t20-wc-swiggy-trolls-bangladesh-on-x

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসরে অব্যাহত ভারতের জয়যাত্রা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের ব্যবধানে জিতে অভিযান শুরু করেছিলেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি টিম ইন্ডিয়াকে (Team India)। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রোমহর্ষক লড়াইতে ৬ রানে জিতেছিলো দল। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৭ উইকেটের ব্যবধানে বড় জয় সুপার এইটে নিশ্চিত করে দেয় ‘মেন ইন ব্লু’কে। কানাডার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ভেস্তে গেলেও কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হয় নি ভারতীয় দলকে। মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রাখার পরেও কোনোরকম ছন্দপতন দেখা যায় নি ভারতের ফর্মে। সুপার এইট পর্বের প্রথম ম্যাচে ১৯ তারিখ তারা হারিয়েছিলো আফগানদের। আর গতকাল জয় মিললো বাংলাদেশের বিরুদ্ধে।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিলো টিম ইন্ডিয়া। মূলপর্বের খেলাতেও বদলালো না ফলাফল। টসে জিতে প্রথমে রোহিত’কে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। ওপেনিং জুটি লম্বা পার্টনারশিপ গড়তে না পারলেও শিবম দুবে, হার্দিক পান্ডিয়াদের সৌজন্যে স্কোরবোর্ডে ১৯৬ তুলে ফেলে ভারত। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নড়বড়ে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন হার্দিক পান্ডিয়া। ফেরান লিটন দাসকে। এরপর ভাঙন রুখতে পারে নি টাইগার্সরা। শাকিব আল হাসান (Shakib Al Hasan), মাহমুদুল্লাহ’র মত অভিজ্ঞ ক্রিকেটাররা রান পান নি। লড়লেন একা অধিনায়ক শান্ত। তিনি করেন ৪০। শেষবেলায় নেমে রিশাদ হোসেন ১০ বলে ২৪ করলেও হার এড়াতে পারেন নি। ১৪৬ রানের বেশী এগোয় নি বাংলাদেশ। ৫০ রানের বিশাল ব্যবধানে হেরে বিদায়ের মুখে তারা।

Read More: “খেলতে দে ওদের…” বাংলাদেশকে সাপোর্ট করল রোহিত, লাইভ ম্যাচে কুলদীপের লাগালেন ক্লাস !!

স্যুইগির পোস্ট ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়-

IND vs BAN | T20 World Cup | Image: Getty Images
IND vs BAN | T20 World Cup | Image: Getty Images

সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ কটাক্ষ-পাল্টা কটাক্ষ চলতেই থাকে নিয়মিত। টি-২০বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচেও এর ব্যতিক্রম দেখা যায় নি। ম্যাচ হেরে ভারতীয় সমর্থকদের ট্রলের মুখে পড়তে হয়েছে পড়শি দেশের ক্রিকেটজনতাকে। ট্রেন্ডে গা ভাসাতে দেখা গিয়েছে ফুড ডেলিভারি সংস্থা স্যুইগি’কেও। পাকিস্তানের হারের পর একটি কাল্পনিক চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে বাবরদের বিঁধেছিলো তারা। তাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তারা। স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দলকে স্যুইগি মেসেজ করেছে যে, “ছেলেই পারলো না তো নাতি কি করে পারবে!” স্বান্তনা হিসেবে বিরিরানী পাঠানোর অঙ্গীকারও করেছে তারা। দেশভাগের সময় প্রথমে ভারত থেকে পাকিস্তান ও পরে পাকিস্তান থেকেই যে বাংলাদেশের জন্ম-খোঁচার আড়ালে সেদিকেই ইঙ্গিত স্যুইগির।

এই কাল্পনিক কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে স্যুইগি। একদল নেটিজেনের বেশ পছন হয়েছে তা। ৫৬০০’র বেশী নেটনাগরিক ‘লাইক’ করেছে পোস্ট’টি। ‘বাপ বাপ হোতা হ্যায়’ জাতীয় শব্দবন্ধ ব্যবহার করে তাঁরা স্বাগত জানিয়েছে এই পোস্টকে। অন্যদিকে ক্রিকেটের মধ্যে অহেতুক রাজনীতি, পিতা-পুত্র-পৌত্রের ইঙ্গিত সাধারণ জনগণ টেনে আনতে পারে, কিন্তু একটি বহুজাতিক সংস্থার আরও বেশী দায়িত্বশীল হওয়া উচিৎ ছিলো বলেই মনে করছেন নেটদুনিয়ার অন্য অংশের মানুষজন। ‘আরও বেশী সচেতন হয়ে পোস্ট করা উচিৎ, কোম্পানির সুনামের উপর এই জাতীয় পোস্ট প্রভাব ফেলে’ লিখেছেন একজন। ‘এহেন পোস্টই সুস্থ ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী’ ক্ষোভ জানিয়েছেন আরও একজন।

দেখে নিন স্যুইগির সেই পোস্ট’টি-

Also Read: T20 World Cup: ওয়াংখেড়ের বদলা কিংসটাউনে, অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটের লড়াই জমিয়ে দিলো আফগানিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *