শ্রীলঙ্কা সফরেই শেষ হচ্ছে সূর্যের কেরিয়ার, স্পষ্ট করলেন প্রধান নির্বাচক !! 1

ভারতীয় ক্রিকেটমহলের চর্চার কেন্দ্রে এখন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বার্বাসোজের কেনসিংটন ওভালে তাঁর দুর্দান্ত ক্যাচেই টি-২০ বিশ্বকাপের খেতাব জিতেছে টিম ইন্ডিয়া। ট্রফি জয়ের পর টি-২০ থেকে রোহিত শর্মা (Rohit Sharma) সরে দাঁড়ানোয় তিনিই পেয়েছেন কুড়ি-বিশের ফর্ম্যাটে দেশের অধিনায়কের দায়িত্ব। পিছনে ফেলেছেন হার্দিক পান্ডিয়া’কে (Hardik Pandya)। এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দুই সিরিজেই নেতৃত্বের মুন্সীয়ানা দেখিয়েছেন তিনি। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবেও তাঁর হাত ধরে আসবে সাফল্য, আশায় ইতিমধ্যেই বুক বাঁধা শুরু করেছেন ক্রিকেটজনতা।

আজ মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকার ও সদ্যনিযুক্ত কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেখানে বারবারই সূর্যের (Suryakumar Yadav) প্রসঙ্গ ওঠে। হার্দিকের বদলে তাঁকে অধিনায়ক বেছে নেওয়ার বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচক জানান, “দলের ভেতর থেকে সূর্য সম্পর্কে ইতিবাচক বার্তাই আমরা পেয়েছি। ওর মধ্যে আদর্শ নেতা হয়ে ওঠার অনেক গুণ বর্তমান।” এছাড়াও তিনি স্পষ্ট করেন যে হার্দিকের চোটপ্রবণতা তাঁর বিরুদ্ধে গিয়েছে। “নেতৃত্ব দেওয়ার জন্য অধিকাংশ ম্যাচে অধিনায়ককে মাঠে উপস্থিত তো থাকতে হবে। আর সূর্যের টি-২০ ব্যাটিং নিয়ে তো সন্দেহে অবকাশ নেই” সংযোজন আগরকারের (Ajit Agarkar)। কুড়ি-বিশের ক্রিকেটে তিনি একমেবদ্বিতীয়ম হলেও ওডিআই-তে যে ‘পেকিং অর্ডারে’ বেশ পিছনে, তাও জানিয়েছেন আগরকার।

Read More: “ওকে প্রয়োজন নেই…” জাদেজার জন্য দরজা বন্ধ করলেন আগরকার, বেছে নিলেন আদর্শ বিকল্প !!

ওডিআই-তে সুযোগ পাচ্ছেন না সূর্যকুমার যাদব-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

টি-২০ ক্রিকেটে রোহিতের উত্তরসূরি হিসেবে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণ সময়ের নেতা হিসেবে প্রথমবার মাঠে নামতে চলেছেন তিনি। কুড়ি-বিশের ফর্ম্যাটে তাঁর উপর আস্থা রাখলেও ওডিআই ক্রিকেটে নির্বাচকদের আস্থাভাজন হয়ে উঠতে পারেন নি তিনি। ৩৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২৫.৮ গড়ে ৭৭৩ রান করা সূর্যকে ছেঁটে ফেলেই শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। আজ সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar) ও নয়া কোচ গৌতম গম্ভীর প্রশ্নের উত্তরে জানান যে বিভিন্ন কারণে এক বা একাধিক ফর্ম্যাট থেকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া্‌ জসপ্রীত বুমরাহদের। কিন্তু সূর্যকে (Suryakumar Yadav) যে ওডিআইতে বিশ্রাম নয়, বরং বাদই দেওয়া হয়েছে, তাও স্পষ্ট করেন তাঁরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন অজিত আগরকার (Ajit Agarkar) বুঝিয়ে দেন যে এই মুহূর্তে ওডিআই স্কোয়াডে জায়গা করে নেওয়া সম্ভব নয় সূর্যকুমারের জন্য। মিডল অর্ডারে তাঁর জন্য কোনো জায়গায় খালি নেই। “কে এল (রাহুল), ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার’রা দলে ফিরে এসেছে। মিডল অর্ডারে আমাদের হাতে প্রচুর বিকল্প। এখন সূর্যকে সুযোগ করে দেওয়া কঠিন”, মন্তব্য আগরকারের। শ্রীলঙ্কা সফরের পর লম্বা সময় কোনো ওডিআই সিরিজ নেই ভারতের। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দলে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসাথে আজকের সাংবাদিক সম্মেলনে উইকেটরক্ষক নির্বাচন নিয়েও মুখ খুলেছেন আগরকার। তিন ফর্ম্যাটেই যে ঋষভ পন্থের (Rishabh Pant) উপর দল আস্থা রাখছে তা জানিয়ে দিয়েছেন তিনি।

Also Read: বুমরাহ’র ডানা ছাঁটছেন গম্ভীর, বিকল্প তৈরি রাখার ভাবনা নয়া কোচের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *