t20-wc-fans-laud-ind-batting-vs-aus

কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া (Team India)। আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পাওয়ার পর এমনিতেই সেমিফাইনালের দিকে এক পা এগিয়ে রেখেছে তারা। কিন্তু আজ সুযোগ রয়েছে অস্ট্রেলিয়াকে (AUS) টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার। আফগানিস্তানের কাছে হেরে আচমকাই বেশ বেকায়দায় ২০২১-এর চ্যাম্পিয়নরা। গত বছর অজিদের বিপক্ষে হেরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়েছিলো ‘মেন ইন ব্লু’র। বদলার এমন সুবর্ণ সুযোগ তাই কিছুতেই হাতছাড়া করতে চায় না তারা। সেন্ট লুসিয়ার মাঠে আজ টসে জিতেছিলেন মিচেল মার্শ। ভারতকেই প্রথম ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

Read More: IND vs AUS: ক্যাঙ্গারু’দের বিরুদ্ধে উঠলো রোহিত ঝড়, সেমিফাইনাল পৌঁছাতে অস্ট্রেলিয়ার টার্গেট ২০৬ !!

বিরাট কোহলির (Virat Kohli) অফ ফর্ম অব্যাহত। ব্যাটিং সহায়ক পিচেও তিনি ফিরলেন জশ হ্যাজেলউডের শিকার হয়ে। করলেন শূন্য। ‘এবার অন্তত সরে দাঁড়াও বিরাট। আর সহ্য করা যাচ্ছে না’ লিখেছেন এক নেটিজেন। তাঁর ওপেনিং পার্টনার রোহিত শর্মা’কে (Rohit Sharma) কিন্তু আজ দেখা গেলো আগুনে ফর্মে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি অর্ধশতক ছাড়া এতদিন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) একটিও উল্লেখযোগ্য ইনিংস ছিলো না হিটম্যানের ব্যাটে। সেই অভাব আজ তিনি পূরণ করে দিলেন। শুরুটা করেছিলেন মিচেল স্টার্কের (Mitchell Starc) এক ওভারে ২৯ রান তুলে নিয়ে। এরপর তাঁকে থামাতে বিস্তর বেগ পেতে হলো অজি শিবিরকে। অসাধারণ খেলেন রোহিত (Rohit Sharma)। চার-ছক্কার ঝড় তুললেন ব্যাট হাতে। শেষমেশ থামেন ৯২ করে। শতরান হারালেও তাঁর প্রশংসায় মুখর সমাজমাধ্যমের দেওয়াল।

‘অধিনায়কোচিত ইনিংস কাকে বলে তা আজ রোহিত দেখালো’ লিখেছেন একজন। ‘অস্ট্রেলিয়াকে বলতে চাই যে হিটম্যান হইতে সাবধান’ টিপ্পনি আরও একজনের। ‘এমন আগ্রাসী ইনিংস খুব কমই চোখে পড়ে’ ভারত অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন আরও একজন। ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। শিবম দুবের ব্যাট থেকে আসে ২৮। শেষলগ্নে আবারও ফিনিশারের ভূমিকায় অনবদ্য হার্দিক। তিনি করেন ১৭ বলে ২৭। ‘ক্যামিও ইনিংসগুলোও আজ কার্যকরী ভূমিকা নিয়েছে’ হিটম্যান হারিকেনের মাঝে তাঁদের অবদানও অস্বীকার করছেন না নেটজনতা। চরম সমালোচনাকে পিছনে ফেলে যেভাবে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ছন্দে ফিরেছেন হার্দিক (Hardik Pandya), তাকেও কুর্নিশ করতে ভোলেন নি অনুরাগীরা।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: “এ তো পুরোই আগুন…” বিধ্বংসী ইনিংস রোহিত শর্মা’র, উদ্বেল সমাজমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *