আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিতে সহজেই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে পা রেখেছিলো টিম ইন্ডিয়া। কানাডার বিরুদ্ধে গত ১৫ তারিখের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলেও ভারত যে ছন্দ হারায় নি তা আরও একবার বোঝা গেলো আজ। বার্বাডোজের কেনসিংটন ওভালে ‘মেন ইন ব্লু’র বিক্রমের সামনে থই পেলেন না আফগান (AFG) ক্রিকেটাররা। নিউজিল্যান্ডকে হারিয়েছিলেন রশিদ খান, ফজলহক ফারুকি’রা। আজ সুপার এইটের ম্যাচে ভারতের বিরুদ্ধেও দেখেছিলেন অঘটন ঘটানোর স্বপ্ন। কিন্তু তাঁদের সেই সুযোগ টুকুই দিলেন না সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ’রা। আগাগোড়া দাপট বজায় রেখে ম্যাচ জিতেই মাঠ ছাড়লেন তাঁরা।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো ভারত (Team India)। শুরুটা হয় নি মনোমত। দ্রুত ফিরেছিলেন অধিনায়ক রোহিত। ঋষভ পন্থ প্রত্যাঘাতের পথে হাঁটলেও দীর্ঘায়িত করতে পারেন নি ইনিংস। নিজেকে সময় দিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু অফ ফর্মের গেরো কাটলো না তাঁরও। পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়া টিম ইন্ডিয়ার ভার এরপর নিজের কাঁধে তুলে নিতে দেখা গেলো সূর্যকুমার যাদবকে। টানা দ্বিতীয় অর্ধশতরান করলেন তিনি। যোগ্য সঙ্গত হার্দিক পান্ডিয়ারও (Hardik Pandya)। শেষমেশ ১৮১ রানে থামে ভারতের ইনিংস। বল হাতে আরও একবার জাদু দেখালেন জসপ্রীত বুমরাহ। তাঁর ওপেনিং স্পেলেই ভাঙে আফগানিস্তানের জয়ের স্বপ্ন। আর্শদীপ, কুলদীপরাও একাধিক উইকেট পেলেন আজ। শেষমেশ ১৩৪ রানেই গুটিয়ে গেলো আফগানরা। ৪৭ রানে জয় ভারতের।
Read More: “ট্রফি জয় নিশ্চিত…” আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচ জিতে সমাজ মাধ্যমের ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !!
সূর্য-হার্দিকের যুগলবন্দীতে বড় রান ভারতের-
রোহিত-কোহলির (Virat Kohli) ওপেনিং জুটিকে নিয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরুর আগে অনেক স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে সেই স্বপ্নের মিনার। গত তিনটি ম্যাচে বেশী দূর এগোতে পারে নি এই জুটি। আজও অব্যাহত রইলো সেই একই চিত্র। অন্য ম্যাচগুলিতে প্রথমে আউট হয়েছিলেন বিরাট, আজ বরং শুরুতে ফেরেন হিটম্যান। ফজলহক ফারুকির (Fazalhaq Farooqi) বলে বড় শট মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। ধরা পড়েন মিড অনে রশিদ খানের হাতে। ১৩ বলে ৮ আজ রোহিতের সংগ্রহে। ধুন্ধুমার ভঙ্গিতে শুরুটা করেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বেশ কিছু বাউন্ডারি দেখা গিয়েছিলো তাঁর ব্যাট থেকে। কিন্তু বড় রানের মাইলস্টোন ছোঁয়া হলো না তাঁরও। ২০ রান করে রশিদের শিকার হন তিনি।
১,৪ ও ০-গত তিনটি ম্যাচে কোহলির (Virat Kohli) রান সংখ্যা ছিলো এমনই। অফ ফর্মের কারণেই সম্ভবত আজ বেশ খানিকটা গুটিয়ে ছিলেন তিনি। সাবধানী ভঙ্গিতে শুরুটা করেছিলেন। কিন্তু ২৪ বলে ২৪ রানের বেশী এগোতে পারেন নি তিনিও। এরপর ১০ করে ফিরে যান শিবম দুবে। ডুবতে থাকা তরীর হাল ধরতে দেখা গেলো সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)। আগের ম্যাচে আমেরিকার বিপক্ষে ম্যাচ জেতানো ৫০* রান করেছিলেন তিনি। আজ আফগানিস্তানের বিপক্ষেও ঢাল হয়ে দাঁড়ান তিনিই। স্বভাবসিদ্ধ ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ২৮ বলে ৫৩ করে এক ধাক্কায় অনেকখানি এগিয়ে নিয়ে যান স্কোরবোর্ড। সঙ্গ দুলেন হার্দিকও। আইপিএলের (IPL) অফ ফর্মকে পিছনে ফেলে তাঁর ব্যাট থেকে এলো ৩১। শেষবেলায় অক্ষর প্যটেলের ১২ রান ভারতকে ১৮১-তে পৌঁছে দেয়।
দুরন্ত বুমরাহ, বোলিং বিক্রমে জয় টিম ইন্ডিয়ার-
আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুর্ধর্ষ পারফর্ম্যান্সের পর আমেরিকার বিপক্ষে খানিক ম্রিয়মান ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতের সেরা পেস অস্ত্র আজ ফের ফিরলেন স্বমহিমায়। ইনিংসের শুরুতেই রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরে ফেরৎ পাঠান তিনি। আর্শদীপের (Arshdeep Singh) ওভারে বড় শট মেরেছিলেন কেকেআর তারকা। কিন্তু তাঁকে আর বাড়তে দেন নি বুমরাহ। ৮ বলে ১১ রান করেই ছেদ পড়ে তাঁর ইনিংসে। আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাইকেও আউট করেন বুমরাহ’ই। বলের গতির সাথে মানিয়ে নিতে না পেরে ক্যাচ তুলে দেন তিনি। দ্বিতীয় স্পেলে ফিরে এসে বুমরাহ আউট করেন নাজিবুল্লাহ জাদ্রানকে। ৪ ওভারে মাত্র ৭ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিলেন তিনি। চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) তাঁর উইকেটের সংখ্যা দাঁড়ালো ৮। কার্যকরী বোলিং অক্ষরেরও। ১৫ রানের বিনিময়ে তিনি তুলে নেন ইবাহিম জাদ্রানের উইকেট।
আজ সিরাজকে বাদ দেন কোচ দ্রাবিড়। বদলে স্পিন বিভাগে যুক্ত করা হয় কুলদীপ যাদব’কে (Kuldeep Yadav)। প্রথমে খানিক রান খরচ করে ফেলেছিলেন চায়নাম্যান বোলার। পরে ছন্দ খুঁজে নেন তিনিও। ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে নেন ২ উইকেট। আগামী ম্যাচগুলিতে দলের সম্পদ হয়ে উঠতে পারেন তিনি। আরও একবার নজর কাড়লেন আর্শদীপ সিং-ও (Arshdeep Singh)। ২০২২-এর টি-২০ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন তিনি। পাঞ্জাবের তরুণ এবারও সেই শিরোপা ধরে রাখতে মরিয়া। বুমরাহ’র সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ৩ উইকেট তুলে নেন তিনিও। তাঁর উইকেটসংখ্যা দাঁড়ালো ১০। ৩ ওভার হাত ঘুরিয়ে ২০ রান খরচ করেন রবীন্দ্র জাদেজা। আজ ১টি উইকেট পান তিনি। ভারতীয় বোলারদের মধ্যে ঝুলি শূন্য কেবল হার্দিক পান্ডিয়ার। সহ-অধিনায়ক উইকেট না পেলেও আজ জয় পেতে কোনো সমস্যা অবশ্য হয় নি ভারতের।