স্যাম কারান-

ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানের’ও(Sam Curran) দারুণ কাটছে টি-২০ বিশ্বকাপ। ডেথ ওভারে রান আটকানো থেকে উইকেট তোলা, সবেতেই দলের স্তম্ভ হয়ে উঠেছেন স্যাম। এখনও অব্দি একটি ইনিংসে কারানের থেকে বেশী উইকেট কেউ পান নি। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ৩.৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে কারান তুলে নিয়েছিলেন ৫ টি উইকেট। এখনও অব্দি ১০ উইকেট তুলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই নম্বরে রয়েছেন স্যাম কারান। সেমিফাইনাল এবং ফাইনালে যদি এই ধারাবাহিকতা দেখাতে পারেন ম্যান অফ দ্য টুর্নামেন্টের খেতাব জুটতে পারে তাঁর’ও।
Read More: হটাৎ বিগড়ে গেল চাহাল-রোহিতের সম্পর্ক? পুরো বিশ্বকাপ মাঠের বাইরে বসেই দেখতে হলো এই লেগস্পিনার কে !!