Team India: বিরাট-রোহিতের পিছনে খামোখাই সময় নষ্ট করছে বিসিসিআই, এই ৩ কারণ দিচ্ছে প্রমাণ !! 1

Team India: ঘরের মাঠে আশা জাগিয়েও ওডিআই বিশ্বকাপ জেতা হয় নি ভারতীয় দলের। ফাইনালে হারতে হয়েছিলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এক দশকেরও বেশী সময় আইসিসি ট্রফির মুখ না দেখা টিম ইন্ডিয়া (Team India) আপাতত পাখির চোখ করছে আগামী জুনের টি-২০ বিশ্বকাপ’কে (T20 World Cup 2024)। টুর্নামেন্ট শুরু হতে বেশ কয়েকমাস বাকি থাকলেও এখন থেকেই শুরু হয়েছে নিবিড় প্রস্তুতি। আফগানিস্তানের বিরুদ্ধে ২০২৪-এর গোড়াতেই সিরিজ রয়েছে ভারতের। দলগঠন থেকে স্ট্র্যাটেজি নির্মাণ-টি-২০ বিশ্বকাপের প্রাথমিক মহড়াটা আফগানদের বিরুদ্ধেই সেরে ফেলতে চাইছে ভারতীয় দল। ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর থেকে ১৪ মাস টিম ইন্ডিয়া (Team India) জার্সিতে কুড়ি-বিশের ফর্ম্যাট খেলেন নি রোহিত শর্মা ও বিরাট কোহলি। আসন্ন মেগা টুর্নামেন্টকে সামনে রেখে ফেরানো হয়েছে তাঁদেরও।

আফগানিস্তানের বিরুদ্ধে দীর্ঘ বিরতির পর টি-২০’র ময়দানে ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি। কিন্তু প্রত্যাবর্তন আশানুরূপ হয় নি তাঁদের। মোহালিতে প্রথম ম্যাচে শুভমান গিলের সাথে বোঝাপড়ার অভাবে রান আউট হন রোহিত। রানের খাতা খুলতেই পারেন নি তিনি। দ্বিতীয় ম্যাচেও সঙ্গী ব্যর্থতা। ফজলহক ফারুখির প্রথম বলেই উড়ে যায় তাঁর অফস্টাম্প। ভুল শট খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন তিনি। কোহলি (Virat Kohli) ব্যক্তিগত কারণে খেলেন নি মোহালির ম্যাচ। ইন্দোরে খেলতে নেমে শুরুটা আশা জাগিয়ে করলেও ইনিংসকে দীর্ঘায়িত করতে পারেন নি। দিনকয়েক আগে টিম ইন্ডিয়ার (Team India) টি-২০ স্কোয়াডে যখন কোহলি-রোহিতের নাম ঘোষিত হয়েছিলো, তখন নির্বাচকদের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন অনেকে। আফগানিস্তান সিরিজের মাঝপথে দাঁড়িয়ে মনে হতে পারে যে ভুল ছিলো না তাঁদের বিশ্লেষণ।

Read More: Team India: “এক পায়ে খেললেও ওকে বিশ্বকাপে…”, ঋষভ পন্থকে আসন্ন মেগা টুর্নামেন্টে ভারতীয় দলে দেখতে চান তারকা খেলোয়াড় !!

প্রস্তুত রয়েছে যোগ্য উত্তরসূরি-

Rohit Sharma | Team India | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

টি-২০তে সাধারণত ওপেন করতে দেখা যায় রোহিত শর্মা’কে (Rohit Sharma)। বিরাট কোহলি খেলেন তিন নম্বরে। দুই পজিশনেই তৈরি রয়েছেন আগামী প্রজন্মের একঝাঁক তারকা। ওপেনার হিসেবে শেষ ১০ টি-২০ ইনিংসে রোহিতের সংগ্রহ মাত্র ১৫৯ রান। এর মধ্যে দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি অর্ধশতক ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই। অন্যদিকে নতুন প্রজন্মের ওপেনারদের মধ্যে শুভমান গিল (Shubman Gill), ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), যশস্বী জয়সওয়াল-সকলেই এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছেন। গত এক বছরে তিন জনের ব্যাট থেকেই এসেছে টি-২০ শতরান। রোহিতের জন্য দলে স্থান সঙ্কুলান করতে গিয়ে জায়গা হারাতে হচ্ছে তিন তরুণ তুর্কির মধ্যে কাউকে।

তিন নম্বরে কোহলির (Virat Kohli) বিকল্প হিসেবেও রয়েছে একাধিক নাম। প্রথম নাম অবশ্যই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। গত প্রায় দুই বছর ধরে সূর্যই রয়েছেন টি-২০ বিশ্বর‍্যাঙ্কিং-এর শীর্ষে। ইতিমধ্যেই ৪টি আন্তর্জাতিক টি-২০ শতরান করে ফেলেছেন তিনি। মাঠের চার দিকে তাঁর শটের ফুলঝুড়িতে মোহিত ক্রিকেটবিশ্ব। কোহলি তিনে খেললে বাধ্য হয়েই ব্যাটিং অর্ডারে একধাপ নামতে হয় সূর্যকুমার যাদব’কে। সম্প্রতি তিন নম্বর পজিশনে চমৎকার পারফর্ম্যান্স দেখা গিয়েছে শিবম দুবে’র (Shivam Dube) ব্যাটেও। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০তে ৬০* রানের ইনিংস খেলেছেন তিনি। কোহলি প্রথম একাদশে থাকা মানে দুবের কেরিয়ারের সামনেও দেখা যেতে পারে কাঁটার প্রাচীর।

টি-২০তে নতুন কিছুই দেওয়ার নেই রোহিত-কোহলির-

Rohit Sharma and Virat Kohli | Team India | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

এক দশকের বেশী সময় ধরে টিম ইন্ডিয়ার (Team India) সঙ্গে জড়িয়ে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২০০৭ সালে অভিষেক হয়েছিলো রোহিতের। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে ইন্দোরে কেরিয়ারের ১৫০তম আন্তর্জাতিক টি-২০ খেললেন তিনি। দীর্ঘ কেরিয়ারে তাঁর অর্জনের পরিমাণ কিছু কম নয়। কুড়ি-বিশের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি। সর্বোচ্চ ৪টি শতরান’ও রয়েছে তাঁর। ভারতের হয়ে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের কৃতিত্ব’ও রয়েছে রোহিতের (Rohit Sharma)। ২০২৪-এ দাঁড়িয়ে নতুন কোনো শৃঙ্গ জয়ের তাগিদ বিশেষ নেই তাঁর। যার প্রতিফলন দেখা যাচ্ছে ক্রমশ নীচের দিকে নামতে থাকা পারফর্ম্যান্স গ্রাফে।

কোহলির (Virat Kohli) কেরিয়ার’ও দেখতে দেখতে পেরিয়ে এসেছে অনেকগুলি বসন্ত। তিনিও ২০১৪ ও ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। এর আট বছরের ব্যবধানে ২০২২ সালে এসে আরও একবার সকলের চেয়ে বেশী রান করার নজির গড়েছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপের ট্রফি জেতা হয় নি তাঁর, কিন্তু ব্যক্তিগত অর্জনের দিক থেকে কোহলির ঝুলিও পরিপূর্ণ। কুড়ি-বিশের বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। টি-২০ ক্রিকেট যে তাঁর অগ্রাধিকারের তালিকায় বেশ নীচের দিকে, তা ১৪ মাসের বিরতি নেওয়া থেকেই পরিষ্কার। বর্তমানে নতুনদের জায়গা ছেড়ে দিতেই পারেন তিনি।

দুই তারকার বয়স হতে পারে ফ্যাক্টর-

Rohit Sharma and Virat kohli | Team India | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

বর্তমানে ৩৬ বছর বয়স রোহিত শর্মার (Rohit Sharma)। টি-২০’র মত দ্রুতগতির খেলার সাথে মানিয়ে নিতে তাঁর যে সমস্যা হচ্ছে, তা সাম্প্রতিক কালে তাঁর পারফর্ম্যান্সের দিকে চোখ বোলালেই দিনের আলোর মত পরিষ্কার হয়ে যাবে। শেষ দশ ইনিংসে ১৫.৯০ গড়ে রান করেছেন তিনি। টি-২০’র মত খেলা, যেখানে প্রতিটি রান হতে পারে গুরুত্বপূর্ণ সেখানে রোহিতের ফিটনেস’ও চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। মাঠে তাঁর নড়াচড়া মাঝেমধ্যেই শ্লথ লেগেছে গত কয়েক মাসে। খুচরো রান নিয়ে স্কোরবোর্ডকে চালু রাখা টি-২০ ক্রিকেটে অবশ্য কর্তব্য। কিন্তু ফিটনেসের অভাবে তা করতে বেশ বেগ পেতে হচ্ছে রোহিতকে। বাধ্য হয়ে বড় শট মারতে গিয়ে তাঁর উইকেট ছুঁড়ে দিয়ে আসার ফল ভুগতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

বিরাট’ও (Virat Kohli) গত নভেম্বরে ৩৫-এ পা দিয়েছেন। ফিটনেস তাঁর ক্ষেত্রে সমস্যা নয়। বরং তরুণ ক্রিকেটারদের অনেকের থেকে বেশী ফিট তিনি। কিন্তু রোহিতের সাথে সাথে কোহলিকেও প্রথম একাদশে রেখে দেওয়া মানে দুইজন যোগ্য তরুণ ক্রিকেটারের যথেষ্ট সুযোগ না পাওয়া। টি-২০ ফর্ম্যাটে সাফল্য আনার জন্য যেখানে বিশেষজ্ঞমহলে কথা চলছে ‘স্পেশ্যালিস্ট’ ক্রিকেটার তৈরি করার, সেখানে ত্রিশোর্ধ দুই তারকাকে একসাথে জায়গা দিতে যাওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তপোক্ত দল তৈরির প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হওয়া। সময় থাকতে থাকতে দক্ষিণ আফ্রিকা থেকে সরে দাঁড়িয়েছেন এবি ডিভিলিয়ার্স, ফাফ দু প্লেসি’রা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতেও টি-২০তে তাজা রক্তের প্রবেশ দেখা গিয়েছে। এই মুহূর্তে রোহিত-কোহলির অভিজ্ঞতার চেয়ে নবীন মুখদের তারুণ্যের স্পর্ধাই অধিক প্রয়োজন টিম ইন্ডিয়ার।

Also Read: IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচেই অবসর নিচ্ছেন বিরাট-রোহিত, খবর প্রকাশ পেতেই শুরু হইচই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *