t20-wc-fans-celebrate-ind-win-vs-ban

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) টিম ইন্ডিয়ার (Team India) স্বপ্নের দৌড় অব্যাহত। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে জয় এসেছিলো আগেই। আজ নর্থ সাউন্ডের মাঠে তারা হারিয়ে দিলো বাংলাদেশকেও। পড়শি দেশের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছিলো ভারতকে। শুরুতে রোহিত শর্মাকে (Rohit Sharma) তুলে নিয়ে ‘মেন ইন ব্লু’কে ধাক্কা দিয়েছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। কিন্তু তার রেশ বেশীক্ষণ থাকে নি। পরে জোড়া উইকেট তুলে ফের একবার ভারতকে চাপে ফেলেছিলেন বটে তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib), কিন্তু সেই চাপ’ও ধরে রাখতে পারে নি টাইগার্সরা। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বিস্ফোরক অর্ধশতক ও ঋষভ পন্থ রবং শিবম দুবের কার্যকরী ৩৬ ও ৩৪ রানের ইনিংস ভারতকে পৌঁছে দেয় ১৯৬তে।

Read More: তাসের ঘরের মতন ভেঙে পড়লো বাংলাদেশি দলের ব্যাটিং, ৫০ রানে জয় সুনিশ্চিত করে সেমিফাইনালের টিকিট কনফার্ম করলো টিম ইন্ডিয়া !!

দিনকয়েক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪০ রানেই থেমে গিয়েছিলো বাংলাদেশ। আজ ১৯৭ তাড়া করা বেশ কঠিন ছিলো তাদের কাছে। তাও শুরুতে আর্শদীপ, বুমরাহকে (Jasprit Bumrah) সামলে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে হার্দিকের বলে ১৩ রান করে লিটন ফিরতেই ভাঙন ধরে তাদের ব্যাটিং-এ। কুলদীপের হাতে বল তুলে দিয়ে বাজিমাত করলেন রোহিত শর্মা। তিন উইকেট তুলে বল হাতে আজ ম্যাচের নায়ক কুলদীপ’ই (Kuldeep Yadav)। প্রতিরোধ গড়তে দেখা গেলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (Najmul Hossain Shanto)। ৪২ রান করেন তিনি। শেষবেলায় ১০ বলে ২৪ করেন রিশাদ হোসেনও। কিন্তু ভারতের অশ্বমেধের ঘোড়া রুখে দেওয়ার জন্য যথেষ্ট ছিলো না তাও। ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৬ করেই থামতে হয় তাদের।

সুপার এইট পর্বের প্রথম দুই ম্যাচেই হেরে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছিটকে গেলো বাংলাদেশ। পরাজয়ের পরেই নেটদুনিয়ায় ব্যাপক কটাক্ষের মুখে তারা। ‘এবার পদ্মাপাড় থেকে কি অজুহাত উঠে আসে তা শোনার জন্য অপেক্ষা করছি’ টিপ্পনি ছুঁড়েছেন এক নেটিজেন। ‘এখনও ৫০ বছর লাগবে বাংলাদেশের বড় মঞ্চের জন্য আদর্শ দল হয়ে উঠতে’ মন্তব্য আরও একজনের। ‘নামে বাঘ হলেও আসলে ওরা বিড়াল, ’ শাকিবদের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন এক ভারতীয় সমর্থক। ‘যাও আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ ঘোরা হয়ে গিয়েছে, এবার ঢাকা ফিরে যাও’ লিখেছেন আরও একজন। প্রতিপক্ষের দিকে তির্যক মন্তব্যের তীর ছোঁড়ার পাশাপাশি নিজেদের দলের পারফর্ম্যান্সে উচ্ছ্বসিত ভারত সমর্থকেরা। এখন থেকেই ট্রফির স্বপ্ন দেখছেন তাঁরা।

দেখে নিন ট্যুইটচিত্র-

.

Also Read: T20 World Cup: বিস্ফোরক অর্ধশতক হার্দিকের, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের স্কোরবোর্ডে ১৯৬ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *