Team India

Team India: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর্যুদস্ত হতে হয়েছে ভারতীয় দলকে। অজি আগ্রাসনের সামনে খড়কুটোর মত উড়ে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিলরা (Shubman Gill)। গত ছয় বছর অস্ট্রেলিয়াকে টেস্ট ক্রিকেটে ঘরে-বাইরে বোতলবন্দী করে রাখার কৃতিত্ব ছিলো ভারতের। কিন্তু যাবতীয় গৌরব ধুলোয় মিশেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শোচনীয় হারে। পাঁচ দিনের লড়াইতে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে না পেরে ভারত হারে ২০৯ রানে। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল হেরেছিলো ভারত। এবারের হারের ফলে টানা দুই বার তীরে এসে তরী ডুবলো তাদের। ২০১৩ সালে শেষবার আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতা জিতেছিলো তারা। এরপর থেকে চলছে দীর্ঘ অপেক্ষা। ওভালে সেই অপেক্ষার পালা আরও খানিক দীর্ঘ হলো।

ওভালের হতশ্রী পারফর্ম্যান্সের পর ভারত সাফল্যের আলোর সরণিতে ফিরতে পাখির চোখ করেছে এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপকে। সেপ্টেম্বরের শুরুতে হওয়ার কথা এশিয়া কাপ। প্রতিযোগিতার আয়োজন নিয়ে চলছে একপ্রস্থ টানাপোড়েন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) ক্যালেন্ডার অনুযায়ী এই বছর প্রতিযোগিতা আয়োজন করার কথা ছিলো পাকিস্তানের। কিন্তু ভারত পাকিস্তানে যেতে অসম্মত হওয়ায় তৈরি হয় জট। এই নিয়ে বেশ কয়েকবার আলোচনা হলেও এখনো মেলে নি কোনো সমাধানসূত্র। তবে জানা যাচ্ছে শেষমেশ হাইব্রিড মডেলে আয়োজিত হতে পারে প্রতিযোগিতা। এই মডেল অনুযায়ী অংশগ্রহণকারী বাকি দেশগুলির ম্যাচ পাকিস্তানে আয়োজিত হলেও ভারত খেলবে কোনো নিরপেক্ষ দেশে। টিম ইন্ডিয়ার ম্যাচগুলি আয়োজন করার দৌড়ে এগিয়ে শ্রীলঙ্কা। হারের ব্যর্থতার গ্লানির মাঝেই মন ভালো করা এক খবর সামনে এলো। প্রখ্যাত ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী দীর্ঘ চোট-আঘাত সমস্যা কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

Read More: Tram India: ইতি হলো চেতস্বর পূজারার ক্যারিয়ার, এই তরুণ তুর্কি পেতে চলেছেন সুযোগ !!

মাঠে ফিরছেন জসপ্রীত বুমরাহ-

Jasprit Bumrah, | Team India | Image: Getty Images
Japrit Bumrah | Image: Gettty Images

পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) । গত বছর ইংল্যান্ডে একদিনের সিরিজ খেলার সময় আঘাত পান তিনি। ছিটকে যান ২০২২ এর এশিয়া কাপ থেকে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। পিঠের চোট আরও গুরুতর হয়ে ওঠে তাঁর। বাধ্য হয়েই সরে দাঁড়াতে হয় অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টি-২০ বিশ্বকাপ থেকে। তারপর থেকে আর ক্রিকেট মাঠে দেখা যায় নি তাঁকে। চোটের কারণে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেন নি। খেলেন নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি, একদিনের সিরিজও।

আইপিএল দিয়ে মাঠে ফেরার কথা ছিলো তাঁর, কিন্তু সেই স্বপ্নও পূরণ হয় নি। অস্ত্রোপচার করাতে নিউজিল্যান্ড উড়ে গিয়েছিলেন তিনি। বোলিং রান-আপ থেকে দূরেই থাকতে হয়েছে ভারতীয় তারকাকে। প্রায় এক বছরের বিরতির পর অবশেষে মাঠে ফিরতে চলেছেন তিনি। দিনকয়েক আগে বোলিং শ্যু ও একটি লাল বলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুমরাহ (Jasprit Bumrah) লেখেন, “আবার দেখা হবে”। অবশেষে সামনে এলো সুখবর  ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা NCAতে রিহ্যাব শেষে এশিয়া কাপে মাঠে ফিরতে পারেন তিনি। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্য দেওয়ার সময় দীনেশ কার্তিক (Dinesh Karthik) জানিয়েছিলেন আয়ারল্যান্ড সিরিজে মাঠে ফিরতে চলেছেন বুমরাহ (Jasprit Bumrah)। তবে বিশ্বকাপের বছরে ঝুঁকি নিতে চায় না ভারতীয় বোর্ড। ফলে এশিয়া কাপেই প্রথম তাঁকে মাঠে নামানোর তোড়জোড় চলছে।

টিম ইন্ডিয়াতে প্রত্যাবর্তন শ্রেয়স আইয়ারের-

Shreyas Iyer | Team India | Image: Twitter
Shreyas Iyer | Image: Twitter

পিঠের চোটেই ক্রিকেটের মাঠ থেকে দূরে সরে যেতে হয়েছিলো শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টটি খেলেন নি তিনি পিঠের চোটের কারণেই। দ্বিতীয় ম্যাচ থেকে দলে ফেরেন। কিন্তু চতুর্থ ম্যাচে আহমেদাবাদে ফের চোটের কবলে পড়েন তিনি। মাঠ থেকে সরাসরি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বালজিং ডিস্কের সমস্যা ধরা পড়ে শ্রেয়সের (Shreyas Iyer)। প্রথমে অস্ত্রোপচারের পথে হাঁটতে চান নি তিনি। কিন্তু সমস্যা না কমায় তিনিও নিউজিল্যান্ডে উড়ে যান অস্ত্রোপচারের জন্য। গোটা আইপিএল খেলতে পারেন নি শ্রেয়স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও মাঠে নামতে পারেন নি তিনি। পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা গিয়েছিলো অজিঙ্কা রাহানেকে। দিনকয়েক আগে NCA-তে রিহ্যাব শুরু করেছেন তিনিও। এশিয়া কাপকে পাখির চোখ করেই চলছে শ্রেয়সের (Shreyas Iyer) ফিরে আসার লড়াই। চোট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়া আরেক তারকা কে এল রাহুলও এই মুহূর্তে রয়েছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA)। রিহ্যাব চলছে তাঁরও।

Also Read: ফের কপাল পুড়ল টিম ইন্ডিয়ার, বাতিল হওয়ার পথে এই জমজমাট সিরিজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *