ভারতীয় দলে জায়গা ধরে রাখা কঠিন ক্রিকেটার দের, দিতে হবে এই পরীক্ষা !! 1

বিশ্ব চ্যাম্পিয়ন টীম ইন্ডিয়ার (Team India) কাছে পরবর্তী লক্ষ্য হলো পাকিস্তানের মঞ্চে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার। ২০২৩ বিশ্বকাপের অধুরা স্বপ্ন ভারতীয় দলের পূর্ণ হলো ২০২৪ বিশ্বকাপে। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছে টিম ইন্ডিয়া, দলের এই প্রদর্শন বজায় রাখতে এবার মস্ত বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই (BCCI)। আজ সকালে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন গৌতম গম্ভীর ও অজিত আগারকার।

ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ক্রিকেটারদের

Team india
Team India | Image: Getty Images

আজ তারা ভারতীয় প্লেয়ারদের ভবিষ্যৎ নির্ধারণ করে দিল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। ভারতীয় দলে যে সমস্ত খেলোয়াররা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খেলার সুযোগ পাবেন তাদেরকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এমনটাই মতামত দিলেন ভারতীয় দলের মুখ্য নির্বাচক অজিত আগারকার। ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটকে আরও বেশি প্রাধান্য দিতে আন্তর্জাতিক ক্রিকেটারদের অবসর সময়ে ঘরোয়া ক্রিকেটে যোগদান করার পরামর্শ দিয়েছেন।

Read More: “কোনো দিনও নয়…” কোহলির সাথে সম্পর্ক নিয়ে সাংবাদিক সম্মেলনে অকপট গৌতম গম্ভীর !!

এমনকি বিসিসিআই কঠোরভাবে প্লেয়ারদের উপর এই নিয়ম জারি করেছিল। এমনকি, বিসিসিআই কতৃক এই নিয়ম ভঙ্গের জন্য শ্রেয়াস আইআর এবং ঈশান কিষানের মতন প্লেয়ারকে চুক্তি থেকে বাতিল করা হয়েছিল। এবার পালা বাঁকি ক্রিকেটারদের। সোমবার শ্রীলঙ্কা সফরে উড়ে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে ঘরোয়া ক্রিকেট নিয়ে প্রশ্ন করা হয় আগরকরকে। জবাবে তিনি খেলোয়াড়দের দলীপ ট্রফি খেলার কথা বলেন।

হার্দিক পান্ডিয়াকে নীতির পালন করতে হবে

hardik pandya, team india
Hardik Pandya | Image: Getty Images

ভারতীয় দলের (Team India) মুখ্য নির্বাচক আগারকার মন্তব্য করে বলেন, “আমরা চেষ্টা করব ক্রিকেটারদের দলীপ ট্রফিতে খেলানোর। শ্রীলঙ্কা সিরিজের পরেই আবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। মাঝে অবশ্য বেশি সময়ও নেই। খেলোয়াড়দের বিশ্রামেরও প্রয়োজন রয়েছে। আমাদের দেখতে হবে, পরিস্থিতি কেমন আছে। কয়েক জনকে হয়তো দলীপ ট্রফিতে খেলতে হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফে দলের সুযোগ পেতে গেলে হার্দিক পান্ডিয়ার মতন প্লেয়ারকে দিলীপ ট্রফি খেলতে হবে। সূত্রের খবর অনুযায়ী ব্যক্তিগত কারণের জন্য হার্দিক পান্ডিয়া যেহেতু শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ খেলছেন না। সেই জন্য নিজের ফিটনেসের প্রমান দিতে হার্দিককে অবশ্যই দলীপ ট্রফি খেলতে হবে। জানা গিয়েছে নির্বাচকরা হার্দিকের বোলিং প্রদর্শনীর উপরে নজর রাখবে। এছাড়াও গুটিকয়েক খেলোয়াড়দের এই ট্রফির মঞ্চে খেলানোর ইঙ্গিত দিয়েছেন মুখ্য নির্বাচক আগারকার।

Read Also: Team India: “নিজের কারণেই বাদ…”, জাতীয় দলের নেতৃত্ব হারানো নিয়ে হার্দিককে নিয়ে বড় খোলাশা করলেন গুরু গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *