টিম ইন্ডিয়ার (Team India) আগামীর সুপারস্টার হিসেবে ক্রিকেটবোদ্ধারা চিহ্নিত করছেন শুভমান গিল’কে (Shubman Gill)। বছর ২৪-এর ক্রিকেটার লাইমলাইটে এসেছিলেন ২০১৮ সালের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতে। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেছিলেন তিনি। সিনিয়র জাতীয় দলে ডাক এসেছিলো পরের বছরই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যামিল্টনে হয় ওডিআই অভিষেক। এরপর ২০২০তে টেস্ট ও ২০২৩-এ প্রথম টি-২০ খেলেন তিনি। যত সময় এগিয়েছে ততই নিজের দক্ষতার ছাপ ক্রিকেটের বাইশ গজে রেখেছেন তিনি। ইতিমধ্যেই তিন ফর্ম্যাটে দেশের হয়ে করেছেন শতরান। আইসিসি ওডিআই র্যাঙ্কিং-এ পৌঁছেছেন শীর্ষস্থানে। ২৫ টেস্টে ১৪৯২, ৪৭ একদিনের ম্যাচে ২৩২৮ ও ২১ টি-২০ ম্যাচে ৫৭৮ রান করে ফেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি শুভমান সাফল্য পেয়েছেন রঞ্জি ট্রফির মঞ্চে।
Read More: রোহিতের এক ভুলে ভাঙবে WTC ফাইনালের স্বপ্ন, দুঃসংবাদ সমর্থকদের জন্য !!
দুর্ধর্ষ দ্বিশতক শুভমান গিলের-
২০১৮ সালের রঞ্জি ট্রফির গ্রুপ-বি-এর খেলায় পাঞ্জাব মুখোমুখি হয়েছিলো তামিলনাড়ুর। দুই তারকাখচিত দলের লড়াইতে জাত চিনিয়েছিলেন তরুণ তুর্কি শুভমান গিল (Shubman Gill)। তামিলনাড়ুর ইনিংস ২১৫তে শেষ হওয়ার পর পাঞ্জাবের হয়ে ওপেন করতে নেমেছিলেন ডান হাতি ব্যাটার। টি.নটরাজন, সাই কিশোর, বিজয় শঙ্করদের সামলান অবলীলায়। ১০৭ রানের ওপেনিং জুটি গড়েছিলেন জীবনজ্যোৎ সিং-এর সাথে। এরপর অপর প্রান্তে উইকেট পড়লেও সাবলীল ভঙ্গিতে রান তুলে গিয়েছিলেন শুভমান (Shubman Gill)। মনদীপ সিং, যুবরাজ সিং, গুরকিরত সিং মান’দের মত দেশের ক্রিকেটমহলে পরিচিত মুখেদের সাথে একের পর এক দুর্দান্ত জুটি গড়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান শুভমান। সাই কিশোরের বলে স্টাম্পড হওয়ার আগে ২৯টি চার ও ৪টি বিশাল ছক্কা সহযোগে ৩২৪ বলে করে যান ২৬৮ রান। স্ট্রাইক রেট ছিলো ৮১.৪০।
ম্যাচ ড্র হলেও ৩ পয়েন্ট পাঞ্জাবের-
মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ডিসেম্বর মাসের গোড়ায় মুখোমুখি হয়েছিলো পাঞ্জাব ও তামিলনাড়ু। ঘরের মাঠে টসে জেতে পাঞ্জাব। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয় তারা। বলতেজ সিং, মনপ্রীত গোনিদের (Manpreet Gony) আক্রমণাত্মক বোলিং-এ তামিলনাড়ুর তারকাখচিত ব্যাটিং বেশ দিশাহারা হয়ে পড়েছিলো। বিজয় শঙ্করের ৭১ রানের ইনিংস তামিলনাড়ুকে পৌঁছে দেয় ২১৫ রানে। প্রতিপক্ষের তোলা রান একাই পেরিয়ে যান পাঞ্জাবের তরুণ শুভমান গিল। পাশাপাশি অর্ধশতক করেন মনদীপ সিং। কিংবদন্তি যুবরাজ সিং-এর (Yuvraj Singh) ব্যাট থেকে এসেছিলো ঝোড়ো ৪১। পাঞ্জাব থামে ৪৭৯ রানে। তৃতীয় ইনিংসেও ব্যাট করতে নেমেছিলো তামিলনাড়ু। অর্ধশতক করেন অভিনব মুকুন্দ, বাবা অপরাজিত, দীনেশ কার্তিকরা। স্কোরবোর্ডে যখন ৩৯৩, তখন যবনিকা পড়ে ম্যাচের। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পায় পাঞ্জাব।
শুভমানের দিকে চোখ রয়েছে নির্বাচকদের-
টিম ইন্ডিয়ার হয়ে ইতিমধ্যেই টেস্ট ও ওডিআই দলে নিয়মিত শুভমান গিল (Shubman Gill)। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের মত বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন পাঞ্জাবের টপ-অর্ডার ব্যাটার। বর্তমানে ২৪ বছর বয়স তাঁর। আগামীতে তিনিই ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠবেন বলে মনে করছে বিশেষজ্ঞমহল। তাঁর দিকে নজর রেখেছে খোদ বিসিসিআই’ও। ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তাঁকে গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এতদিন সামলেছেন সহ-অধিনায়কের দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরে তাঁকে সরিয়ে সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই শুভমান গিল’কে (Shubman Gill) করা হয়েছে সহ-অধিনায়ক। এমনকি সিনিয়রদের অবর্তমানে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেতৃত্ব সামলেছেন শুভমান গিল। অধিনায়ক হিসেবে কেরিয়ার শুরু করেছেন ৪-১ জয় দিয়ে।