পারে বুমরাহ’কে-

Mayank Yadav | Team India | Image: Getty Images
Mayank Yadav | Image: Getty Images

এই মুহূর্তে টিম ইন্ডিয়ার (Team India) অন্যতম সম্পদ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ডান হাতি পেসারের জাদুতে বুঁদ ক্রিকেটবিশ্ব। তিন ফর্ম্যাটেই তাঁর চেয়ে নিখুঁত ফাস্ট বোলার বর্তমানে কেউ আছেন বলে মানতে রাজী নন বিশেষজ্ঞরা। মৃত পিচেও প্রাণের সঞ্চার করে উইকেট ছিনিয়ে নিতে সিদ্ধহস্ত তিনি। ২০২৪-এ ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। বুমরাহ’কে ভেবেচিন্তে ব্যবহারের কথা ভাবছে বোর্ড। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তারকা পেসারকে আপাতত আন্তর্জাতিক টি-২০ থেকে সম্পূর্ণ দূরে রাখার পক্ষেই রায় দিচ্ছেন কোচ গম্ভীর। বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে নেই তিনি। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সম্ভবত রাখা হবে না তাঁকে।

টি-২০তে বুমরাহ’র (Jasprit Bumrah) বদলি’ও খুঁজে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। গুরুদায়িত্ব দেওয়া হয়েছে মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) কাঁধে। এক্সপ্রেস পেসার মায়াঙ্ক নজর কেড়েছিলেন আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) জার্সিতে প্রায় ১৫৭ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বোলিং করে। তাঁর প্রতিভার কথা মাথায় রেখে মায়াঙ্ককে (Mayank Yadav) দ্রুত সুযোগ দেওয়া হয়েছে টিম ইন্ডিয়াতে (Team India)। বাংলাদেশের বিরুদ্ধে গ্বালিয়রে ভালো বোলিং করেছেন তিনি। অভিষেক ম্যাচের প্রথম ওভারেই দিয়েছেন মেডেন। মাহমুদুল্লাহ রিয়াদকে (Mahmudullah Riyad) আউট’ও করেছেন তিনি। ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করেছেন দিল্লীর পেসার। নিজেকে চোটমুক্ত রাখতে পারলে অনেকদূর যাবেন মায়াঙ্ক, বলছে ক্রিকেটমহল।

Also Read: INDW vs SLW: ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামছে ভারত, সান্ত্বনার জয়ের খোঁজে শ্রীলঙ্কা’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *