t20-wc-kohli-failure-enrages-fans-on-x

আজ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বের খেলায় ভারত মুখোমুঝি হয়েছে অস্ট্রেলিয়ার। আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে জোড়া জয়, তাদের সেমিফাইনালের দিকে এগিয়ে দিয়েছে অনেকটাই। পক্ষান্তরে অস্ট্রেলিয়ার সামনে আজ কঠিন লড়াই। তারা বাংলাদেশকে প্রথম ম্যাচে হারালেও আচমকা হেরে বসেছে আফগানিস্তানের বিরুদ্ধে। আর সেই অপ্রত্যাশিত পরাজয়ই তাদের ঠেলে দিয়েছে বিদায়ের দোরগোড়ায়। আজ ভারতের বিরুদ্ধে হারলে ছিটকে যেতে হতে পারে মিচেল মার্শদের। গত বছর অস্ট্রেলিয়া পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলো টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে। আজ বদলার সুযোগ রয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোং-এর সামনে। ক্যাঙারুবাহিনীকে ছিটকে দেওয়ার সুযোগ হারাতে রাজী নন তারা।

Read More: বিশ্বকাপের বড় মঞ্চে ফ্লপ বিরাট কোহলি, অজিদের বিরুদ্ধে খাতা খুলতে হলেন ব্যার্থ !!

টসে জিতে আজ সেন্ট লুসিয়ার মাঠে প্রথম বোলিং বেছে নিয়েছে অজি’রা। আজ আরও একবার রোহিত শর্মা’র সাথে ওপেনার হিসেবে বিরাট কোহলিকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আইপিএলে ওপেনার হিসেবে সাফল্য পেলেও টি-২০ বিশ্বকাপে চরম ব্যর্থ কোহলি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১, পাকিস্তানের বিপক্ষে ৪ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ০ করার পর সুপার এইট পর্বে আফগানিস্তানের বিরুদ্ধেও রান আসে নি তাঁর ব্যাটে। বাংলাদেশ ম্যাচে ৩৭ করায় খানিক স্বস্তি ফিরেছিলো অনুরাগীমহলে। কিন্তু আজ ফের ব্যর্থতাই সঙ্গী হলো তাঁর। ইনিংসের শুরুতে খাতা খোলার আগেই ফিরতে হলো সাজঘরে। জশ হ্যাজেলউডের বলে পুল মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন।

৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারতীয় শিবির। টুর্নামেন্টে বিরাটের লাগাতার ব্যাটিং ব্যর্থতা বিরক্তির উদ্রেক করেছে নেটিজেনদের মধ্যে। তাঁরা সরাসরি প্রশ্নবাণে বিঁধেছেন কোচ দ্রাবিড়’কে। ‘আর কতদিন এভাবে ওপেনিং নিয়ে পরীক্ষানিরীক্ষা চলবে?’ লিখেছেন একজন। ‘আমি বুঝতে পারছি না কেন রোজরোজ এই একই জিনিস পরীক্ষা করে দেখা হচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওপেনার হিসেবে কোহলি চলবে না’ লিখেছেন আরও একজন। টি-২০ ফর্ম্যাট থেকে বিরাটকে সরে দাঁড়ানোর জন্যও অনুরোধ করেছেন অনেকে। ‘নিজের লেগ্যাসির এমন ক্ষতি করবেন না প্লিজ। অনেক হয়েছে এবার সরে দাঁড়ান’ লিখেছেন এক বিরক্ত নেটিজেন। ‘কোহলির জারিজুরি সব আইপিএল অবধিই’ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কমলা টুপি জেতার পর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) রান না পাওয়ায় শুনতে হয়েছে বিরাটকে।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলেও লক্ষ্মীলাভ ভারত-অস্ট্রেলিয়ার, সেমিফাইনালের রেস থেকে ছিটকে যাবে আফগানিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *