হার্দিক পান্ডিয়ার নীচু ফুলটস’কে লং অফ বাউন্ডারির দিকে উড়িয়ে দিয়েছিলেন ডেভিড মিলার। ছক্কা হলে হয়ত হাতছাড়া হত বিশ্বকাপ। কিন্তু হতে দেন নি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অনেকখানি ছুটে এসে বাউন্ডারি লাইনের ঠিক সামনে বল তালুবন্দী করেন তিনি। করেই বুঝতে পারেন যে শরীর ভারসাম্য হারিয়ে বেরিয়ে যাচ্ছে সীমানার বাইরে। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে বল শূন্যে ছুঁড়ে দেন তিনি। এরপর মাঠের ভিতরে ফিরে বল পুনরায় তালুবন্দী করেন। ক্যাচ ধরার সময় সূর্যের পা কি ছুঁয়ে গিয়েছে বাউন্ডারি লাইনের দড়ি? এই প্রশ্নই একটা সময় বড় হয়ে দেখা গিয়েছিলো। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো আউট ঘোষণা করতেই ধরে প্রাণ আসে টিম ইন্ডিয়ার। ‘ক্যাচেস উইন ম্যাচেস’ এই প্রবাদকে সত্যি করেই যেন কেনসিংটন ওভালে সতেরো বছর পর ভারতকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) উপহার দেন তারকা ক্রিকেটার।
এক্সপ্রেস স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে ঐ ক্যাচের নেপথ্য কাহিনী নিজেই জানিয়েছেন সূর্য (Suryakumar Yadav)। বলেন, “যে ক্যাচটা নিয়েছি, সেটা আমি বিভিন্ন মাঠে প্রচুর অনুশীলন করেছি হাওয়ার গতিকে মাথায় রেখে। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম সেদিন, কারণ ওয়াইড ইয়র্কারের জন্য ফিল্ডিং সাজিয়েছিলো হার্দিক ও রোহিত ভাই। কিন্তু (ডেভিড) মিলার শট’টা সোজা মেরেছিলো। আমার লক্ষ্য ছিলো যেমন করে হোক পৌঁছতেই হবে। রোহিত ভাই সাধারণত লং অনে দাঁড়ান না, কিন্তু এদিন উনিই ছিলেন। আমি যখন ক্যাচটা নিতে দৌড়চ্ছিলাম, তখন এক মুহূর্তের জন্য আমরা একে অন্যের দিকে তাকাই। উনি যদি একটু কাছে থাকতেন তাহলে আমি বলটা ওনার দিকে ছুঁড়তাম, কিন্তু সেটা সম্ভব ছিলো না। ঐ পাঁচ সেকেন্ডে কি কি হয়েছে,আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু যে ভালোবাসা পাচ্ছি, তার জন্য আমি কৃতজ্ঞ।”
Read More: দেশে ফিরতেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভুরিভোজ, প্লেয়ারদের দেওয়া হবে সংবর্ধনা !!
সূর্যের স্পেশ্যাল সেলিব্রেশন টিম হোটেলে-
শনিবারের ফাইনালে রান পান নি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু লং অফের ঐ ক্যাচ যে তাঁকে ভারতের ক্রিকেট ইতিহাসে অমরত্ব এনে দিয়েছে তা গত কয়েকদিনে ভালোই টের পেয়েছেন তিনি। হারিকেন বেরিলের কারণে বার্বাডোজ ছাড়তে পারে নি টিম ইন্ডিয়া (Team India)। হোটেলবন্দী অবস্থাতেই সমর্থকদের ভালোবাসার আঁচ সোশ্যাল মিডিয়ায় ভালো করেই বুঝতে পেরেছেন মিস্টার ৩৬০ ডিগ্রী। আজ এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লী ফিরেছে দল। কাকভোরে ক্রিকেটাররা যখন দেশে ফেরেন, তখনই বিমানবন্দরের বাইরে হাজার হাজার মানুষের ভীড়। বিশ্বজয়ের নায়কদের চোখের দেখা দেখতে মরিয়া হয়ে উঠতে দেখা গেলো দিল্লীবাসীকে। ট্রফি হাতে নিয়ে বেরিয়ে আসেন রোহিত শর্মা (Rohit Sharma)। ধীরে ধীরে বাইরে আসেন বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থরাও। সবার গলায় তখন ঝুলতে বিশ্বকাপ জয়ের পদক।
রোহিত-কোহলি-ঋষভদের ভীড়েও আলাদা করে আবেগ দেখা গিয়েছে সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav) নিয়ে। জয়ধ্বনি উঠেছে তাঁকে নিয়ে। ভক্তদের ভালোবাসায় আপ্লুত ক্রিকেট তারকাও। টিম হোটেলে তারকাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন একদল ভাঙরা শিল্পী। বাস থেকে নেমে হোটেলে ঢোকার আগে তাঁদের দিকে এগিয়ে যান সূর্য (Suryakumar Yadav)। ঢোলের ছন্দে পা মেলান নাচে। উদ্দাম নৃত্যের সাথে ঢোল বাজানোর ভঙ্গিও করতে দেখা গেলো তাঁকে। সমাজমাধ্যমে এই ভিডিও প্রকাশিত হওয়ার পরেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ‘ক্যাচ ও নাচ,দুই বিষয়েই সমান দক্ষ সূর্যকুমার’ মজা করে লিখেছেন একদল নেটিজেন। কেবল ভাঙরা নয়, সূর্য তথা টিম ইন্ডিয়ার সেলিব্রেশনের বেশ খানিকটা অংশ এখনও রয়েছে বাকি। প্রধানমন্ত্রীর সাথে প্রাতঃরাশের পর দল উড়ে যাবে মুম্বই। সেখানে রয়েছে ‘ওপেন বাস ট্যুর।’
দেখে নিন সূর্যকুমারের নাচের ভিডিও-
🕺🏼#SuryakumarYadav #T20WorldCup #TeamIndia #BharatArmy #COTI🇮🇳 pic.twitter.com/1StWnMoWM9
— The Bharat Army (@thebharatarmy) July 4, 2024
Also Read: দেশে ফিরলেন রোহিত’রা, ভক্তদের সামনেই উঁচিয়ে ধরলেন বিশ্বকাপ ট্রফি !!