Shubman Gill: আসন্ন ইংল্যান্ড সফরের জন্য যে সম্ভাব্য ৩৫ জনের দল বেছে নিয়েছিলেন বিসিসিআই-এর নির্বাচক কমিটি সেখানে নাম ছিলো রোহিত শর্মা’র (Rohit Sharma)। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পাঁচ টেস্টের সিরিজেও নেতার দায়িত্বে তিনিই থাকবেন, ধরে নিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু যাবতীয় হিসেবনিকেশ উলটে যায় গত ৭ তারিখ। আচমকাই ইন্সটাগ্রামে লাল বলের ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন রোহিত। নিজের টেস্ট ক্যাপটির একটি ছবি স্টোরিতে পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে লেখেন, “সকলকে জানাতে চাই যে আমি টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছি। সাদা জার্সিতে খেলা আমার জন্য অত্যন্ত সম্মানের। এতগুলো বছর ধরে নিরন্তর সমর্থন ও ভালোবাসা যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ…” রোহিতের অবসরে চিন্তায় বোর্ড। নয়া ওপেনারের পাশাপাশি নতুন অধিনায়ক’ও খুঁজে নিতে হবে তাদের।
Read More: IPL 2025: মেলেনি ছাড়পত্র, মুস্তাফিজুরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাত শুরু দিল্লির !!
শুভমানকে চাইছেন না শ্রীকান্ত-

রোহিত শর্মা (Rohit Sharma) অধিনায়ক থাকাকালীন তাঁর ডেপুটি ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির যে দু’টি টেস্টে রোহিত খেলেন নি, সেখানে ব্লেজার গায়ে টস করতেও নেমেছিলেন তারকা ফাস্ট বোলারই। কিন্তু পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে তাঁকে দায়িত্ব দিতে রাজী নয় বিসিসিআই। চোটপ্রবণ বুমরাহ’র ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই এই সিদ্ধান্ত বলে খবর মিলেছে বোর্ড সূত্র মারফত। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে আপাতত রয়েছেন ঋষভ পন্থ, শুভমান গিল ও কে এল রাহুল। তবে বোর্ডের প্রথম পছন্দ পাঞ্জাবের শুভমান (Shubman Gill)। বছর ২৪-এর তরুণকে দীর্ঘমেয়াদী বিকল্প হিসেবে দেখছেন কর্মকর্তারা। কোচ গম্ভীরের ভোট’ও পাচ্ছেন তিনিই। সহ-অধিনায়ক করা হতে পারে ঋষভ পন্থ’কে।
সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে যে ইতিমধ্যেই মুখ্য নির্বাচক অজিত আগরকার ও কোচ গৌতম গম্ভীরের সাথে বৈঠক সেরেছেন শুভমান (Shubman Gill)। বড় কোনো অঘটন না ঘটলে দিনকয়েকের মধ্যেই তাঁর নাম ঘোষণা করা হবে অধিনায়ক হিসেবে। বোর্ডের সিদ্ধান্তে চটেছেন প্রাক্তনী কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)। শুভমানের বিরুদ্ধে আগেও ইউটিউবে বারবার তোপ দাগতে শোনা গিয়েছে তাঁকে। ব্যতিক্রম হয় নি এবারও। এক সাক্ষাৎকারে ১৯৮৩’র বিশ্বজয়ী দলের সদস্য জানিয়েছেন, “ও (শুভমান গিল) তো টেস্ট দলে নিয়মিতই নয়। অধিনায়কত্ব পাওয়া উচিৎ জসপ্রীত বুমরাহ’র। যদি ও (বুমরাহ) কোনো ম্যাচের জন্য ফিট না থাকে অথবা ওকে কোনো ম্যাচে পাওয়া না যায় সেক্ষেত্রে ঋষভ পন্থ বা কে এল রাহুলের উচিৎ ভারতকে নেতৃত্ব দেওয়া।”
শুভমানের কড়া সমালোচক শ্রীকান্ত-

গত দুই-তিন বছরে ভারতের জার্সিতে অন্যতম সেরা পারফর্মার শুভমান গিল (SHubman Gill)। ৫০ ওভারের বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেছেন তিনি। টেস্টেও তাঁর পারফর্ম্যান্স মোটের উপর ভালোই। বিশেষ করে ঘরের মাঠে ইংল্যান্ড বা বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিত রান করেছেন তিনি। তারপরেও শুভমানের প্রশংসা করতে রাজী নয় কৃষ্ণামাচারি শ্রীকান্ত। “আমি সবসময়ই বলে এসেছি যে শুভমান গিল একজন ওভাররেটেড ক্রিকেটার কিন্তু কেউই আমার কথা শোনে না। ও প্রচণ্ড ওভাররেটেড। ও এই মুহূর্তে দলে টিকে যাচ্ছে কারণ ও দশটা সুযোগ পায় আর দশম সুযোগে গিয়ে রান করে পরপর নয়টা ব্যর্থতার পরে। আর সেই একটা সাফল্যের কারণে ও আরও দশটা সুযোগ পায়,” চলতি বছরের জানুয়ারিতে বলেছিলেন তিনি। ঋতুরাজ গায়কোয়াড় বা সাই সুদর্শনদের সুযোগ দেওয়ার পক্ষেও সওয়াল করেছিলেন শ্রীকান্ত।