সুপার এইট পর্বের লড়াইতে ভারত (Team India) যে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার (AUS), সে বিষয়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সূচি প্রকাশের দিন থেকেই একপ্রকার নিশ্চিত ছিলেন বিশেষজ্ঞরা। যে ‘সিডিং’ পদ্ধতি ব্যবহার করে গ্রুপ পর্ব ও সুপার এইটের নির্ঘন্ট নির্ধারণ করেছে আইসিসি, তাতে কোন দল কার মুখোমুখি হতে চলেছে তা আগে থেকেই বুঝে নেওয়া বিশেষ কঠিন ছিলো না। তবে এই ম্যাচ যে এতটা গুরুত্ব লাভ করতে চলেছে তা সম্ভবত আগে থেকে অনুধাবন করতে পারেন নি কেউই। জোড়া জয়ের সৌজন্যে ভারত ইতিমধ্যেই শেষ চারের দিকে এক পা বাড়িয়ে রেখেছে, কিন্তু আজকের ম্যাচ ‘মাস্ট উইন’ অস্ট্রেলিয়ার কাছে। আফগানিস্তানের কাছে তাদের অপ্রত্যাশিত হার বিদায়ের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে ২০২১-এর চ্যাম্পিয়নদের।
ভেসে থাকতে হলে আজ শক্তিশালী ভারতকে (IND) হারাতে হবে, এই সমীকরণ মাথায় নিয়েই মাঠে নামতে হচ্ছে অজিদের। কিন্তু ‘মেন ইন ব্লু’র পাশাপাশি তাদের লড়তে হতে পারে আবহাওয়ার বিরুদ্ধেও। হাওয়া অফিস জানিয়েছে যে সেন্ট লুসিয়াতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আকাশে মেঘ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট থেকে রয়েছে ম্যাচ। কিন্তু সকাল ১১টা থেকে দুপুর ১টা অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাস চিন্তার ভাঁজ ফেলেছে ক্যাঙারু শিবিরে। ম্যাচ ভেস্তে গেলে তা একদিনে যেমন কঠিন করে তুলবে লড়াই, আবার অন্যদিকে হতে পারে অস্ট্রেলিয়ার জন্য ‘শাপে বর’ও।
Read More: দায়িত্ব পেয়েই বড় সিদ্ধান্ত নিচ্ছেন গম্ভীর, চাপ বাড়তে চলেছে কোহলি-রোহিতদের উপর !!
ম্যাচ না হলে কি দাঁড়াবে সমীকরণ?
আজ গ্রস আইলেটের মাঠে প্রায় চাপমুক্ত হয়ে নামছে টিম ইন্ডিয়া (Team India)। সুপার এইট পর্বের প্রথম ম্যাচে তারা জয় পেয়েছিলো আফগানিস্তানের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিলো বাংলাদেশ। পূর্বের পড়শির বিপক্ষেও আগাগোড়া দাপট রেখে জয় ছিনিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থ’রা। জোড়া জয়ের সৌজন্যে সেমিফাইনালে এক প্রকার নিশ্চিতই ভারত। গায়ানায় আগামী ২৭ তারিখ ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতিও সম্ভবত শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে অস্ট্রেলিয়া রয়েছে বেশ কঠিন পরিস্থিতিতে। বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও আফগানিস্তানের (AFG) বিরুদ্ধে খানিক অপ্রত্যাশিতভাবেই হেরে বসেছে ক্যাঙারুরা। যার ফলে তাদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত নয় এখনও।
আজ যদি ভারতকে হারাতে পারে অজি’রা, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ চারের যুদ্ধে দেখা যাবে তাদেরই। আর যদি হেরে যায়, সেক্ষেত্রে সুপার এইট পর্ব থেকেই টি-২০ বিশ্বকাপকে (T20 World Cup) বিদায় জানাতে হতে পারে তাদের। অবশ্য আজকের ম্যাচ বৃষ্টি বা অন্যান্য কোনো কারণে ভেস্তে গেলে তৈরি হতে পারে জটিল পরিস্থিতি । পয়েন্ট ভাগাভাগির ফলে ৩ ম্যাচে ৫ অঙ্কে পৌঁছবে টিম ইন্ডিয়া। বিনা বাধায় তারা পা রাখবে সেমিফাইনালে। ৩ পয়েন্ট হবে অস্ট্রেলিয়ার। তাদের নজর রাখতে হবে আগামীকাল ভোরের আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের দিকে। আফগানরা জিতলে বিদায় সুনিশ্চিত। যদি টাইগারবাহিনী জয় ছিনিয়ে নেয়, সেক্ষেত্রে নেট রান রেটের হিসেবে সেমিফাইনালে যেতে পারেন মিচেল মার্শ’রা (Mitchell Marsh)।
আশা নেভেনি আফগানদেরও-
গত কয়েক মাসে দুটি প্রথম সারির আইসিসি টুর্নামেন্টে সাড়া ফেলে দিয়েছে আফগানিস্তান। গত বছরের অক্টোবর-নভেম্বরে ওডিআই বিশ্বকাপে ভালো পারফর্ম করেছিলো তারা। হারিয়েছিলো পাকিস্তানের, ইংল্যান্ডের মত শক্তিশালী দলকে। অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও শেষমেশ ২ পয়েন্ট ছিনিয়ে নিতে সেই যাত্রায় সক্ষম হন নি রশিদ খান’রা (Rashid Khan)। আক্ষেপ টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পূরণ করে ফেললেন ফজলহক ফারুকি (Fazalhaq Farooqi), নবীন উল হক’রা। কিংসটনের মাঠে ১৪৯-এর লক্ষ্যমাত্রা ছুঁতে গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসদের দেন নি আফগান বোলাররা। স্মরণীয় জয়ে সেমিফাইনালের দৌড়ে সামিল হয়েছে আফগানিস্তানও।
আপাতত ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সুপার এইট পর্বের প্রথম গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। সমসংখ্যক পয়েন্ট থাকলেও নেট রান রেটে এখনও অবধি এগিয়ে অস্ট্রেলিয়া। আজ যদি তারা ভারতের বিরুদ্ধে হারে, তাহলে ইতিহাস গড়ার সুযোগ এসে যাবে রশিদ খান (Rashid Khan), নূর আহমেদদের সামনে। আগামীকাল ভারতীয় সময় অনুযায়ী ভোর ৬টায় কিংসটাউনে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। ধুঁকতে থাকা নাজমুল হোসেন শান্তদের বিরুদ্ধে চেনা মাঠে যদি আরও একটা জয় ছিনিয়ে নিতে পারে রশিদ খানের দল, তাহলে ৩ ম্যাচে পৌঁছে যাবে ৪ পয়েন্টে। তখন ভারতের সাথে সাথে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবেন আফগানরাও। তারা মুখোমুখি হবেন প্রোটিয়াদের।