t20-wc-ind-sets-a-huge-target-for-ban

T20 World Cup: বার্বাডোজে আফগানিস্তানের বিরুদ্ধে মিলেছে সহজ জয়। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও সেই ফর্ম বজায় রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ভারত। আজকের প্রতিপক্ষ বাংলাদেশকে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে সহজেই হারিয়েছিলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ’রা। ইতিহাসের পুনরাবৃত্তি চাইছেন তাঁরা। পরিসংখ্যান বলছে যে টি-২০ বিশ্বকাপে একবারও ‘মেন ইন ব্লু’র বিরুদ্ধে জয় পায় নি বাংলাদেশ। সেই রেকর্ডে কোনো রকম বদল আজ চায় না ভারতীয় শিবির। নর্থ সাউন্ডের স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত। দিনকয়েক আগে এই মাঠে তাঁর দল প্রথমে ব্যাটিং করতে নেমেছে হেরেছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজ উলটোপথে হাঁটতে চান টাইগার্স অধিনায়ক। প্রথমে বেছে নিয়েছেন বোলিং।

রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপেনিং জুটি চলতি টুর্নামেন্টে ভারতীয় সমর্থকদের আশাপূরণে ব্যর্থ হয়েছে বারবার। ব্যর্থতার সেই ধারাবাহিক চিত্রে আজ বদল আসবে, আশায় ছিলেন সকলে, কিন্তু স্বপ্নপূরণ হলো না আজও। ভালো শুরু করেও দ্রুত উইকেট হারান রোহিত। এরপর ঋষভ পন্থ ও বিরাট কোহলি ইনিংসকে খানিক এগিয়ে নিয়ে যান। কিন্তু এরপর আঘাত হানেন তানজিম হাসান সাকিব। একই ওভারে সাজঘরে ফেরেন কোহলি ও সূর্যকুমার যাদব। কিছু সময়ের ব্যবধানে মাঠ ছাড়েন ঋষভ’ও। ৪ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। বাইশ গজে আজ নজর কাড়লেন দুই পেস বোলিং অলরাউন্ডার। বাংলাদেশের বোলিং আক্রমণকে সামলে টিম ইন্ডিয়াকে ১৯৬ রানের আপাত সুরক্ষিত স্কোরে পৌঁছে দিলেন শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া।

Read More: “বাঘ এখন খাঁচায় বন্দি…” বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রান জুড়ে দিতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে টাইগার’রা !!

কোহলির দিকে তেড়ে গেলেন সাকিব-

Virat Kohli and Tanzim Hasan Sakib | T20 World Cup | Image: Twitter
Virat Kohli and Tanzim Hasan Sakib | T20 World Cup | Image: Twitter

ক্রিকেটমহল থেকে দাবী উঠছে যশস্বী জয়সওয়ালকে ওপেনার হিসেবে খেলিয়ে বিরাট কোহলিকে তাঁর পছন্দের নম্বর তিন পজিশন ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই নীতিতে যে আপাতত বিশ্বাসী নন তিনি, তা আরও একবার আজ বুঝিয়ে দিলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। রোহিত শর্মার সাথে ইনিংসের সূচনা করতে মাঠে নামেন বিরাট’ই। গত কয়েকটি ম্যাচে দুজনকেই জড়সড় দেখিয়েছিলো। আজ কিন্তু শুরুটা করেন আগ্রাসী মেজাজেই। বেশ কিছু চার-ছক্কাও দেখা যায় তাঁদের ব্যাটে। ভালোই এগোচ্ছিলেন দুই মহাতারকা। তবে আচমকাই ছন্দপতন দেখা যায় ইনিংসের চতুর্থ ওভারে। বাংলাদেশী তারকা শাকিব আল হাসানের (Shakib Al Hasan) বিরুদ্ধে একটি ছক্কা ও একটি চার মারেন রোহিত (Rohit Sharma)। কিন্তু তারপর অতি আক্রমণাত্মক হতে গিয়েই ভুল করে বসেন। ক্যাচ তুলে দেন জাকের আলির হাতে। ১১ বলে ২৩-এর বেশী এগোতে পারেন নি তিনি।

অফ ফর্মের অন্ধকার কাটিয়ে এগোচ্ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু তানজিম হাসান সাকিবের (Tanzim Hasan Sakib) ওভারের প্রথম বলেই বোল্ড হন তিনি। ২৮ বলে ৩৭ করেন থামতে হয় তাঁকে। বাংলাদেশের জুনিয়র সাকিব’কে এর আগেও নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য করে বিতর্কে জড়াতে দেখা গিয়েছিলো। আজ যেভাবে কোহলির উইকেট নিয়ে প্রায় তাঁর দিকে তেড়ে গেলেন তিনি, চর্চা শুরু হয়েছে তা নিয়েও। ঐ একই ওভারে সাকিব ফিরিয়ে দেন সূর্যকুমার যাদবকেও। গত দুই ম্যাচে জোড়া অর্ধশতক করা সূর্য (Suryakumar Yadav)আজ শুরু করেছিলেন ছক্কা মেরে। দ্বিতীয় বলেই উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর বেশীক্ষণ ক্রিজে স্থায়ী হন নি ঋষভ পন্থ’ও। ২৪ বলে ৩৬ করে রিশাদ হোসেনের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ৪টি চার ও ২টি ছক্কা মারেন ঋষভ।

T20 বিশ্বকাপে দুরন্ত প্রত্যাবর্তন হার্দিকের-

Hardik Pandya | T20 World Cup | Image: Getty Images
Hardik Pandya | T20 World Cup | Image: Getty Images

বাংলাদেশের স্পিন আক্রমণের কথা মাথায় রেখে আজ অ্যান্টিগাতে খেলানো হয়েছে শিবম দুবে’কে (Shivam Dube)। ব্যাট হাতে পাঁচ নম্বরে নেমে প্রথমে বেশ খানিকক্ষণ বেশ ব্যাকফুটে ছিলেন তিনি। তাঁকে নিয়ে সেই সময় সমালোচনাও শুরু হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ম্যাচ যত গড়ালো, খোলস ছেড়ে ততই ছন্দে ফিরতে দেখা গেলো তাঁকে। তিনটি ট্রেডমার্ক ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সাথে জুটি বেঁধে ভারতের জয় নিশ্চিত করেছিলেন মুম্বইয়ের অলরাউন্ডার। আজ হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সাথে তাঁর ৫৩ রানের জুটি টিম ইন্ডিয়াকে পৌঁছে দিলো স্বস্তিদায়ক জায়গায়। ২৪ বলে ৩৪ করে রিশাদ হোসেনের বলে আউট হন তিনি। .

দিনকয়েক আগে আইপিএলের আসরে নিজেকে মেলে ধরতে না পারায় তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছিলো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। এরই মধ্যে তাঁর বিবাহবিচ্ছেদের গুঞ্জনও কানে আসে ক্রিকেটজনতার। ঘরে-বাইরে তীব্র চাপের মুখে পড়েও টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দেশের জার্সি গায়ে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন হার্দিক। এর আগেও ব্যাটে-বলে দলের সাফল্যে যোগদান রেখেছিলেন। আজও এক অনবদ্য ইনিংস এলো তাঁর ব্যাট থেকে। পেস হোক বা স্পিন-কোনো অস্ত্রেই হার্দিককে রুখতে পারলো না বাংলাদেশ। শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) মত অভিজ্ঞ পেসারের বিরুদ্ধে জ্বলে ওঠেন ভারতীয় সহ-অধিনায়ক। মারেন তিনটি বাউন্ডারি। ২৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৫০ করে অপরাজিত রইলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ১৯৪ টপকে নর্থ সাউন্ডের মাঠে সর্বোচ্চ টি-২০ স্কোরের মালিক করলেন টিম ইন্ডিয়াকে।

Also Read: বিরাট কোহলিকে আউট করে মেজাজ হারালেন তানজিম শাকিব, জনসমুক্ষে করলেন অসভ্য আচরণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *