সূর্যকুমার যাদব-

ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে চার নম্বরে সূর্যকুমার যাদব(Suryakumar Yadav) ছাড়া আর কাউকে এই মুহূর্তে ভাবা যাচ্ছে না। যে ক্রিকেট এখন ৩২ বর্ষীয় ‘স্কাই; খেলছেন তা আগে কখনও দেখে নি ভারতের ক্রিকেটমহল। একমাত্র এবি ডিভিলিয়ার্স ছাড়া কাউকেই এইভাবে হয়ত ব্যাট করতে দেখে নি ক্রিকেটবিশ্ব। মহম্মদ রিজওয়ান’কে সরিয়ে চলতি বছরে টি-২০ বিশ্বর্যাঙ্কিং-এ ১ নম্বর ব্যাটার হিসেবে স্থান করে নিয়েছেন সূর্য। একমাত্র ব্যাটার হিসেবে ২০২২ ক্যালেন্ডার বর্ষে করেছেন ১০০০ এর বেশী টি-২০ রান। কুড়ি-বিশের ক্রিকেটের ব্যাকরণ নতুন করে যেন লিখছেন ভারতীয় তারকা। বিশ্বকাপেও অব্যাহত সূর্যের বিক্রম। পাকিস্তান ম্যাচে বিশেষ রান পান নি। তারপর থেকে থামানো যাচ্ছে না তাঁকে। নেদারল্যান্ডস ম্যাচে করেন ২৫ বলে ৫১ রান। বাংলাদেশের বিরুদ্ধে আসে ১৬ বলে ৩০। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ্ব চাপের মুখে অনমনীয় থেকে সূর্যের ৪০ বলে ৬৮ রানের ইনিংস’কে গৌতম গম্ভীর সর্বকালের সেরা বলেছেন। আর জিম্বাবুয়ের বিরুদ্ধে করেছেন ২৫ বলে ৬১*। উইকেটের চার পাশে তাঁর শট মারার ক্ষমতা হোক বা ২০০’র কাছাকাছি স্ট্রাইক রেট, সূর্যকুমার বাকিদের থেকে আলাদা, মানছেন সবাই। চলতি টি-২০ বিশ্বকাপে এখনও অব্দি সূর্যকুমার করেছেন ৫ ইনিংসে ২২৫ রান। সেমিফাইনাল এবং ফাইনালে নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে টুর্নামেন্ট সেরা হতেই পারেন ভারতের ‘মিস্টার ৩৬০।’