Ind vs pak
IND vs PAK | Image: Getty Images

T20 World Cup: কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup) এ-গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রথমে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। ৫ জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আর ৬ তারিখ মাঠে নামছে পাকিস্তান। টেক্সাসের ডালাসে প্রথম ম্যাচ খেলবে তাঁরা। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ানদের প্রথম প্রতিপক্ষ আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম চ্যালেঞ্জ সামলানোর পরেই সম্মুখসমরে নামতে হবে উপমহাদেশের দুই হেভিওয়েট শক্তিকে। মহারণের মঞ্চ হিসেবে প্রস্তুত রয়েছে নিউ ইয়র্ক। মার্কিন মুলুকের বিগ অ্যাপলের উপকন্ঠে আইজেনহাওয়ার পার্কে মূলত এই ম্যাচের জন্যই গড়ে তোলা হয়েছে ৩৪০০০ আসনবিশিষ্ট এক অস্থায়ী স্টেডিয়াম। টিকিটের চাহিদা আকাশছোঁয়া। হাজার হাজার ডলার দিয়েও ম্যাচ দেখতে রাজী অনেকে।

মহারণের প্রস্তুতি খানিক নিভৃতে সারছে দুই দলই। এগারো বছরের খরা কাটিয়ে এবার আইসিসি ট্রফি জয়ে মরিয়া টিম ইন্ডিয়া (Team India)। টিম কম্বিনেশনের যাবতীয় পারমুটেশন-কম্বিনেশন আপাতত ঝালিয়ে নিচ্ছেন কোচ দ্রাবিড়। টি-২০ বিশ্বকাপে ভারত মাত্র ১ বার হেরেছে পাকিস্তানের বিরুদ্ধে। জিতেছে ৬ বার। এই পরিসংখ্যান আস্থা যোগাচ্ছে দলকে। অন্যদিকে বেশ সমস্যায় রয়েছে পাক শিবির। সদ্যই শাহীনকে (Shaheen Shah Afridi) সরিয়ে ফের অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। দুই তারকার ইগোর লড়াই সমস্যায় ফেলতে পারে দলকে, মনে করছেন অনেকে। এছাড়া তাদের ফর্মও বিশেষ ভালো নয়। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে সিরিজ ড্র, আয়ারল্যান্ডের বিরুদ্ধে কোনোক্রমে জয় ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে টি-২০ বিশ্বকাপের ময়দানে পা রাখছে তারা। সমস্যার কালো মেঘ আরও ঘন হলো ইমাদ ওয়াসিম চোট পাওয়ায়।

Read More: পন্থকে ভুলতে পারছেন না উর্বশী, পাশে থাকতে হাজির হলেন নিউ ইয়র্কে !!

চোটের কবলে পড়ে অনিশ্চিত ইমাদ ওয়াসিম-

Imad Wasim | T20 World Cup | Image: Getty Images
Imad Wasim | Image: Getty Images

২০২৩ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা করেছিলেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম (Imad Wasim)। অফ ফর্মের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছিলেন, সুযোগ পান নি ওডিআই বিশ্বকাপ। সেই অভিমান থেকেই পাকিস্তান জার্সিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু জাকা আশরাফ সরে গিয়ে মহসীন নকভি (Mohsin Naqvi) পিসিবি’র দায়িত্ব নেওয়ার পর মনোভাবে বদল আসে তাঁর। উপরের দিকে ওঠে তাঁর ফর্মের গ্রাফ’ও। পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে প্লে-অফ দুর্দান্ত পারফর্ম করেন তিনি। প্রথম এলিমিনেটরে ১২ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। দ্বিতীয় প্লে-অফে করেন অপরাজিত ৫৯ রান। আর ফাইনালে ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে দলকে ট্রফি উপহার দেন ইমাদ (Imad Wasim)।। ব্যাট হাতেও করেন অপরাজিত ১৯।

পিএসএলের (PSL) দুর্দান্ত পারফর্ম্যান্সের পর নবনিযুক্ত মুখ্য নির্বাচক ওয়াহাব রিয়াজও (Wahab Riaz) ইমাদকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান। তারপরেই জাতীয় দলের হয়ে ফেরার কথা ঘোষণা করেছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপই (T20 World Cup) ছিলো ইমাদের (Imad Wasim) ফোকাসে। তার আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার সিদ্ধান্ত নেন তারকা অলরাউন্ডার। সবকিছু ঠিকঠাকই ছিলো, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের মাঝেই ঘটে বিপত্তি। পাক অধিনায়ক বাবর আজম জানিয়েছেন পেশীতে টান ধরেছে ইমাদের। সাইড স্ট্রেইনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগামীকালের ম্যাচে নেই তিনি। ভারতের বিরুদ্ধে ৯ তারিখ খেলতে পারবেন কিনা তাও এখনও স্পষ্ট নয়। শাদাব খান রয়েছেন চূড়ান্ত অফ ফর্মে, ছন্দে থাকা ইমাদ না খেলতে পারলে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ঘোর সঙ্কটে পড়বে পাকিস্তান শিবির।

Also Read: T20 World Cup 2024, IND vs IRE, Match-08: ভারতকে টক্কর দিতে প্রস্তুত আয়ারল্যান্ড, প্রথম ম্যাচে এই একাদশ নিয়ে নামবে মাঠে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *