যোগ্য সম্মান পেলেন না ওয়ার্নার, ট্রফি জয়ী অধিনায়ককে সমাজ মাধ্যমে ব্লক করলো SRH !! 1

IPL 2024: ২০২৩ জুড়েই ছিল ক্রিকেটের মরশুম, এই মরশুমে টিম ইন্ডিয়া বেশ জমিয়ে ক্রিকেট খেলেছে, তবে আইসিসি ট্রফি জয়ের থেকে এক কদম দূরেই ছিল ভারতীয় দল। ৩৩৩ জন খেলোয়াড় আসতে চলেছে নিলামের আওতায়। এই নিলামে, অজি প্লেয়ারদের বড় মিচেল স্টার্ক (Mitchell Starc) আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে। যেখানে প্যাট কামিন্সকে ২০.৮০ কোটি টাকায় কিনেছে হায়দরাবাদ। তবে, আইপিএলে সবথেকে সফল অজি তারকা ডেভিড ওয়ার্নারের (David Warner) সঙ্গে প্রতারণা করলো তার পুরানো ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)।

আরও পড়ুন- IPL 2024: শুরুতেই জমজমাট আইপিএলের নিলাম পর্ব, বিপুল অর্থের বিনিময়ে নতুন দল খুঁজে নিলেন ট্র্যাভিস হেড, রচিন রবীন্দ্রেরা !!

ওয়ার্নারের নেতৃত্বে ট্রফি জেতে হায়দ্রাবাদ

David warner, ipl 2024
David Warner | Image: Getty Images

আইপিএল ইতিহাসে তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে আইপিএল ট্রফি জিতেছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। ভারতে বেশ কিছু অনুগামী রয়েছে ওয়ার্নারের। সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে খেলার সৌজন্যে একাধিক অনুগামী পেয়েছেন ওয়ার্নার। ২০১৬ সালে দলকে প্রথম আইপিএল ট্রফির স্বাদ ও দিয়েছিলেন তিনি। তবে পারলেন না ফ্রাঞ্চাইয়াজির মন রাখতে, আইপিএলে অন্যতম সফল ব্যাটসম্যান হলেন ডেভিড ওয়ার্নার। বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলছেন এই বামহাতি। সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে বেশ ছন্দে দেখা গিয়েছে তাকে।

ওয়ার্নারকে ব্লক করলো SRH

যোগ্য সম্মান পেলেন না ওয়ার্নার, ট্রফি জয়ী অধিনায়ককে সমাজ মাধ্যমে ব্লক করলো SRH !! 2

২০২২ মেগা নিলামের আগে ওয়ার্নারকে মুক্তি দেয় হায়দ্রাবাদ আর সেই সুবাদে দিল্লি দলে সামিল হন ওয়ার্নার। প্রসঙ্গত, সানরাইজার্স হায়দরাবাদ এবং ডেভিড ওয়ার্নারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। আজকে ট্র্যাভিস হেডকেও হায়দরাবাদ ৬.৮০ কোটি টাকায় কিনেছে। আর হেডকে অভিনন্দন জানাতে SRH-এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যান, তখন ওয়ার্নার জানতে পারেন যে হায়দ্রাবাদ দল (SRH) তাকে ব্লক করেছে। টুইটার এবং ইনস্টাগ্রামে ওয়ার্নারকে ব্লক করেছে SRH। সমাজ মাধমে তার একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ওয়ার্নার।

আরও পড়ুন- IPL 2024: বিশাল অঙ্কের চুক্তিতে গুজরাতে শাহরুখ খান, আইপিএলের দৌলতে কোটিপতি শুভম দুবে, সমীর রিজভি’রা, !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *