t20-world-cup-ind-vs-aus-toss-report

T20 World Cup: জমে উঠেছে টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব। আজ গ্রস আইলেটের মাঠে অস্তিত্বরক্ষার লড়াইতে নামছে অস্ট্রেলিয়া (AUS)। তাদের প্রতিপক্ষ টিম ইন্ডিয়া (Team India)। রোহিত শর্মা’র দল ইতিমধ্যেই শেষ আটের যুদ্ধে আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নিয়ে পা রেখেছে সেমিফাইনালে। কিন্তু যাত্রাপথ ততটা মসৃণ হয় নি অস্ট্রেলিয়ার জন্য। বাংলাদেশকে হারিয়ে দিলেও আফগানিস্তানের বিরুদ্ধে হেরে আপাতত বিপাকে তারা। আজ মিচেল মার্শের দল যদি হেরে যান, তাহলে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের স্বপ্ন অধরাই থেকে যেতে পারে তাদের। তাই আজ জিততে মরিয়া হয়ে মাঠে নামবে তারা। অন্যদিকে গত বছর অস্ট্রেলিয়ার কাছে হেরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ হাতছাড়া হয়েছিলো টিম ইন্ডিয়ার। তাদের টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ‘বদলা’ নিতে মুখিয়ে রোহিত অ্যান্ড কোং-ও।

Read More: দায়িত্ব পেয়েই বড় সিদ্ধান্ত নিচ্ছেন গম্ভীর, চাপ বাড়তে চলেছে কোহলি-রোহিতদের উপর !!

T20 World Cup ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম অস্ট্রেলিয়া (AUS)

ম্যাচ নং- ৫১ (সুপার এইট ম্যাচ নং- ১১)

তারিখ- ২৪/০৬/২০২৪

ভেন্যু- ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট লুসিয়া

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

St. Lucia Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Darren Sammy International Cricket Stadium | T20 World Cup | Image: Getty Images
Darren Sammy International Cricket Stadium | Image: Getty Images

আজ সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে মহারণ। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। এই মাঠে চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিয়মিত বড় রান উঠতে দেখা গিয়েছে। আজও রানের রংমশালের আশাতেই রয়েছেন ক্রিকেটজনতা। ইনিংসের শুরুতে বাউন্স ও ক্যারি দেখতে পাওয়া যায় বাইশ গজে, যার ফলে সাহায্য পান পেসাররা। তবে যত ম্যাচ গড়ায়, গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্পিন বোলাররা। পরিসংখ্যান বলছে এখানে আয়োজিত ২৩টি আন্তর্জাতিক টি-২০’র মধ্যে ১২টিতে প্রথম ব্যাটিং করে জয় মিলেছে। আর ১১টি ম্যাচে সাফল্য এসেছে রান তাড়া করে।

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের দিন গ্রস আইলেটের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটজনতার। জানা গিয়েছে যে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৩ শতাংশ। ম্যাচ চলাকালীন ২৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হওয়ার পূর্বাভাস রয়েছে। একইসাথে আশঙ্কার কথাও শুনিয়েছে হাওয়া অফিস। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ।

দুই দলের প্রথম একাদশ-

IND vs AUS | T20 World Cup | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

ভারত (IND)-

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।

অস্ট্রেলিয়া (AUS)-

ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), টিম ডেভিড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Mitchell Marsh and Rohit Sharma | T20 World Cup | Image: Twitter

রোহিত শর্মা-

আমরাও প্রথমে ফিল্ডিং-ই করতাম। উইকেট খানিকটা চটচটে মনে হচ্ছে। আমরা রান তাড়া করতে চেয়েছিলাম। আমরা জানি আমরা কি চাই। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আশা করছি (পিচ) বিশেষ বদলে যাবে না। দুনিয়ার এই প্রান্তে আকাশের অবস্থাও নির্ণায়ক ভূমিকা নেয়। আমরা ভালোই মানিয়ে নিতে পেরেছি। আশা রাখছি আরও একটা ম্যাচে ভালো পারফর্ম করতে পারবো। প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। কিছুই বদলে যাচ্ছে না। আমরা একই দল নিয়ে মাঠে নামছি।

মিচেল মার্শ-

আমরা প্রথমে বোলিং করবো। পিচ দারুণ লাগছে। এটা আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল। নিজেরাই নিজেদের একটা কঠিন পরিস্থিতির সামনে ফেলেছি। এখন প্রতিটা ম্যাচই মাস্ট-উইন। আমরা অভিজ্ঞ দল, প্রত্যেকেই দারুণ। (মিচেল) স্টার্ক খেলছে (অ্যাস্টন) অ্যাগারের পরিবর্তে।

IND vs AUS, টস রিপোর্ট-

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া।

Also Read: T20 World Cup, IND vs AUS, Dream 11 Prediction in Bengali: মরিয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া, ধুন্ধুমার লড়াইতে কারা বাজিমাত করবেন ফ্যান্টাসি ক্রিকেটে? দেখুন এক ক্লিকে !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *