আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে চলতি আইপিএল সিজনে (IPL 2024)। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) কে পরাস্ত করে সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স তবে নাইটদের বিরুদ্ধে কোন দল খেলতে চলেছে তা নির্ধারণ হবে আজকেই এলিমিনেটরের রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য নিজেদের টিকিয়ে রাখলো রাজস্থান রয়াল আজকের ম্যাচের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদ এবং রাজস্থান রায়ান চলতি মৌসুমে দুই দল যখন প্রথমবারের জন্য মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে এক রানে পরাজিত হতে হয়েছিল সঞ্জু স্যামসন। এর তবে আজকের ম্যাচটিতে আবার একবার মরিয়া হয়ে লড়াই করতে চাইবে সানরাইজার্স দল
আজকের ম্যাচে ওপেনিং করবেন ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। গত দুই ম্যাচেই ফ্লপ হয়েছেন হেড, এমনকি ১ রানও বানাতেও ব্যার্থ হয়েছেন তিনি। অন্যদিকে গত ম্যাচে কলকাতার বিরুদ্ধে রান পাননি অভিষেক। হায়দ্রাবাদের জয়ের পিছনে দলের দুই ওপেনারের ভূমিকা ছিল প্রবল। তিন নম্বরে নামতে চলেছেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। কলকাতার বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বেশ দারুন পারফরমেন্স করেছিলেন তিনি, দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান বানিয়েছিলেন তিনি। মিডিল অর্ডারে নীতিশ রেড্ডি (Nitish Reddy), হেনরিক ক্লাসেন (Heinrich Klassen) ও শাহবাজ আহমেদকে (Shahbaz Ahamed) দেখা যেতে পারে।
ফিনিশারের ভূমিকা পালন করবেন আব্দুল সামাদ (Abdul Samad)। বোলারদের ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), বিজয়কান্ত ভিয়াস্কান্ত ও টি নটরজনকে (T Natarajan) দেখা যেতে পারে। পাশাপশি আজকের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে সানভির সিংকে (Sanvir Singh) দেখা যেতে পারে। গত কয়েকটি ম্যাচে তাকেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করছেন কামিন্স।
SRH vs RR, IPL 2024 2ND QUALIFIER, PITCH & WEATHER UPDATE
আজকের ম্যাচটি চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এই স্টেডিয়ামে খুব কম বারেই বড় রান হতে দেখা গিয়েছে। চেপকে মূলত স্পিনারদের শাসন লক্ষ করা যায়। আজকের ম্যাচটি ৭ নম্বর পিচে অনুষ্ঠিত হতে চলেছে, এটি একটি তাজা উইকেট এবং এই উইকেটে খেলা হওয়ার কারণে একপাশের বাউন্ডারি ছোট ও একপাশের বাউন্ডারি বড় মনে হয়। পাওয়ার প্লে তে যে দল ফায়দা তুলতে পারবে এই দলের কাছে এই আজকের ম্যাচে জয় করা আর সুবর্ণ সুযোগ হয়ে উঠবে।
আজ চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। সকালের দিকে সর্বাধিক ৩৬ ডিগ্রি তাপমাত্রা বিরাজমান ছিল খেলা চলাকালীন কিছুটা তাপমাত্রা কমে ২৯ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসবে এই সময় ১১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকের ম্যাচে 60 শতাংশ আপেক্ষিক আদ্রতা দেখা যাবে যদিও বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই কেবলমাত্র ১ শতাংশ বৃষ্টিপাত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
SRH vs RR, IPL 2024 2ND QUALIFIER, SRH দলের সম্ভাব্যরূপ একাদশ
ওপেনার – ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা
মিডিল অর্ডার ব্যাটসম্যান – রাহুল ত্রিপাঠী, নীতীশ রেড্ডি, হেনরিক ক্লাসেন
অল রাউন্ডার- শাহবাজ আহমেদ
বোলার – প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত ভিয়াস্কান্ত, টি নটরাজন
উইকেট কিপার- হেনরিক ক্লাসেন
ইমপ্যাক্ট প্লেয়ার- সানভির সিং
রাজস্থানের বিরুদ্ধে SRH-এর সম্ভাব্যরূপ একাদশ
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, নীতীশ রেড্ডি, শাহবাজ আহমেদ, হেনরিক ক্লাসেন, আবদুল সামাদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত ভিয়াস্কান্ত, টি নটরাজন। [ ইমপ্যাক্ট প্লেয়ার- সানভির সিং]।