রোহিত-আগারকারের নেওয়া এই সিদ্ধান্তে বদলে গেল টিম ইন্ডিয়ার ভাগ্য, কনফার্ম হলো উইন্ডিজের বুকে ট্রফি জয় !! 1

শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024), আর T20 ফরম্যাটের এই বিশ্বকাপকে পাখির চোখ করতে প্রস্তুত টিম ইন্ডিয়া। ভারতীয় দল তাদের অভিযান শুরু করতে চলেছে আগামী ৫ জুন থেকে। ২০ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপে ভারতীয় দল গ্রুপ A’র একজন সদস্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত বাহিনী খেলতে চলেছে তাদের প্রথম ম্যাচ। তবে চলতি বিশ্বকাপের পরিস্থিতি দেখে আপাতত এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে টিম ইন্ডিয়ার সম্ভাবনা প্রবল।

ইতিমধ্যে বিশ্বকাপে তিনটি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। আর ৩ ম্যাচেই দেখা গিয়েছে দুটি লো-স্কোরিং ম্যাচ। ঘরের মাঠে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে জয় পেতে হিমশিম খেয়ে গিয়েছিল উইন্ডিজ দল। ১৩৭’রানের লক্ষমাত্রা তাড়া করতে গিয়ে ১৯ ওভার পর্যন্ত খেলাটি চালিয়ে যায় উইন্ডিজ। পাশাপশি আজ নামিবিয়া ও ওমানের ম্যাচটিও ছিল লো-স্কোরিং।

Read More: নিউ ইয়র্ক পৌঁছেও বিরাটের পাশ ছাড়লেন না রিংকু, আবদার করে বসলেন নতুন ব্যাটের !!

ভারতীয় দলে রয়েছে স্পিন বিভাগের তারতম্য

Team India, t20 world cup 2024
Team India | Image: Getty Images

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে বিশ্বকাপের ম্যাচ যতই ঘটে থাকবে তত পিচগুলি ধীরগতির হতে শুরু করবে যেখানে স্পিনারদের তারতম্য লক্ষ্য করা যেতে পারে আর স্পিন উইকেটে ভারতীয় দল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভারতের মাটিতেই প্রায়শ্চই পেন উইকেট লক্ষ্য করা যায় চলতি বিশ্বকাপে ভারতীয় দলে রয়েছেন চার জন স্পিনার ভারতীয় দলে স্পেন বিভাগের সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), জুজুভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)।

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৯৬ উইকেট পেয়েছেন চাহাল। পাশাপশি এই ফরম্যাটে ভারতীয় দলের অন্যতম সফল স্পিন বোলার হলেন কুলদীপ যাদব, তিনি এই ফরম্যাটে দুইবার ৬ উইকেট তুলে নিয়েছেন। T20 ফরম্যাটে কুলদীপ মোট ৫৯ উইকেট নিয়েছেন, এমনকি ওভার পিছু কুলদীপ মাত্র ৬.৭৫ রান করে দিয়েছেন। পাশাপশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৫৩ উইকেট পেয়েছেন ও অক্ষর প্যাটেলের দখলে রয়েছে ৪৯ উইকেট। ভারতীয় দলের এই চার স্পিনার ওভার পিছু ৮’এর কম রান দিয়েছেন যা পুরো টুর্নামেন্টে সব স্পিনারদের থেকে সিংহভাগ প্রশংসনীয়।

বিশ্বকাপ জয়ে ভূমিকা রাখবেন ভারতীয় বোলাররা

Team India, t20 world cup 2024
Team India | Image: Getty Images

শুধু বোলিং বিভাগে স্পিনাররা নয়, ধীর গতির উইকেটে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অর্ষদীপ সিং (Arshdeep Singh) উইকেটের ব্যাবহার বেশ ভালো ভাবেই করবেন। পাশপাশি, ভারতীয় ব্যাটসম্যানরা ভারতের মাটিতে এই ধরণের উইকেটে খেলে অভ্যস্ত তাই ভারতের পক্ষে বিশ্বকাপে (T20 World Cup 2024) তুলনামূলক সুবিধা হতে চলেছে। বিদেশি ব্যাটসম্যানরা স্পিনের বিরুদ্ধে খুব একটা তৃপ্তিকর নন, আর বিদেশি দল গুলির বিরুদ্ধে ভারতীয় দল তিন স্পিনার নিয়েও এগোতে পারে। ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল যেখানে টিম ইন্ডিয়ার বোলাররা বেশ দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছিল।

Read Also: T20 World Cup 2024: ফাঁস হলো প্রথম ম্যাচের একাদশ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে চমকে দেবে ভারতের টিম কম্বিনেশন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *