srh-vs-gt-match-66-dream-11-prediction

IPL 2024: উপ্পলে আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাত টাইটান্স (SRH vs GT)। ১২ ম্যাচে এই মুহূর্তে ১৪ পয়েন্টে রয়েছে হায়দ্রাবাদ (SRH)। আজ জিতলে কলকাতা ও রাজস্থানের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফের গণ্ডী টপকে যাবেন প্যাট কামিন্সরা (Pat Cummins)। ঘরের মাঠে দাপুটে পারফর্ম্যান্স করে শেষ চারের টিকিট নিশ্চিত করাই আজ প্রাথমিক লক্ষ্য ‘অরেঞ্জ আর্মি’র। ২০২২ সালের চ্যাম্পিয়ন, ২০২৩-এর রানার্স-আপ গুজরাত টাইটান্সের (GT) মরসুম এবার ভালো কাটে নি। তারা ছিটকে গিয়েছে আইপিএল থেকে। শেষ ম্যাচ জিতে মানরক্ষা করাই লক্ষ্য শুভমান গিল অ্যান্ড কোং-এর। এই ম্যাচের দিকে অধীর আগ্রহে চেয়ে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। হায়দ্রাবাদ হারলে প্লে-অফের আশা বাড়বে তাদের। নজর রাখবে চেন্নাই’ও।

গত ম্যাচে ব্যাটিং তাণ্ডবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে (LSG) ধুয়েমুছে সাফ করে দিয়েছিলেন ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। আজও ব্যাট হাতে সানরাইজার্স জার্সিতে ওপেন করতে দেখা যাবে তাঁদের দুজনকেই। তিনে খেলতে পারেন এইডেন মার্করাম। গুরুত্বপূর্ণ ম্যাচে ফেরানো হতে পারে প্রোটিয়া তারকাকে। চারে খেলার সম্ভাবনা হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen)। উইকেটরক্ষক-ব্যাটার ছন্দে থাকলে প্রতিপক্ষ বোলিং-এর জন্য তা হতে পারে খারাপ খবর। লোয়ার অর্ডারে থাকছেন নীতিশ কুমার রেড্ডি ও শাহবাজ আহমেদ। খেলার সম্ভাবনা আব্দুল সামাদেরও। পেস বিভাগে কামিন্স, ভুবনেশ্বর, নটরাজন ত্রয়ীর সাথে যুক্ত হতে পারেন স্পিনার মায়াঙ্ক মারকণ্ডে।

চেন্নাইয়ের বিরুদ্ধে জোড়া শতরান দেখা গিয়েছিলো সাই সুদর্শন (Sai Sudharshan) ও শুভমান গিলের (Shubman Gill) ব্যাটে। আজ মরসুমের শেষ ম্যাচেও ওপেন করতে নেমে দুজনেই চাইবেন বড় রান করতে। তিন নম্বরে তাদের হয়ে মাঠে নামতে পারেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার (David Miller)। টি-২০ বিশ্বকাপের আগে ফর্মে ফিরতে চাইবেন তিনি। চারে খেলার সম্ভাবনা অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েডের। বাইরেই থাকছেন ঋদ্ধিমান সাহা। এরপর নামতে পারেন শাহরুখ খান। ফিনিশার হিসেবে থাকছেন রাহুল তেওয়াটিয়া। রশিদ খান (Rashid Khan) ও নূর আহমেদের স্পিন জুটি এই ম্যাচে বড় ভূমিকা নিতে পারে। পেস বিভাগে থাকতে পারেন মোহিত শর্মা, কার্তিক ত্যাগী ও উমেশ যাদব।

Read More: চেন্নাই ম্যাচের আগেই অবসরে বেঙ্গালুরু অধিনায়ক, বর্ণময় কেরিয়ারকে কুর্নিশ BCCI-এর !!

IPL ম্যাচের সময়সূচি-

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম গুজরাত টাইটান্স (GT)

ম্যাচ নং- ৬৬

তারিখ- ১৬/০৫/২০২৪

ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট

Hyderabad Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Rajiv Gandhi International Cricket Stadium | SRH vs GT | Image: Twitter
Rajiv Gandhi International Cricket Stadium | Image: Twitter

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH vs GT)। চলতি আইপিএলে এখানে যতগুলি ম্যাচ হয়েছে প্রতিটিতে দেখা গিয়েছে ব্যাটিং বিস্ফোরণ। আজও দুই দলের তরফ থেকেই বড় রান আশা করছেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যানবিদের হিসাবের খাতা বলছে এখনও অবধি উপ্পলে আইপিএলের (IPL) ৭৬টি ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করে জয়ের সংখ্যা ৩৪। রান তাড়া করে করে জয়ের সংখ্যা ৪২। হায়দ্রাবাদে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৮। দ্বিতীয় ইনিংসের ১৬০। টসজয়ী অধিনায়ক আজ প্রথমে বোলিং করতে পারেন।

আজ নিজামের শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। আবহাওয়াবিদ’রা জানিয়েছেন যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৮ শতাংশ থাকতে পারে। যা ক্রিকেটারদের মাঠে অস্বস্তিতে ফেলতে পারে। একই সাথে আশঙ্কার বাণীও শোনা গিয়েছে হাওয়া অফিসের তরফে। আজ হায়দ্রাবাদে বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। দিনকয়েক আগে নাইট রাইডার্সের বিরুদ্ধে গুজরাতের ম্যাচটি ভেস্তে গিয়েছিলো বৃষ্টিতে। আজও তেমনটা হোক, চাইছেন না কেউই।

দুই দলের সম্ভাব্য একাদশ-

SRH vs GT | Image: Twitter
SRH vs GT | Image: Twitter

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ✈, এইডেন মার্করাম ✈, হেনরিখ ক্লাসেন ✈(উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, প্যাট কামিন্স ✈(অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি.নটরাজন, মায়াঙ্ক মারকণ্ডে।

বিকল্প- ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, মার্কো ইয়ানসেন ✈, মায়াঙ্ক আগরওয়াল, জয়দেব উনাদকাট।

গুজরাত টাইটান্স (GT)-

শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, ডেভিড মিলার ✈, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক) ✈, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, রশিদ খান ✈, নূর আহমেদ ✈, উমেশ যাদব, মোহিত শর্মা, কার্তিক ত্যাগী।

বিকল্প- বি আর শরথ, আজমাতুল্লাহ ওমরজাই ✈, সাই কিশোর, অভিনব মনোহর, সন্দীপ ওয়ারিয়র।

SRH vs GT, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, সাই সুদর্শন, শুভমান গিল

অলরাউন্ডার- শাহরুখ খান, শাহবাজ আহমেদ

উইকেটরক্ষক- হেনরিখ ক্লাসেন

বোলার- রশিদ খান, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা

অধিনায়ক- ট্র্যাভিস হেড

সহ-অধিনায়ক- সাই সুদর্শন

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: আবারও টিম ইন্ডিয়ার কোচ হতে আগ্রহী রবি শাস্ত্রী, প্রত্যাখ্যান করলেন IPL-এর হাতছানি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *