T20 World Cup: কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) দুর্দান্ত গতিতে দৌড়াচ্ছে ভারতের জয়রথ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছিলেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। এরপর একে একে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করেছেন তাঁরা। মাঝে কানাডার বিরুদ্ধে ম্যাচটি ভেস্তে গেলেও তাতে ছন্দপতন হয় নি টিম ইন্ডিয়ার (Team India)। সুপার এইট পর্বে প্রথমে আফগানিস্তান ও পরে বাংলাদেশের বিপক্ষে দুটি দাপুটে জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। সুপার এইট পর্বের শেষ ম্যাচে সামনে এবার অস্ট্রেলিয়া (AUS)। আজ আফগানিস্তানের বিরুদ্ধে হেরে অস্তিত্বসঙ্কটে অজিরা। তারা মরিয়া হয়ে মাঠে নামবে সোমবার। মেগা ম্যাচের আগে আত্মবিশ্বাসী রোহিত বাহিনী। ক্যাঙ্গারুদের ছিটকে দিয়েই শেষ চারের লড়াই নিয়ে মাথা ঘামাতে চায় তারা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলা হচ্ছে না যশস্বী জয়সওয়ালের। ওপেনিং জুটি অপরিবর্তিতই রাখছেন দ্রাবিড়। দেখা যাবে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। ঋষভ পন্থকে বিশ্রাম দিয়ে সঞ্জু স্যামসনকে খেলানোর দাবী তুলেছে ক্রিকেটমহলের একাংশ। কিন্তু অস্ট্রেলিয়ার মত দলের বিরুদ্ধে সম্ভবত উইনিং কম্বিনেশন ভাঙবে না টিম ম্যানেজমেন্ট। তিনে পন্থ ও চার নম্বরে দেখা যাবে সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)। জাম্পা, অ্যাগারদের স্পিনের বিরুদ্ধে কার্যকরী হতে পারেন শিবম দুবে। তিনি খেলতে পারেন পাঁচ নম্বরে। ছয়ে ফিনিশার হিসেবে নেমে ঝড় তুলতে পারেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আরও একবার অক্ষর, জাদেজা ও কুলদীপের স্পিন ত্রয়ীকে অজি ব্যাটারদের বিপক্ষে ব্যবহার করতে পারে ‘মেন ইন ব্লু।’ পেস বিভাগে থাকছেন জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং।
Read More: “খেলতে দে ওদের…” বাংলাদেশকে সাপোর্ট করল রোহিত, লাইভ ম্যাচে কুলদীপের লাগালেন ক্লাস !!
T20 World Cup ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম অস্ট্রেলিয়া (AUS)
ম্যাচ নং- ৫১ (সুপার এইট ম্যাচ নং- ১১)
তারিখ- ২৪/০৬/২০২৪
ভেন্যু- ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট লুসিয়া
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
St. Lucia Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
গ্রস আইলেটের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট ও বলের লড়াইতে ভারসাম্য দেখা যায়। সাধারণত এখানে পিচ ব্যাটিং সহায়ক হলেও ইনিংসের শুরুতে বাউন্স ও ক্যারি লাভ করতে পারেন পেসাররা। ম্যাচ যত গড়ায়, ততই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে স্পিনারদের ভূমিকা। চলতি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ভেন্যুগুলির মধ্যে গ্রস আইলেটেই গড়ে সবচেয়ে বেশী রান উঠেছে। সোমবারও বড় রান আশা করা যেতে পারে। এখানে আজ অবধি খেলা হয়েছে ২৩ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। তার মধ্যে ১২টিতে প্রথম ব্যাটিং করে এসেছে জয়। আর ১১টিতে এসেছে রান তাড়া করে। টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং করতে পারেন।
উৎকন্ঠা নিয়ে সেন্ট লুসিয়ার আবহাওয়ার দিকে তাকিয়ে থাকতে হবে অজি শিবিরকে। হাওয়া অফিস জানিয়েছে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৩ শতাংশের কাছাকাছি হতে পারে। যা মাঠে অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। ম্যাচ চলাকালীন ২৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ্রা। একইসাথে তারা শুনিয়েছেন আশঙ্কার কথাও। বৃষ্টির সম্ভাবনা থাকছে ২৫ শতাংশ।
IND vs AUS, হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছে ৩১টি ম্যাচে। সম্মুখসমরে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়াই। তারা জিতেছে ১৯টি ম্যাচে। অস্ট্রেলিয়ার জয়ের সংখ্যা ১১। ১টি ম্যাচের কোনো ফয়সালা হয় নি। ঘরের মাঠে ভারত জিতেছে ১০টি ম্যাচ। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তারা অজিদের ধরাশায়ী করেছে ৭টি খেলায়। নিরপেক্ষ ভেন্যুতে ‘মেন ইন ব্লু’ শেষ হাসি হেসেছে ২টি ম্যাচে। পক্ষান্তরে অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে জিতেছে কেবল ৪টি ম্যাচে। ৫টি অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে তারা। আর নিরপেক্ষ ভেন্যুতে তাদেরও জয়ের সংখ্যা ২। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ৫ সাক্ষাতে ৩-২ এগিয়ে অস্ট্রেলিয়া।
ভারতের সম্ভাব্য একাদশ-
ওপেনার- বিরাট কোহলি, রোহিত শর্মা
মিডল অর্ডার- ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে
ফিনিশার- হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা
বোলার- অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
এক নজরে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।