t20-wc-up-police-unique-wish-for-india

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মঞ্চে গতকাল ইতিহাস গড়লো টিম ইন্ডিয়া (Team India)। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড-এর পর তৃতীয় দল হিসেবে দ্বিতীয় ট্রফি জয়ের নজির স্থাপন করলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা। ২০০৭-এর খেতাব জয়ের পর বেশ কয়েকবার সেমিফাইনালে আটকেছে ভারতের জয়রথ। ২০১৪তে ফাইনালে পৌঁছেও ফিরতে হয়েছিলো খালি হাতে। ঢাকার মীরপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে এঁটে উঠতে পারে নি দল। এবার যেন শত প্রতিকূলতাকে জয় করার প্রতিজ্ঞা বুকে নিয়েই মাঠে নেমেছিলেন ভারতীয় তারকারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকেই পরিষ্কার ছিলো সংকল্প। নিউ ইয়র্কের নাসাও কাউন্টির বাইশ গজ থেকে যে অশ্বমেধের ঘোড়া ছুটতে শুরু করেছিলো, তা একই গতিতে ধাবমান রইলো গতকাল বার্বাডোজের কেনসিংটন ওভালেও।

টসভাগ্য গতকাল সুপ্রসন্ন ছিলো টিম ইন্ডিয়ার। তারা প্রথমে ব্যাটিং বেছে নেয়। শুরুতে উইকেট হারালেও ভারত সামলে নেয় বিরাট কোহলি (Virat Kohli) ও অক্ষর প্যাটেলের সৌজন্য। গোটা টুর্নামেন্ট নিষ্প্রভ ছিলো কোহলির ব্যাট। কিন্তু কাল চাপের মুখে দায়িত্বশীল ৭৬ করে বুঝিয়ে দিয়ে গেলেন কেন তাঁকে বাকিদের থেকে আলাদা বলা হয়। ঝোড়ো ৪৭ করেন অক্ষর’ও (Axar patel)। শেষমেশ ১৭৬ রানে থামে ভারতের ইনিংস। রান তাড়া করতে নামা প্রোটিয়াদের শুরুতে জোড়া ধাক্কা দিয়েছিলেন বুমরাহ (Jasprit Bumrah) ও আর্শদীপ। কিন্তু তারা ঘুরে দাঁড়ায় ক্যুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেনের সৌজন্যে। দুই উইকেটরক্ষক-ব্যাটারের বিক্রমে একটা সময় তাদের হাতেই ছিলো ম্যাচের রাশ। কিন্তু খাদের কিনার থেকে ভারতকে আবার লড়াইতে ফেরান বোলাররাই। পরপর উইকেট তুলে জমিয়ে দেন ম্যাচ।

Read More: বিরাট-রোহিতের পর অবসরের পথে তৃতীয় মহাতারকা, বার্বাডোজেই বিদায় জানালেন T20 কে !!

অভিনব শুভেচ্ছাবার্তা পোস্ট করলো UP পুলিশ-

Indian Cricket Team | T20 World Cup | Image: Twitter
Indian Cricket Team | T20 World Cup | Image: Twitter

একটা সময় ৩০ বলে ৩০ রান বাকি ছিলো দক্ষিণ আফ্রিকার। হাতে ছিলো ৬ উইকেট। ভারতের জয়ের সম্ভাবনা নেমে দাঁড়িয়েছিলো ৩.৩৫ শতাংশে। কিন্তু ক্রিকেট যে ‘গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনটি’ তা আবারও প্রমাণ করলেন ভারতীয় বোলাররা। গতির হেরফের করে ক্লাসেনকে আউট করেন হার্দিক পান্ডিয়া। অর্ধশতকীয় ইনিংস খেলে তিনি সাজঘরে ফিরতেই ভারসাম্যে ফেরে লড়াই। এরপর ভারতীয় বোলিং আক্রমণের সবচেয়ে ঘাতক অস্ত্র জসপ্রীত বুমরাহ’র হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। গোটা টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)  জুড়ে বুমরাহ যা করে আসছেন, আবারও তেমনটাই করেন তিনি। বেঁধে রাখেন ডেভিড মিলারকে। যে ডেলিভারিতে ফেরালেন মার্কো ইয়ানসেনকে, তা অসাধারণ বললে হয়ত কম বলা হবে। অফ স্টাম্পের বাইরে পিচ করা বল ‘ফিনিশ’ হলো ইয়ানসেনের লেগস্টাম্পে।

শেষ ওভারে হার্দিকের (Hardik Pandya) প্রথম ডেলিভারিটিতে লং অফ থেকে লং অনের দিকে ছুটে এসে এক অবিশ্বাস্য ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। মিলার ফিরতেই নিশ্চিত হয়ে গিয়েছিলো ম্যাচের ফলাফল। প্রথমবার ফাইনালে উঠলেও প্রথম বিশ্বকাপ (T20 World Cup) ট্রফি জেতা আর সম্ভব হয় নি এইডেন মার্করামের দলের জন্য। এগারো বছর পর ভারত আইসিসি ট্রফি জেতায় আনন্দে উদ্বেল দেশ। ক্রিকেটমহলের বহু পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শুভেচ্ছা। সাধারণ সমর্থক থেকে কর্পোরেট দুনিয়ার বহু ব্র্যান্ড’ও নানান মিম বা পোস্ট শেয়ার করেছে ট্যুইটার, ইনস্টাগ্রামে। সেই ট্রেন্ডেই এবার গা ভাসালো উত্তরপ্রদেশ পুলিশ’ও। ঠিক পুলিশী কায়দাতেই ভারতকে শুভেচ্ছা জানিয়ে তারা লিখলো, “দক্ষিণ আফ্রিকাবাসীদের হৃদয় ভাঙার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ভারতীয় বোলাররা। শাস্তিস্বরূপ তাঁরা পাচ্ছেন ১৫০ কোটি ভারতীয়ের ভালোবাসা।”

দেখে নিন সেই মজার ট্যুইট’টি-

Also Read: T20 World Cup Prize Money: শিরোপা জয়ের পাশপাশি রোহিতের হাতে তুলে দেওয়া হলো কোটিকোটি টাকা, ভারত ছাড়াও বাঁকিরা পেল অঢেল পরিমাণ অর্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *