T20 World Cup: নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আজ টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারানোর পর আজ সুপার এইট নিশ্চিত করার হাতছানি রয়েছে ভারতের সামনে। জিতলে নেট রান রেট, অন্যান্য দলের পয়েন্টের হিসেব নিয়ে মাথা ঘামাতে হবে না রোহিতদের (Rohit Sharma)। অন্যদিকে কানাডা ও পাকিস্তানকে হারানোর পর শেষ আটের ছাড়পত্র ‘পাখির চোখ’ আমেরিকানদেরও। নিজেদের ঘরের মাঠে প্রবল শক্তিশালী ভারতকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় অঘটন ঘটানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন আন্দ্রিয়ান গাউস, সৌরভ নেত্রাভালকার (Saurabh Netravalkar), কোরি অ্যান্ডারসন’রা। টসে জিতে আজ প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
গত দুটি ম্যাচে আমেরিকা বেশ ভালো ব্যাটিং করেছিলো টেক্সাসের মাঠে। তবে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব বাইশ গজের সাফল্যের পুনরাবৃত্তি নিউ ইয়র্কের বোলিং সহায়ক পিচে করে দেখাতে পারলেন না অ্যারন জোনস, সায়ান জাহাঙ্গির’রা। আরও একবার ছড়ি ঘোরাতে দেখা গেলো ভারতীয় বোলারদেরই। গত দুই ম্যাচে নীল জার্সিতে দাপট দেখিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। আজ স্বভাববিরুদ্ধ ভাবেই খানিক শান্ত, ম্রিয়মান দেখালো তাঁকে। কিন্তু আগুন ঝরালেন আর্শদীপ সিং। ২০২২-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের সফলতম বোলার ছিলেন তিনি। এখনও অবধি চলতি টুর্নামেন্টেও ভারতের হয়ে সবচেয়ে বেশী উইকেট তাঁরই দখলে। আর্শদীপ (Arshdeep Singh) আগুনে ছারখার আমেরিকা ২০ ওভার শেষে থামলো ৮ উইকেটের বিনিময়ে ১১০ রানে।
Read More: আমেরিকান ব্যাটসম্যান দিনে তারা দেখালেন দুবেকে, মাঠ পেরিয়ে বল লাগলো স্টাফকে !!
নড়বড়ে টপ-অর্ডার ভোগালো আমেরিকাকে-
মোনাঙ্ক প্যাটেল চোটের কারণে খেলতে পারছেন না আজ। আমেরিকার হয়ে আজ ওপেন করতে নেমেছিলেন সায়ান জাহাঙ্গির (Shayan Jahangir)। এক বলেই বেশী স্থায়ী হলো না তাঁর ইনিংস। আর্শদীপ সিং-এর প্রথম বলটিই বাঁক খেয়ে আছড়ে পড়লো তাঁর প্যাডে। এতটান নিশ্চিত ছিলেন ভারতীয় পেসার যে আম্পায়ারের কাছে আবেদনটুকুও করেন নি। সরাসরি উদ্যাপনে মাতেন তিনি। ০ রানের মাথায় প্রথম উইকেট হারানো আমেরিকাকে ঘুরে দাঁড়ানোর সুযোগটুকু দেন নি আর্শদীপ (Arshdeep Singh)। প্রথম ওভারের শেষ বলেই তিনি ফেরান আন্দ্রিয়াস গাউসকে (Andreas Gous)। হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন তিনি। ৫ বলে করেন ২ রান। যখন দ্বিতীয় উইকেট হারায় মার্কিন যুক্তরাষ্ট্র, তখন তাদের স্কোরবোর্ডে মাত্র ৩।
কানাডা ও পাকিস্তানের বিরুদ্ধে জোড়া জয়ে বড় ভূমিকা রেখেছিলেন অ্যারন জোনস (Aaron Jones)। আজ অধিনায়কের বাড়তি দায়িত্ব চেপেছিলো তাঁর কাঁধে। কিন্তু নিউ ইয়র্কে নিজেকে মেলে ধরতে পারলেন না তিনি। সিরাজ (Mohammed Siraj), হার্দিকদের বিরুদ্ধে রইলেন গুটিয়েই। ঝোড়ো ব্যাটিং দূরের কথা, ব্যাটে-বলে সংযোগ করতে গিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তিনি। শেষমেশ ৫০ স্ট্রাইক রেটে ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি। একের পর এক বল ‘ডট’ হওয়ার ফলে চাপে ছিলেন তিনি। বাধ্য হয়েই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) শর্ট বলে পুল করে ছক্কা মারতে যান। কিন্তু ব্যাটের উপরের দিকে লেগেছিলো বল, ফাইন লেগে তা তালুবন্দী করেন মহম্মদ সিরাজ। দলীয় ২৫ রানের মাথায় সেরা ব্যাটিং অস্ত্রকে হারায় আমেরিকা।
টেলর-নীতিশ জুটি মান বাঁচালো মার্কিনীদের-
৩ উইকেট হারিয়ে ফেলার পর খানিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন নীতিশ কুমার (Nitish Kumar) ও স্টিভেন টেলর (Steven Taylor)। ওপেন করতে নেমে বুমরাহ, হার্দিকদের ভালোই সামলাচ্ছিলেন টেলর। শেষমেশ ভুল করে বসেন অক্ষর প্যাটেলের (Axar Patel) বলে। ১২তম ওভারের চতুর্থ বলে ড্রাইভ মারতে গিয়েছিলেন তিনি। কিন্তু বলের লাইন বুঝতে ভুল হওয়ায় তা ব্যাটের ভিতর দিকে লেগে স্টাম্প ভেঙে দেয়। ৩০ বলে ২৪ রান করেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলে চার মেরে ম্যাচ টাই করেছিলেন নীতিশ কুমার (Nitish Kumar)। ভারতীয় বংশোদ্ভুর ক্রিকেটার আজ টিম ইন্ডিয়ার (Team India) বিপক্ষেও নজর কাড়লেন। ২৩ বলে ২৭ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। শেষমেশ আর্শদীপের (Arshdeep Singh) বলে সিরাজের হাতে ধরা পড়েন তিনি। পরে হরমীত সিং-কেও আউট করেন আর্শদীপ।
নজর ছিলো কোরি অ্যান্ডারসনের (Corey Anderson) দিকে। প্রাক্তন কিউই অলরাউন্ডার মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সিতে চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এখনও নিষ্প্রভ রয়েছেন। আজও বিশেষ কিছু করতে পারলেন না। ১২ বলে ১৪ রান করে হার্দিকের বলে ক্যাচ দিয়ে বসেন ঋষভ পন্থের হাতে। আজকেও দাপট দেখালেন টিম ইন্ডিয়ার পেসাররা। নজর কাড়েন আর্শদীপ সিং। ৪ ওভারে ৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে প্রায় একাই ভাঙলেন আমেরিকাকে। ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ২ উইকেট পেয়েছেন হার্দিকও (Hardik Pandya)। আইপিএলের অফ ফর্ম পিছনে ফেলেছেন তিনি। বুমরাহ (Jasprit Bumrah) ও সিরাজ দুজনেই ২৫ রান করে খরচ করেও থেকেছেন উইকেটশূন্য, যা অবাক করেছে ক্রিকেটবোদ্ধাদের। ১টি উইকেট অক্ষরের। হতাশ করেছেন শিবম দুবে। ১ ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন ১১ রান।