t20-wc-surya-dismissal-upsets-fans

আজ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া (Team India)। সামনে বাংলাদেশ (BAN)। টুর্নামেন্টের একদম শুরুতে পড়শি দেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিলো ভারত, সহজেই সেই ম্যাচে মিলেছিলো জয়। আজও তার পুনরাবৃত্তির লক্ষ্য নিয়েই মাঠে রোহিত শর্মা’রা। নর্থ সাউন্ডের মাঠে জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত ‘মেন ইন ব্লু’র, তাই থাকছে বাড়তি মোটিভেশনও। টসের মুদ্রা আজ পড়েছে টাইগারদের পক্ষে। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। রোহিত-কোহলির (Virat Kohli) ওপেনিং জুটি ঝড়ের বেগে ইনিংস শুরু করলেও ধীরে ধীরে খেলায় ফিরেছে বাংলাদেশ। রোহিত ও কোহলি ফিরেছিলেন আগেই, এরপর তানজিম হাসান সাকিবের বলে উইকেট হারালেন সূর্যকুমার যাদব’ও।

Read More: বিরাট কোহলিকে আউট করে মেজাজ হারালেন তানজিম শাকিব, জনসমুক্ষে করলেন অসভ্য আচরণ !!

ভারতীয় ইনিংসের নবম ওভারটি হয়ে রইলো ঘটনাবহুল। প্রথম বলেই বিরাট কোহলি’কে বোল্ড করেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib)। মাঠে তাঁর আগ্রাসী উদ্‌যাপন ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার আলোচনায়। এরপর ওভারের দ্বিতীয় বলে সাকিবের মুখোমুখি হন টি-২০ বিশ্ব র‍্যাঙ্কিং-এ পয়লা নম্বরে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। শর্ট লেন্থে পড়া ডেলিভারি সটান বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন তিনি। কিন্তু এরপর আর নর্থ সাউন্ডের মাঠে সূর্যোদয়ের সু্যোগ দেন নি বাংলাদেশী পেসার। ওভারের তৃতীয় বলটি তিনি পিচ করিয়েছিলেন অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে। খোঁচা দিয়ে বসেন সূর্য। উইকেটের পিছনে বল দস্তানাবন্দী করতে কোনো ভুল করেন নি লিটন দাস (Litton Das)। গত দুই ম্যাচে জোড়া অর্ধশতক করেছিলেন সূর্য। আজ ২ বলে ৬ করেই ফেরেন সাজঘরে।

‘ধর তক্তা মার পেরেক ক্রিকেট খেললে ধারাবাহিকতা আশা করা যায় না’ রোহিতের পর সূর্য’ও অতি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারানোয় ক্ষোভ দেখা গিয়েছে নেটদুনিয়ার একাংশের মন্তব্যে। ‘এই টি-২০ বিশ্বকাপে’ ব্যাটিং-কে একটুও ভরসা করা যাচ্ছে না’ লিখেছেন এক নেটিজেন। ‘কোহলির রোগ সূর্যেরও লেগেছে দেখছি’ অফস্টাম্পের বাইরের বলে উইকেট খোয়ানোর প্রসঙ্গ টেনে মস্করাও করেছেন কেউ কেউ। ‘আর একটা উইকেট পড়লেই চাপ বাড়বে ভারতের উপর’ আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন ক্রিকেট অনুরাগী। ‘যথেষ্ট সময় ছিলো, ঐ শটের কোনো দরকারই ছিলো না’ আক্ষেপ ঝরে পড়েছে আরও একজনের গলায়। উদ্যোগপতি প্রফুল বিল্লোরে যাঁর সাথে ছবি পোস্ট করেন, তিনিই নাকি ব্যর্থ হন, সমাজমাধ্যমে প্রচলিত ঠাট্টা এটি। গতকাল সূর্যের সাথে ছবি পোস্ট করেছিলেন তিনি। আজ ক্রিকেটতারকার ব্যাটে রান না আসায় ট্রলড হয়েছেন তিনিও।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: “রোহিত হটাও, টিম ইন্ডিয়া বাঁচাও…” আশা জাগিয়েও ব্যর্থ অধিনায়ক, পড়তে হলো নেটজনতার রোষের মুখে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *