অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে বড় জয় পাওয়ার পর টিম ইন্ডিয়া (Team India) উড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই মুখোমুখি হওয়ার কথা ভারতের। রোহিত (Rohit Sharma), কোহলিদের (Virat Kohli) মত সিনিয়র তারকারা খেলছেন না সাদা বলের দুই ফর্ম্যাট। তাঁরা মাঠে ফিরবেন টেস্টে। তার আগে জাতীয় দলের দায়িত্ব কাঁধে তুলে নিতে হচ্ছে একঝাঁক তরুণ তুর্কিকেই। প্রথমেই রয়েছে টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ আয়োজন করা যায় নি বৃষ্টির কারণে। গতকাল কেবের্হায় ছিলো দ্বিতীয় ম্যাচ। ‘মাস্ট উইন’ ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ব্রিগেড শেষ অবধি লড়াই চালালো বটে, কিন্তু শেষমেশ জয় হলো দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতারই। ৭ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ নিজেদের নামে করে নেয় তারা।
ভারত হারলেও গতকাল নজর কেড়ে নিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। উত্তরপ্রদেশের আলিগড়ের তরুণের গলি থেকে রাজপথে উঠে আসার গল্প হার মানাবে যে কোনো বলিউডি সিনেমাকেও। একটা সময় অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ঝাড়ুদারের কাজও করতে হয়েছে তাঁকে। মন না বসায়, সব ছেড়ে ফিরেছিলেন ক্রিকেটে। আজ ক্রিকেট ব্যাট হাতে জনতার নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে নায়ক হয়েছিলেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। আইপিএল মরসুমে ৪৭৪ রান করেছেন। ঘরোয়া টি-২০ লীগ হোক বা প্রথম শ্রেণির ক্রিকেট, নিয়মিত ছিলেন রানের মধ্যে। প্রতিভার সদ্ব্যবহার করার সুফল’ও পেয়েছেন তিনি। খেলছেন জাতীয় দলের হয়ে। বাম হাতি রিঙ্কুর (Rinku Singh) ব্যাটিং-এর মধ্যে দুই কিংবদন্তি ধোনি ও যুবরাজের ছায়া দেখছেন বিশেষজ্ঞরা।
Read More: SA vs IND: “এমন জয় বিশ্বকাপের আগে…” দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতকে হারিয়ে বড় খোলসা করলেন এইডেন মার্করাম !!
আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া ফেলেছেন রিঙ্কু সিং-
আইপিএলে (IPL) দুর্দান্ত পারফর্ম্যান্সের পর বেশীদিন টিম ইন্ডিয়ার (Team India) বাইরে থাকতে হয় নি রিঙ্কু সিং-কে। আয়ারল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলেই জায়গা হয় তাঁর। কেরিয়ারের প্রথম টি-২০ ম্যাচে ব্যাট হাতে মাঠে নামা হয়নি তাঁর। বৃষ্টিতে ভেস্তে গিয়েছিলো খেলা। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই উজ্জ্বল তাঁর ব্যাট। আইরিশদের বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরার পুরষ্কার জেতেন তিনি। এরপর চীনের হাংঝৌতে ভারতীয় পুরুষ দলের সদস্য হিসেবে রিঙ্কু (Rinku Singh) জেতেন এশিয়ান গেমসের (Asian Games 2022) সোনার পদক। চীনের মাটিতেও যখনই সুযোগ পেয়েছেন, ধুন্ধুমার সব ইনিংস খেলেছেন।
আলিগড়ের বছর ২৬-এর তরুণ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দুর্দান্ত প্রদর্শন করেছেন। পাঁচ ম্যাচের মধ্যে খেলেন চার ইনিংস। করেন যথাক্রমে ২২*(১৪), ৩১*(৯), ৪৬(২৯) ও ৬(৮)। অজি সিরিজের শেষ ম্যাচে রান পান নি ঠিকই। কিন্তু সেই ব্যর্থতা ঝেড়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার মাটিতে। গতকাল কেবের্হায় পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রিঙ্কু (Rinku Singh)। প্রথমে সময় নেন খানিক। তারপর শুরু করেন ঝোড়ো ব্যাটিং। শেষমেশ ৩৯ বলে অপরাজিত থাকেন ৬৮ রান করে। মারেন ৯টি চার ও দুটি বিশাল ছক্কা। রিঙ্কুর (Rinku Singh) ছক্কায় ভাঙে প্রেস বক্সের কাঁচ। এখনও অবধি আন্তর্জাতিক কেরিয়ারে ৭ ইনিংসে রিঙ্কু করেছেন ২৪৮ রান। মুখোমুখি হয়েছেন মাত্র ১৩৫ বলের। প্রায় ১৮৪-এর স্ট্রাইক রেট ‘ফিনিশার’ হিসেবে তাঁকে বিশ্বের সেরাদের তালিকায় জায়গা করে দিয়েছে।