টি-২০'র পর ওয়ানডে বিশ্বকাপ জিততে দুর্দান্ত প্ল্যান করছে ইংলিশ ক্রিকেট বোর্ড, এই খেলোয়াড় হবেন দলে সামিল !! 1

বসন্তের বাতাস বইছে এখন ইংল্যান্ড ক্রিকেটের অন্দরে। ২০১৯ সালে একদিনের বিশ্বকাপে ঘরের মাঠে ট্রফির স্বাদ পাওয়া দিয়ে শুরু। ৩ বছরের মধ্যেই টি-২০ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হলো তারা। তাও আবার ইংল্যান্ডের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মাঠে। ব্যাটে বলে নিজেদের পারফর্ম্যান্স’কে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়ে যোগ্য দল হিসেবে মেলবোর্নের মাঠে কাপ বিজয় ‘থ্রি লায়ন্সের।’ আরও খুশির খবর আসতে চলেছে ইংল্যান্ডের ক্রিকেট দলের জন্য। সূত্রের খবর তেমনই। ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপ জয়ের ‘হিরো’ এবং একদিনের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর বেন স্টোকস(Ben Stokes) নাকি অবসর ভেঙে ফিরে আসতে চলেছেন ওয়ান ডে ক্রিকেটে। স্টোকসের মত প্রতিভাবান অলরাউন্ডার দলে ফিরে এলে ইংল্যান্ডের একদিনের দল যে আরও সমৃদ্ধ হবে তা বলার অপেক্ষা রাখে না। ২০১৯, ২০২২ দুইখানা ফাইনাল ইতিমধ্যে জিতিয়েছেন স্টোকস। ২০২৩ সালে ভারতে একদিনের বিশ্বকাপেও আরও একবার মসীহা হয়ে উঠবেন তিনি,সেই আশাতেই থাকবে ‘থ্রি লায়ন্স’ দল।

বড় ম্যাচ জেতান একার দক্ষতায়

Ben Stokes | image: Gettyimages
MELBOURNE, AUSTRALIA – NOVEMBER 13: Ben Stokes of England celebrates after hitting the winning runs to win the ICC Men’s T20 World Cup Final match between Pakistan and England at the Melbourne Cricket Ground on November 13, 2022 in Melbourne, Australia. (Photo by Graham Denholm-ICC/ICC via Getty Images,)

বড় মঞ্চে জ্বলে ওঠেন বড় খেলোয়াড়’রা। বেন স্টোকস(Ben Stokes) বারবার প্রমাণ করে চলেছেন এই কথাটি। নিউজিল্যান্ড জাত ইংল্যান্ড অলরাউন্ডার শেষ ওভারে চার ছক্কা খেয়ে ২০১৬ সালে ফস্কেছিলেন টি-২০ বিশ্বকাপ। তারপর থেকে বড় ম্যাচে জিতে মাঠ ছাড়বেন বলেই ধনুকভাঙা পণ করেছেন যেন তিনি। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের ২৪২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রীতিমত চাপেই ছিলো ইংল্যান্ড। ম্যাচের স্কোর টাই করতে সাহায্য করে স্টোকসের অনবদ্য ৮৪ রান। সুপার ওভারের শেষে বাউন্ডারি নিয়মে কাপ জেতে ইংল্যান্ড দল। ২০২২ টি-২০ বিশ্বকাপেও দেখা গেলো একই ছবি। পাকিস্তানের বোলারদের সামনে যখন একে একে মাথা নোয়াচ্ছেন ব্যাটার’রা, একপ্রান্তে টিকে থেকে ঠিক সময় গিয়ার বদলালেন ‘বিগ বেন।’ তাঁর ৪৯ বলে ৫২* ইনিংস না এলে কাপ টেমসের পারে না এসে সিন্ধুর পারে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশী ছিলো। কেবল সীমিত ওভারের ক্রিকেট নয়, ২০১৯ সালের অ্যাসেজে হারের মুখ থেকে ইংল্যান্ড’কে লীডস টেস্ট জেতায় স্টোকসের(Ben Stokes) দুর্দান্ত সেঞ্চুরি। চাপের মুখে স্টোকস থাকা মানে জয়ের আশা মনে জাগিয়ে রাখেন ইংরেজ ক্রিকেটভক্তেরা। টেস্ট দলের অধিনায়ক হলেও একদিনের ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নিয়েছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপ জয়ের পর সিদ্ধান্ত বদলাবেন তিনি, এমনটাই আশা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

ফিরবেন স্টোকস? কি জানাচ্ছেন কোচ?

Ben Stokes | image: Gettyimages
LONDON, ENGLAND – MAY 30: Ben Stokes of England returns to the Pavilion after being given out during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between England v South Africa at The Oval on May 30, 2019 in London, England. (Photo by Steve Bardens/Getty Images)

স্টোকস ফিরে এলে একদিনের দলের পক্ষে সেটা যে দারুণ ব্যাপার তা স্বীকার করে নিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট কোচ ম্যাথু মট (Matthew Mott)। ৩১ বছরেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেন (Ben Stokes)। যখন কোচ’কে স্টোকস এই সিদ্ধান্ত জানান, তখন কি ছিলো মট-এর প্রতিক্রিয়া? “তোমার যাবতীয় সিদ্ধান্তে আমি তোমার পাশে আছে। তবে অবসর নেওয়ার কোনও প্রয়োজন ছিলো না। তোমার যখন ইচ্ছে তুমি দলের হয়ে খেলতে পারতে।” অলরাউন্ডার’কে বলেছিলেন কোচ। অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্ত’ও স্টোকসের ব্যক্তিগত বলেই মন্তব্য তাঁর। “ ও যতবেশী আমাদের দলের হয়ে খেলবে তত আমাদের লাভ, তবে ফিরবে কিনা সেই সিদ্ধান্ত একান্তই স্টোকসের।” একদিনের দল থেকে অবসর নিলেও টেস্ট এবং টি-২০ খেলছেন তিনি। টেস্ট দলের অধিনায়ক হয়েছেন। সেই কথা মনে করিয়ে মট বলেছেন, “টেস্ট দলের নেতা হিসেবে বেশ ভালো কাজ করছে বেন, সামনের বছর বিশেষ টি-২০ ক্রিকেট তো নেই, আমাদের সীমিত ওভারের ক্রিকেট দলের’ও একজন গুরুত্বপূর্ণ সদস্য বেন। তিন ফর্ম্যাটেই একাই ম্যাচ জেতাতে সক্ষম।” টি-২০ বিশ্বকাপের সাফল্য একদিনের ক্রিকেট নিয়ে স্টোকসের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে এই আশাতেই রয়েছেন সকলে।

Read More: টি-২০ বিশ্বকাপের দেবভূমিতে পৌঁছলেন বিরাট কোহলি, দেখা করলেন ফ্যান্সদের সাথে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *