SRH vs LSG, IPL 2024 MATCH 57 Preview in Bengali: প্লে-অফ পৌঁছানোর লড়াইয়ে মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনৌ সুপার জায়ান্টস, হারলেই নিতে হবে বিদায় !! 1

IPL 2024: আগামীকাল মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস (SRH vs LSG)। আজকের ম্যাচটি দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ কারণ গত ম্যাচে দুই দলকেই পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। লখনৌ সুপার জায়ান্টস (LSG) দল কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে তাদের শেষ ম্যাচটি খেলেছিল। লখনৌ’এর ঘরের মাঠে কলকাতার কাছে ৯৮ রানে পরাজিত হতে হয়েছিল দলকে। এই ম্যাচে কলকাতার সুনীল নারায়ণ (Sunil Narine) অসাধারণ ব্যাটিং ও বোলিং নমুনা দেখিয়ে লখনৌ’এর থেকে জয় ছিনিয়ে নিয়েছিল।

অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের শেষ ম্যচটি টেবিলের নীচে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছিল। ওয়ানখেড়ে স্টেডিয়ামে পরাজয়ের মুখে পড়তে হয়েছিল প্যাট কামিন্সের (Pat Cummins) এই দলকে। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে এসে কেবলমাত্র ১৭৩ রান বানাতে সক্ষম হয়েছিল সানরাইজার্স, এই রান তাড়া করতে এসে কেবলমাত্র ১৭.২ ওভারেই জয় সুনিশ্চত করে। মুম্বইয়ের এই জয়ের ফলে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আগামী দিনের পথ অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

পয়েন্ট তালিকার বিচারে ১১ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্টের সহযোগে আপাতত তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সম সংখক ম্যাচ ও সম সংখক পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। দুই দলের কাছে বাঁকি রয়েছে ৩টি করে ম্যাচ। ২টি করে ম্যাচ জিততে পারলে প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে সক্ষম হবে দুই দলই।

Read More: টি-২০ নয়, বরং ওয়ানডে বিশ্বকাপ লক্ষ্য ভারতের, স্কোয়াড থেকেই মিলছে প্রমাণ !!

SRH vs LSG, IPL 2024 MATCH 57, PITCH REPORT

Ipl 2024

আজ আইপিএলের ৫৭তম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে (SRH vs LSG) হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের কথা বলতে গেলে এই মাঠে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানটি গড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলতে দেখা গিয়েছিল SRH দলকে।

এছাড়াও বেশ কয়েকটি ম্যাচের রানের পাহাড় দেখা গিয়েছে। তবে মাঠটি বড় হওয়ার সাথে সাথে এখানে স্পিনারদের তারতম্য বেড়ে যায়। সানরাইজার্স তাদের শেষ দুটি ম্যাচ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলেছিল এই মাঠে। আর দুই ম্যাচেই স্পিনারদের থেকে বেশ গুরুত্বপূর্ণ কটি স্পেলের লক্ষ্য করা গিয়েছে। তাই বলা যায় যে, ব্যাটসম্যানদের পক্ষে পিচ সুবিধাজনক হলেও স্পিন আক্রমণের কাছেও কিছুটা সুবিধা থাকবে।

SRH vs LSG, IPL 2024 MATCH 57, WEATHER UPDATE

আজকের ম্যাচটি দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। আগামীকাল ম্যাচে আবহাওয়ার কথা বলতে গেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রী সেলসিয়াস। যেটি কমতে কমতে ২৭ ডিগ্রীতে নেমে আসবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪৬ শতাংশ এবং ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হবে এবং আগামীকাল ম্যাচে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ।

SRH vs LSG, IPL 2024 MATCH 57, HEAD to HEAD

Ipl 2024, SRH vs LSG
SRH vs LSG | Image: Getty Images

আইপিএল ইতিহাসে দুই দল মোট ৩ বার মুখোমুখি হয়েছে, যদিও ৩ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। আজকের ম্যাচটি দুই দল মোরিয়া হয়ে জিততে চাইবে এবং এই পরিসংখ্যান বদলাতে চাইবে।

SRH vs LSG, IPL 2024 MATCH 57 দুই দলের সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দ্রাবাদ- ট্রেভিস হেড, অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, নীতীশ রেড্ডি, হেনরিক ক্লাসেন (WK), গ্লেন ফিলিপস, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, মায়ঙ্ক মারকান্ডে। [ইমপ্যাক্ট প্লেয়ার: টি নটরাজন]

লখনৌ সুপার জায়ান্টস- কেএল রাহুল (C/WK), কুইন্টন ডি কক, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, দীপক হুডা, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, যুধবীর সিং চরক, রবি বিষ্ণু, নবীন-উল-হক, যশ ঠাকুর। [ইমপ্যাক্ট প্লেয়ার – আরশিন কুলকার্নি]

Read Also: IPL 2024: ম্যাচ জিতেও ঘোর সঙ্কটে নাইট রাইডার্স শিবির, হলো না ঘরে ফেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *