sidhu-backs-rinku-slams-rohit-t20-stat

৫ জুন থেকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। গ্রুপ-এ’তে তাদের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবিলা করতে হবে ‘মেন ইন ব্লু’কে। নিউ ইয়র্কের উপকন্ঠে নাসাও কাউন্টিতে যে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে, সেখানেই উপমহাদেশের দুই ক্রিকেটীয় প্রতিপক্ষ নামতে চলেছে জুন মাসের ৯ তারিখ। ১৫ জুন ভারতের তৃতীয় ম্যাচ আয়োজক দেশ আমেরিকার বিপক্ষেই। সেই ম্যাচটিও রয়েছে নিউ ইয়র্কে। ১৫ তারিখ গ্রুপ পর্বে ভারত শেষ ম্যাচ খেলবে কানাডার বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব প্রান্তে ফ্লোরিডার ফোর্ট লডারডিলে আয়োজিত হবে ম্যাচটি।

আয়োজক সংস্থা আইসিসি’র তরফে ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)  সূচি প্রকাশ করে দেওয়া হয়েছিলো ২০২৪ সালের জানুয়ারি মাসেই। অপেক্ষা ছিলো কুড়ি-বিশের বিশ্বকাপে কোন ক্রিকেটারা দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন তা জানার। অবশেষে গতকাল অবসান হয়েছে দীর্ঘ প্রতীক্ষার। ডেডলাইন ছিলো পয়লা মে। তার ঠিক একদিন আগেই অজিত আগরকাকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সামনে এনেছে টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)  স্কোয়াড। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়েছেন নির্বাচকেরা। ১৫ সদস্যের পাশাপাশি রাখা হয়েছে ৪ ট্র্যাভেলিং রিজার্ভ’ও। দল ঘোষণার সাথে সাথেই শুরু হয়েছে বিতর্কও। রিঙ্কু সিং-এর মূল স্কোয়াডে না থাকা নিয়ে মুখ খুলেছেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)।

Read More: “অধিনায়ক হিসবে ওর কোন যোগ্যতাই…”, হার্দিকের পিছনে হাত ধুয়ে পরলেন ইরফান পাঠান, মুখ খুললো নেটপাড়া !!

রিঙ্কুর সাথে ন্যায় হয় নি, বলছেন সিধু-

Rinku Singh | T20 World Cup | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

২০২৩-এর আইপিএলে চোখধাঁধানো পারফর্ম্যান্স করে সাড়া ফেলে দিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। এরপর জাতীয় দলে জায়গা করে নিতে বেশী সময় লাগে নি তাঁর। প্রথম সুযোগ এসেছিলো আয়ারল্যান্ডের বিপক্ষে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মত আন্তর্জাতিক ক্রিকেটেও নজর কাড়তে দেরী করেন নি তিনি। এরপর এশিয়ান গেমসে গিয়েছেন। ভারতের জার্সি গায়ে খেলেছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান সিরিজ। নিয়মিত দুর্দান্ত পারফর্ম্যান্সও করেছেন। পরিসংখ্যান বলছে ভারতের হয়ে ১৫ ম্যাচে ৮৯ গড়ে রিঙ্কু (Rinku Singh) করেছেন ৩৫৬ রান। তারপরেও টি-২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে নেই তিনি। চলতি আইপিএলে তাঁর ফর্মের গ্রাফ খানিক নীচের দিকে যাওয়ায় শুভমান গিল, আবেশ খান, খলিল আহমেদের সাথে রিঙ্কুর জায়গা হয়েছে ট্র্যাভেলিং রিজার্ভের তালিকায়।

রিঙ্কু-কে মূল স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত চটিয়েছে নভজ্যোৎ সিং সিধু’কে। এই সিদ্ধান্তের যৌক্তিকতা কতদূর তা নিয়ে রীতিমত চাঁচাছোলা ভাষায় প্রশ্ন তুলেছেন তিনি। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “যদি আইপিএলের কথা মাথায় রেখে রিঙ্কু সিং-কে বাদ দেওয়া হয়ে থাকে তাহলে আমায় বলতেই হচ্ছে যে রোহিত শর্মা’ও ২০১৬ সালের পর থেকে আইপিএলে ‘স্পেশ্যাল’ কিছু করে নি। আর টি-২০ বিশ্বকাপেও ওর পারফর্ম্যান্স আমরা জানিই…এটা অন্যায্য। রিঙ্কুর সাথে ন্যায়বিচার হওয়া উচিৎ।” আক্রমণের ধার আরও বাড়িয়ে তিনি জানান, “অধিনায়ক না হলে রোহিতই সবার আগে দল থেকে  বাদ যেত।” ২৫ মে অবধি ভারতের হাতে সময় রয়েছে চূড়ান্ত স্কোয়াডে রদবদল করার। রিঙ্কু রিজার্ভেই থাকেন নাকি দলে কোনো পরিবর্তন হয়, সেদিকেই এখন তাকিয়ে সবাই।

Also Read: Afghanistan Squad For T20 World Cup in Bengali: টি-২০ বিশ্বকাপের স্কোয়াড সামনে আনলো আফগানিস্তান, ঝড় তুলবেন রশিদ খানরা !! 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *