t20-wc-ind-vs-ban-dream-11-prediction

T20 World Cup: আজ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মঞ্চে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। সুপার এইট পর্বে একটি করে ম্যাচ খেলে ফেলেছে দুই শিবিরই। প্রথম ম্যাচে ভারত (Team India) সহজ জয় পেয়েছে আফগানিস্তানের (AFG) বিরুদ্ধে। ব্যাটে-বলে দাপট দেখিয়েছে তারা। অন্যদিকে ভাগ্য সুপ্রসন্ন হয় নি বাংলাদেশের (BAN)। তারা অস্ট্রেলিয়ার (AUS) বিরুদ্ধে সম্মুখীন হয়েছে পরাজয়ের। আজ নর্থ সাউন্ডের মাঠে পড়শি দেশকে হারাতে পারলেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে মুখিয়ে রয়েছেন রোহিত শর্মা’র দলের ক্রিকেটাররা। অন্যদিকে হারলে ছিটকে যাবে বাংলাদেশ। অস্তিত্বরক্ষার জন্য তাই জয় ছাড়া কোনো পথ খোলা নেই তাদের সামনে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) একবারও ভারতকে হারাতে পারে নি তারা। আজ ইতিহাস রচনার প্রচেষ্টায় টাইগারবাহিনী।

কোহলি-রোহিতের ওপেনিং জুটি চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) একেবারেই দাগ কাটতে পারে নি। গুরুত্বপূর্ণ সময়ে ফর্মে ফিরতে চাইবেন তাঁরা। নজর থাকবে ঋষভ পন্থের (Rishabh Pant) দিকে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ঝোড়ো অর্ধশতক। তেমনই এক ইনিংসের সন্ধানে থাকবেন তিনি। জোড়া অর্ধশতক করা সূর্যকুমার যাদব’ও আজ হতে পারেন এক্স-ফ্যাক্টর। এছাড়া হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও আর্শদীপ সিং-ও আজ নিয়ে পারেন নির্ণায়ক ভূমিকা। আরও একবার বাংলাদেশের প্রধান ভরসা হতে চলেছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। ব্যাটে-বলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। নবাগত রিশাদ হোসেনের স্পিন গুরুত্বপূর্ণ হতে পারে আজকের ম্যাচে। ঝোড়ো ব্যাটিং-এ নজর কাড়তে পারেন তৌহিদ হৃদয়। বাংলাদেশ বোলিং-এর মুখ হওয়ার সম্ভাবনা মুস্তাফিজুর রহমানের।

Read More: IND vs BAN, T20 World Cup 2024 Pitch and Weather Update: ভারত-বাংলাদেশের হাইভোল্টেজ ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হতে চলেছে বৃষ্টি, মাথায় হাত ক্যাপ্টেন রোহিতের !!

T20 World Cup ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম বাংলাদেশ (BAN)

ম্যাচ নং- ৪৭ (সুপার এইট ম্যাচ নং- ০৭)

তারিখ- ২২/০৬/২০২৪

ভেন্যু- স্যর ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়াম, নর্থ সাউন্ড, অ্যান্টিগা

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

North Sound Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Sir Vivian Richards Stadium, North Sound | T20 World Cup 2024 | Image: Getty Images
Sir Vivian Richards Stadium, North Sound | Image: Getty Images

অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ সম্মুখসমরে ভারত ও বাংলাদেশ। এই মাঠে বরাবরই ব্যাট ও বলের দ্বৈরথের মধ্যে ভারসাম্য দেখা যায়। দুই পক্ষের জন্যই সমান সুবিধা থাকে বাইশ গজে। চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এখানে ১৯৪ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিলো দক্ষিণ আফ্রিকা। যদিও বাংলাদেশ গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখানে থেমেছিলো ১৪০ রানেই। পরিসংখ্যান বলছে যে এই মাঠে আয়োজিত হওয়া ৩৫টি আন্তর্জাতিক টি-২০’র মধ্যে ১৬টিতে জয় এসেছে প্রথম ব্যাটিং করে। ১৭টি ম্যাচে রান তাড়া করে মিলেছে সাফল্য। আর বাকি ২ ম্যাচ থেকেছে অমীমাংসিত। যে পক্ষ আজ টস জিতবে তারা প্রথমে বোলিং করতে পারে।

নর্থ সাউন্ডের মাঠে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচটি বেশ কয়েকবার বৃষ্টির কারণে বাধা পেয়েছিলো। স্বাভাবিক কারণেই তাই কৌতূহল রয়েছে শনিবারের আবহাওয়া নিয়ে। আশঙ্কার খবর শুনিয়েছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ম্যাচ। আর সকাল ১১টা থেকে রয়েছে ভারীয় বৃষ্টির পূর্বাভাস। যা চিন্তার ভাঁজ ফেলছে ক্রিকেটপ্রেমীদের কপালে। আজ অ্যান্টিগাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পাএরে ৩১ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮০ শতাংশ। যা অস্বস্তির মুখে ফেলবে ক্রিকেটারদের। ১৯ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু চলাচল করতে পারে ম্যাচ চলাকালীন।

IND vs BAN, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs BAN | T20 World Cup | Image: Twitter
IND vs BAN | Image: Twitter

ভারত ও বাংলাদেশ কুড়ি-বিশের ক্রিকেটে একে অপরের মুখোমুখি হয়েছে ১৩টি ম্যাচে। আধিপত্য রেখেছে টিম ইন্ডিয়াই। ১২টি খেলায় জিতেছে তারা। পক্ষান্তরে বাংলাদেশের জয় কেবল ১টি ম্যাচে। ভারত দেশের মাঠে ৩টি ম্যাচ জিতেছে। অ্যাওয়ে ম্যাচ অর্থাৎ বাংলাদেশের মাঠে জিতেছে ৩ বার। আর বাকি ৬টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। অন্যদিকে ভারতের মাটিতে এসে তাদের ১টি ম্যাচে হারানোর কৃতিত্ব অর্জন করলেও হোম ম্যাচে বা নিরপেক্ষ ভেন্যুতে কখনও টি-২০তে ভারতকে হারাতে পারে নি বাংলাদেশ।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-

IND vs BAN | T20 World Cup | Image: Twitter
IND vs BAN | Image: Twitter

ভারত (IND)-

বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।

বাংলাদেশ (BAN)-

তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহদী হাসান, রিশাদ হোসেন, তাস্কিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

IND vs BAN, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- বিরাট কোহলি, তৌহিদ হৃদয়, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা

অলরাউন্ডার- শাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া

উইকেটরক্ষক- ঋষভ পন্থ

বোলার- জসপ্রীত বুমরাহ, রিশাদ হোসেন, আর্শদীপ সিং, মুস্তাফিজুর রহমান

অধিনায়ক- জসপ্রীত বুমরাহ

সহ-অধিনায়ক- হার্দিক পান্ডিয়া

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: IND vs BAN, T20 World Cup 2024: ডু ওর ডাই ম্যাচে ভারতকে হারাতে প্রস্তুত বাংলাদেশ, মেগা ম্যাচে দলে এন্ট্রি নিলেন এই সুপারস্টার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *