আজ বার্বাডোজের মাঠে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। টসে জিতেছিলেন রোহিত শর্মা। মাঠের পরিসংখ্যান মাথায় রেখেই প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে দেখা যায় তাঁকে। আফগান বোলিং-এর বিরুদ্ধে আজও সমস্যায় পড়তে দেখা গেলো ভারতীয় টপ-অর্ডারকে। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’র মত তারকা দ্রুত ফেরেন সাজঘরে। রান পান নি ঋষভ পন্থ’ও (Rishabh Pant)। সমস্যাসঙ্কুল পরিস্থিতি থেকে দলকে তুলে আনার দায়িত্ব কাঁধে তুলে নিতে দেখা গেলো সূর্যকুমার যাদব’কে। ছয় নম্বরে নামা হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সাথে জুটি বেঁধে ভারতকে শক্তপোক্ত ভিতের উপর দাঁড় করায় আইসিসি র্যাঙ্কিং-এ এক নম্বরে থাকা ব্যাটার। তাঁর অর্ধশতকে ভর করেই ২০ ওভারের শেষে ১৮১ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার ইনিংস।
Read More: “ক্যাচ তো লে লে…” সহজ বল ধরতে পারলেন না কোহলি, ফ্যানস গার্ল নিলেন ক্লাস !!
চলতি টুর্নামেন্টে বেশ ভালোই পারফর্ম করেছিলো আফগানিস্তান। নিউজিল্যান্ডের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও সহজ জয় তুলে নিয়েছিলো তারা। তাই ১৮২-এর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েও নিশ্চিন্ত হতে পারে নি টিম ইন্ডিয়া। প্রথম ওভারে আর্শদীপ সিং অতিরিক্ত রান খরচ করে ফেলায় চাপ বেড়েছিলো তাদের উপর। তবে আরও একবার মুশকিল আসান হয়ে উঠতে দেখা গেলো জসপ্রীত বুমরাহ’কে। আফগানদের সেরা ব্যাটিং অস্ত্র রহমানুল্লাহ গুরবাজকে দ্বিতীয় ওভারেই ফিরিয়ে ভারতকে চালকের আসনে বসান তিনি। তারপর থেকে নিয়মিত উইকেট তুলতে সক্ষম হন বোলাররা। প্রতিবেদন লেখার সময় অবধি সুপার এইট পর্বের ম্যাচে এগিয়ে রয়েছে ‘মেন ইন ব্লু’ই। সম্ভবত তাদের ঝুলিতেই যাচ্ছে দুই পয়েন্ট।
ক্রিকেটীয় বিনোদন তারিয়ে তারিয়ে উপভোগ করছে ক্রিকেটজনতা। আমেরিকার বিভিন্ন মাঠে দর্শকসংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গ্যালারিতে ঢল নেমেছে ক্রিকেটপ্রেমী জনতার। তার মধ্যেই একটি দৃশ্য ধরা পড়েছে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায়, যা রীতিমত চমকে দিয়েছে টিভি বা স্মার্টফোনের পর্দায় চোখ রাখা দর্শকদের। এক তরুণ ও এক তরুণী’কে দেখা গিয়েছে ভিডিও’তে। ক্যামেরা এমনভাবে ফ্রেমবন্দী করেছে তাঁদের, তাতে মনে হয়েছে যে ক্রিকেট নয়, বরং নিজেদের নিয়েই মজে রয়েছেন তাঁরা দু’জনে। এই ভিডিও সামনে আসার পর ঠাট্টা করে নেটিজেনদের অনেকে কমেন্ট করেছে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ বার্বাডোজের মাঠে হলেও, আসল খেলা তো হচ্ছে গ্যালারিতে।
দেখে নিন সেই ভিডিও-
Barbados ❌Oyo pic.twitter.com/rQWDX7cVmc
— Parvej Ahmed (@ParvejA66959722) June 20, 2024