World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে কেমন ভারতের পরিসংখ্যান? দেখে নিন হারজিতের হিসেবনিকেশ !! 1

World Cup 2023: ইতিহাস থেকে কেবল একধাপ দূরে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। বারো বছর পর ভারত জায়গা করে নিয়েছে বিশ্বকাপের (ICC World Cup 2023)  ফাইনালে। ঘরের মাঠে ফেভারিট হিসেবেই টুর্নামেন্টের শুরুটা করেছিলেন রোহিত-বিরাটরা। এখনও অবধি প্রতিটি ম্যাচেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে দেখা গিয়েছে ‘মেন ইন ব্লু’কে। গ্রুপ পর্বের নয়টি ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে ভারত। ১৮ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় শীর্ষে থেকে তারা জায়গা করে নিয়েছিলো সেমিফাইনালে। শেষ চারের দ্বৈরথে, ভারতীয় শৌর্য্যের বিরুদ্ধে টিকলো না নিউজিল্যান্ডের প্রতিরোধও। দুর্দান্ত ক্রিকেট খেলে কিউইদের কুপোকাত করে ভারত পা রাখলো ফাইনালে।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাট করে টিম ইন্ডিয়া। রোহিত-শুভমানের ব্যাটে ঝড়ের গতিতে শুরুটা করেছিলো ভারত। এরপর বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের জোড়া শতরান তাদের পৌঁছে দেয় ৩৯৭ রানে। এরপর ড্যারিল মিচেল ও কেন উইলিয়ামসনের লড়াই সত্ত্বেও ৩২৭-এর বেশী এগোতে পারে নি কিউইরা। ৭০ রানে হারে নিউজিল্যান্ড। ফাইনালের দিকে অগ্রসর হয় ভারত৷ খেতাবী লড়াইতে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে দিলেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ’রা।

Read More: World Cup 2023: খেলা পছন্দের মাঠে,তবুও ফাইনালের আগে নেতা রোহিতের চিন্তা বাড়াচ্ছে এই তিন বিষয় !!

ভারত এখনও অবধি কতবার খেলেছে বিশ্বকাপ ফাইনাল?

Indian Cricket Team | ICC World Cup 2023 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

সাদা বলের দুই ফর্ম্যাট মিলিয়ে মোট ছয়বার ভারত বিশ্বকাপ ফাইনাল খেলেছে। এর মধ্যে ওডিআই ক্রিকেটে ভারত ফাইনালের যোগ্যতা অর্জন করেছে চার বার। ১৯৮৩, ২০০৩,২০১১-র পর ২০২৩-এ ফাইনাল খেলছে টিম ইন্ডিয়া। আর টি-২০তে ভারত বিশ্বকাপ ফাইনাল খেলেছে দুইবার। ২০০৭ সালে প্রথমবার কুড়ি-বিশের খেতাবী যুদ্ধে জায়গা করে নিয়েছিলো ‘মেন ইন ব্লু’। এরপর ২০১৪ সালে দ্বিতীয়বার ফাইনাল খেলেছিলো ভারত।

কতগুলি ফাইনালে জয়ের মুখ দেখেছে টিম ইন্ডিয়া?

Kapil Dev and Mahendra Singh Dhoni | ICC World Cup 2023 | Image: Getty Images
Kapil Dev and Mahendra Singh Dhoni | Image: Getty Images

পঞ্চাশ ও কুড়ি ওভারের দুই ফর্ম্যাট মিলিয়ে ছয়বার ফাইনালে উঠলেও প্রতি সময় ট্রফির মুখ দেখার সৌভাগ্য হয় নি ভারতীয় দলের। তারা ১৯৮৩ এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছে। ২০২৩ ফলাফল এখনও রয়েছে সময়ের গর্ভে। টি-২০ বিশ্বকাপে ২০০৭ সালে জিতলেও ভারত ফাইনালে হারে ২০১৪ সালে।

১৯৮৩ বিশ্বকাপ ফাইনাল-

Kapil Dev | ICC World Cup 2023 | Image: Getty Images
Kapil Dev | Image: Getty Images

১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে দুর্ধর্ষ ক্যারিবিয়ানদের মুখোমুখি হয়েছিলো ভারতীয় দল। কপিল দেব,মোহিন্দর অমরনাথ,সুনীল গাওস্কর সমৃদ্ধ টিম ইন্ডিয়া ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসের মাঠে প্রথমে ব্যাটিং করে গুটিয়ে যায় ১৮৩ রানে। প্রথম দুই বিশ্বকাপের জয়ী দল ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় খেতাব জয় তখন সময়ের অপেক্ষা বলে ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু ক্রিকেটদুনিয়াকে চমকে দিয়ে ১৪০ রানেই ক্যারিবিয়ান দৈত্যদের রুখে দেয় ভারত। প্রুডেন্সিয়াল কাপ ওঠে অধিনায়ক কপিল দেবের হাতে।

২০০৩ বিশ্বকাপ ফাইনাল-

2003 World Cup Final | Image: Getty Images
2003 World Cup Final | Image: Getty Images

২০ বছরের অপেক্ষা শেষে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিলো ভারত। আশায় বুক বেঁধেছিলো একশ কোটি ক্রিকেটজনতা। কিন্তু দুর্দান্ত অজিদের বিপক্ষে সমানে সমানে লড়তে পারে নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। দক্ষিণ আফ্রিকার মাঠে বড় ব্যবধানে হারতে হয় ভারতকে। টসে জিতে সেই ম্যাচে প্রথম অস্ট্রেলিয়াকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলো ভারত। কাল হয়ে দাঁড়ায় সেই সিদ্ধান্ত। রিকি পন্টিং এবং ড্যামিয়েন মার্টিনের দুটি অসাধারণ ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ৩৫৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ম্যাকগ্রা, বিখেল, ব্রেট লি’দের বিরুদ্ধে দিশাহারা লেগেছিলো সৌরভ, শচীন, দ্রাবিড়দের। একমাত্র শেহবাগের লড়াকু ৮২ ছাড়া উল্লেখযোগ্য রান পান নি কেউই। ২৩৪ রানে শেষ হয় ভারতীয় ইনিংস। হারতে হয় ১২৫ রানে।

২০১১ বিশ্বকাপ ফাইনাল-

India won the 2011 World Cup | Image: Getty Images
India won the 2011 World Cup | Image: Getty Images

২০১১ বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে ভারত মুখোমুখি হয়েছিলো শ্রীলঙ্কার। প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা। মাহেল জয়বর্ধনের অনবদ্য শতরানের সুবাদে লঙ্কাবাহিনী স্কোরবোর্ডে যোগ করে ২৭৫ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার বীরেন্দ্র শেহবাগ এবং শচীন তেন্ডুলকরকে হারিয়েছিলো টিম ইন্ডিয়া। এরপর বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। কোহলি আউট হওয়ার পর হাল ধরেন গম্ভীর ও ধোনি। ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন গৌতম গম্ভীর। জয়সূচক রান আসে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকেই। তিনি ৯১ করে অপরাজিত থাকেন।

একনজরে তিন ODI World Cup ফাইনাল-

            ম্যাচ     প্রতিপক্ষ     ভেন্যু     ফলাফল
১৯৮৩ বিশ্বকাপ ফাইনাল ওয়েস্ট ইন্ডিজ লর্ডস, ইংল্যান্ড ভারত ৪০ রানে জয়ী
২০০৩ বিশ্বকাপ ফাইনাল অস্ট্রেলিয়া ওয়ান্ডারার্স, দক্ষিণ আফ্রিকা ভারত ১২৫ রানে পরাজিত
২০১১ বিশ্বকাপ ফাইনাল শ্রীলঙ্কা ওয়াংখেড়ে, ভারত ভারত ৬ উইকেটে জয়ী

২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনাল-

Team India with the 2007 T20 World Cup | Image: Twitter
Team India with the 2007 T20 World Cup | Image: Twitter

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছিলো দক্ষিণ আফ্রিকায়। সূচনালগ্নেই খেতাব জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন তরুণ দল। ফাইনালে প্রতিপক্ষ ছিলো চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। প্রথমে ব্যাট করে ভারত। অনবদ্য ৭৫ রানের ইনিংস খেলেন গৌতম গম্ভীর। লোয়ার অর্ডারে ঝোড়ো ক্যামিও খেলেন রোহিত শর্মা’ও। ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ভারত তোলে ১৫৭ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে পরপর উইকেট হারালেও মিসবাহ উল হকের ব্যাটে ভর দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলো পাকিস্তান। একদম শেষ ওভারে মিসবাহ’র স্কুপ শান্তাকুমারন শ্রীশন্থের হাতে জমা পড়তেই উচ্ছ্বাসে মেতে ওঠে ভারতবর্ষ। ৫ রানের ব্যবধানে টি-২০ বিশ্বকাপ জিতে নেয় ‘টিম ইন্ডিয়া।’

২০১৪ টি-২০ বিশ্বকাপ ফাইনাল-

2014 T20 World Cup Final | Image: Getty Images
2014 T20 World Cup Final | Image: Getty Images

২০০৭-এর সুখস্মৃতি ফেরে নি ২০১৪ সালে। টুর্নামেন্ট আয়োজিত হয়েছিলো পড়শি দেশ বাংলাদেশে। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিলো টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করে ভারত। মন্থর পিচে বিরাট কোহলির অসাধারণ ৭৭* রানের ইনিংস সত্ত্বেও মাত্র ১৩০ রান স্কোরবোর্ডে যোগ করতে পারে ‘মেন ইন ব্লু।’ রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ফাইনালে ভারতের সামনে বাধা হয়ে দাঁড়ান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। তাঁর ৩৫ বলে ৫২ রানের ইনিংসে জয় সহজ হয়ে যায় লঙ্কাবাহিনীর। ৬ উইকেটের ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের।

এক নজরে দুই T20 World Cup-এর ফলাফল-

      ম্যাচ  প্রতিপক্ষ    ভেন্যু    ফলাফল
২০০৭ ফাইনাল  পাকিস্তান  জোহানেসবার্গ ভারত ৫ রানে জয়ী
২০১৪ ফাইনাল  শ্রীলঙ্কা  মীরপুর ভারত ৬ উইকেটে পরাজিত

Also Read: World Cup 2023: ‘ওস্তাদের মার শেষরাতে’ ভুল শুধরে নিচ্ছেন রোহিত শর্মা, ফাইনালে এই ‘তুরুপের তাস’কে সুযোগ দিচ্ছে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *