টিম ইন্ডিয়ার (Team India) জন্য ভালোয়-মন্দয় মিশিয়ে কেটেছে ২০২৩ সাল। এশিয়া কাপের আসরে পাকিস্তান, শ্রীলঙ্কার মত উপমহাদেশীয় প্রতিপক্ষদের রীতিমত উড়িয়ে দিয়ে সেরার শিরোপা জিতেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা’রা। এছাড়াও আরও দুই ট্রফি জয়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিলো ‘মেন ইন ব্লু।’ তবে শিকে ছেঁড়ে নি ভাগ্যে। জুন মাসে ইংল্যান্ডের কেনিংটন ওভালে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়ার। ফেভারিট হিসেবে মাঠে নামলেও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারায় অজিদের বিপক্ষে মুখ থুবড়ে পড়ে দল। এরপর অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে বিশ্বকাপ (ICC World Cup 2023) জয়ের অন্যতম দাবীদার ছিলো ভারত। দাপট দেখিয়ে ফাইনালে পা রাখলেও, খেতাবী যুদ্ধে ফের পথের কাঁটা হয়ে দাঁড়ায় সেই অস্ট্রেলিয়াই। তৃতীয় বিশ্বকাপ অধরাই থেকে যায় টিম ইন্ডিয়ার।
আজ থেকে শুরু হয়েছে ২০২৪ সাল। পুরনো ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রয়াস থাকবে কোহলি-রোহিত-শুভমানদের। বর্তমানে ভারতীয় শিবির রয়েছে দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের ডেরা থেকেই শ্রেষ্ঠত্বের পথে যাত্রা শুরু করতে চাইবেন ক্রিকেটাররা। ২০১৩ সালে আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো টিম ইন্ডিয়া (Team India)। এগারো বছরের খরা ২০২৪-এ টি-২০ বিশ্বকাপ জিতে কাটাতে চাইবেন ভারতীয় দল। বছরের মাঝামাঝি সময় আয়োজিত হতে চলা টুর্নামেন্টে ভারতের জার্সিতে কাদের দেখা যাবে, তা নিয়েও রয়েছে জল্পনা। সিনিয়র-জুনিয়রের ভারসাম্য রক্ষিত হবে নাকি কেবল তারুণ্যই পাবে প্রাধান্য? প্রশ্নের জবাব খুঁজে বার করতে হবে টিম ম্যানেজমেন্টকে। কেবল টি-২০ বিশ্বকাপ নয়, একঝাঁক দ্বিপাক্ষিক সিরিজও গোটা বছর জুড়ে খেলবে টিম ইন্ডিয়া (Team India)। তারই সম্পূর্ণ তালিকা রইলো এই প্রতিবেদনে।
Read More: টি-২০তে সেরা ক্রিকেটারদের তালিকায় ভারতের তিন, অবসৃত তারকা পেলেন নেতৃত্বের দায়িত্ব !!
গোটা বছরে ১৫ টেস্ট খেলবে টিম ইন্ডিয়া-
২০২৪ সালে ভারত ক্রিকেট যাত্রা শুরু করতে চলেছে লাল বলের ফর্ম্যাট দিয়ে। আগামী ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি কেপ টাউনের মাঠে রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) সিরিজের দ্বিতীয় টেস্ট। গত বছরের শেষ সপ্তাহে আয়োজিত প্রথম খেলায় হেরে বর্তমানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। কেপ টাউনে কামব্যাকের আশায় মাঠে নামবে রোহিত (Rohit Sharma) বাহিনী। প্রোটিয়া পরীক্ষার পর ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ভারত ফিরবে মাসের একদম শেষভাগে। ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ। ঘরের মাঠে জো রুট, বেন স্টোকসদের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, সৌরাষ্ট্র, রাঁচি ও ধর্মশালায় সিরিজ চলবে ২৫ জানুয়ারি থেকে ১১ মার্চ অবধি।
এরপর লাল বলের ফর্ম্যাটে ভারত ফিরবে সেপ্টেম্বর মাসে। বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে গাঙ্গুলি-দুর্জয় ট্রফির দুটি টেস্ট (IND vs BAN)। ঘরের মাঠে খেলা হলেও এখনও ভেন্যু নির্দিষ্ট হয় নি টেস্টদুটির। এরপর ভারতে আসবেন টিম সাউদী, কেন উইলিয়ামসন’রা। অক্টোবর-নভেম্বর মাসে রয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) তিন টেস্টের সিরিজ। বছরের একদম শেষভাগে টিম ইন্ডিয়া পাড়ি দিতে চলেছে অস্ট্রেলিয়া। ২০১৮ ও ২০২০-২১ সালে অজিদের টানা দুইবার তাদের ঘরের মাঠে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এবার জয়ের হ্যাট্রিকের লক্ষ্য থাকবে রোহিত-কোহলিদের। বর্ডার-গাওস্কর ট্রফিতে এতদিন থাকত ৪টি করে টেস্ট ম্যাচ। এবার বাড়ছে উত্তেজনা। ২০২৪ সালে চার নয়, বরং পাঁচ টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া (AUS vs IND)।
এক নজরে বছরের সম্পূর্ণ টেস্ট সূচি-
সময় | ম্যাচ সংখ্যা | প্রতিপক্ষ | ভেন্যু |
জানুয়ারি | ১ | দক্ষিণ আফ্রিকা | অ্যাওয়ে |
জানুয়ারি-মার্চ | ৫ | ইংল্যান্ড | হোম |
সেপ্টেম্বর | ২ | বাংলাদেশ | হোম |
অক্টোবর-নভেম্বর | ৩ | নিউজিল্যান্ড | হোম |
ডিসেম্বর-জানুয়ারি | ৫ | অস্ট্রেলিয়া | অ্যাওয়ে |
থাকছে মাত্র দুই ওডিআই, টি-২০তে ফোকাস ভারতের-
২০২৩ সালে পঞ্চাশ ওভারের ক্রিকেটে জোর দিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মত দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো। খেলেছিলো এশিয়া কাপ, বিশ্বকাপের মত বহুদলীয় টুর্নামেন্ট’ও। ২০২৪ সালে পঞ্চাশ ওভারের ফর্ম্যাট জায়গা নিচ্ছে খানিক পিছনের সারিতে। জুলাই মাসে শ্রীলঙ্কার মাঠে তিনটি একদিনের ম্যাচ ছাড়া আপাতত গোটা বছরে কোনো ওডিআই নেই ভারতীয় দলের ক্রীড়াসূচিতে। বরং টি-২০ বিশ্বকাপের বছরে কুড়ি-বিশের ফর্ম্যাটকেই গুরুত্ব দিচ্ছে দল। ১১ থেকে ১৭ জানুয়ারির মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে ভারতের। গত বছর ওডিআই ফর্ম্যাটে এই সিরিজ আয়োজিত হওয়ার কথা থাকলেও তাতে রদবদল ঘটিয়েছে দুই দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। ১১,১৪ ও ১৭ জানুয়ারি ম্যাচগুলি হবে যথাক্রমে মোহালি, ইন্দোর ও বেঙ্গালুরুতে।
আফগানিস্তান সিরিজের পর টেস্ট ক্রিকেট, আইপিএল ও টি-২০ বিশ্বকাপ খেলবেন টিম ইন্ডিয়ার তারকারা। দেশের জার্সিতে জুলাই মাসে শ্রীলঙ্কার মাঠে কুশল পেরেরাদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ থাকছে ভারতের। এরপর অক্টোবরে তিন ম্যাচের টি-২০ সিরিজ থাকছে বাংলাদেশের বিরুদ্ধে। ২০১৯-এর পর ফের দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে মুখোমুখি হতে চলেছে দুই দেশ। শাকিব-মুস্তাফিজুরদের বিরুদ্ধে তিন ম্যাচ দিয়েই ২০২৪-এ সীমিত ওভারের ক্রিকেটে ইতি টানার সম্ভাবনা ভারতীয় দলের।
এক নজরে ২০২৪-এর সীমিত ওভারের ক্রিকেটসূচি-
সময় | ফর্ম্যাট | ম্যাচ সংখ্যা | প্রতিপক্ষ | ভেন্যু |
জানুয়ারি | টি-২০ | ৩ | আফগানিস্তান | হোম |
জুলাই | ওডিআই | ৩ | শ্রীলঙ্কা | অ্যাওয়ে |
জুলাই | টি-২০ | ৩ | শ্রীলঙ্কা | অ্যাওয়ে |
সেপ্টেম্বর-অক্টোবর | টি-২০ | ৩ | বাংলাদেশ | হোম |