T20 World Cup: আজ সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল (Team India)। তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। জুন মাসের ১ তারিখ নিউ ইয়র্কের মাঠে এই বাংলাদেশকে (BAN) প্রস্তুতি ম্যাচে হারিয়েই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করেছিলেন রোহিত শর্মা’রা। আজও সেই ফলের পুনরাবৃত্তিই লক্ষ্য। কুড়ি-বিশের বিশ্বকাপে এখনও অবধি অপরাজিত ‘মেন ইন ব্লু।’ গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে (USA) হারিয়েছে তারা। অমীমাংসিত থেকেছে কানাডার বিপক্ষে ম্যাচটি। একইসাথে সুপার এইট পর্বের প্রথম ম্যাচেও সহজ জয় মিলেছে আফগানিস্তানের বিরুদ্ধে। আজ ‘টাইগার্স’দের হারালেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার (Team India)। অস্ট্রেলিয়ার মোকাবিলা করার আগে সেই লক্ষ্যেই এগোতে চায় তারা।
রোহিত-বিরাটের (Virat Kohli) ওপেনিং জুটি এখনও অবধি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) বিশেষ দাগ কাটতে পারে নি। রান নেউ দুই মহাতারকার ব্যাটে। পড়শি দেশের বিপক্ষে রানে ফিরুন তাঁরা, প্রার্থনা দেশবাসীর। তিন নম্বরে বড় ভূমিকা পালন করতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ছন্দে রয়েছেন তিনি। টানা দুই ম্যাচে অর্ধশতক করা সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav) আজ টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছেন। প্রতিপক্ষের স্পিনার রিশাদ, শাকিবদের কথা মাথায় রেখে পাঁচে শিবম দুবে’কে (Shivam Dube) আজও রাখতে চলেছেন কোচ রাহুল দ্রাবিড়। ফিনিশার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া। তিন স্পিনারের ছক থেকে সরছে না দল। একাদশে থাকছেন কুলদীপ (Kuldeep Yadav), জাদেজা ও অক্ষর। এছাড়া সকলের নজর থাকবে দুই ছন্দে থাকা পেসার জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং-এর দিকে।
T20 World Cup ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম বাংলাদেশ (BAN)
ম্যাচ নং- ৪৭ (সুপার এইট ম্যাচ নং- ০৭)
তারিখ- ২২/০৬/২০২৪
ভেন্যু- স্যর ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়াম, নর্থ সাউন্ড, অ্যান্টিগা
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
North Sound Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট ও বলের মধ্যে জমজমাট লড়াই দেখা যায়। দুই পক্ষই সমান সুবিধা পেয়ে থাকে বাইশ গজ থেকে। চলতি টি-২০ বিশ্বকাপে এই মাঠে দক্ষিণ আফ্রিকা ১৯৪ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিলো। দিনকয়েক আগে বাংলাদেশ অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে থেমে গিয়েছিলো ১৪০ রানে। এখানে এখনও অবধি ৩৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে, তার মধ্যে ১৬টিতে প্রথমে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। পক্ষান্তরে ১৭টি ম্যাচে জয় মিলেছে রান তাড়া করে। ২টি ম্যাচের ফয়সালা হয় নি। টসজয়ী অধিনায়ক শনিবার প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
অ্যান্টিগাতে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচ বেশ কয়েকবার বাধাপ্রাপ্ত হয়েছিলো বৃষ্টির কারণে। শনিবার ভারত বনাম বাংলাদেশ ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ থেকে রয়েছে খেলা। ১১টা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। যা বাধার মুখে ফেলতে পারে ম্যাচকে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রী সেলসিয়াস ও দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা শনিবার। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮০ শতাংশ। খেলা চলাকালীন ১৯ কিলমিটার প্রতি ঘন্টা গতিতে বায়ু চলাচলের সম্ভাবনা। আকাশ মেঘলা থাকতে পারে।
IND vs BAN, হেড টু হেড পরিসংখ্যান-
টি-২০ ক্রিকেটে ভারত ও বাংলাদেশ-উপমহাদেশের এই দুই দল মুখোমুখি হয়েছে ১৩ বার। নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেছে ভারত। তারা ১২টি ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে মাত্র ১টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে টিম ইন্ডিয়ার জয়ের সংখ্যা ৩। বাংলাদেশের মাটিতে তাদের ভারত হারিয়েছে আরও ৩টি ম্যাচে। বাকি ৬টি জয় এসেছে নিরপেক্ষ মাঠে। অন্যদিকে ভারত’কে তাদের দেশের মাটিতে একটি টি-২০ ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে বা নিরপেক্ষ ভেন্যুতে একটি ম্যাচেও জয় পায় নি তারা।
ভারতের সম্ভাব্য একাদশ-
ওপেনার- বিরাট কোহলি, রোহিত শর্মা
মিডল অর্ডার- ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে
ফিনিশার- হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা
বোলার- অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
এক নজরে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ-
বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।