IPL 2024: হার্দিকের বিদায়ে পড়লো সিলমোহর, নতুন অধিনায়কের কাঁধে দায়িত্ব তুলে দিলো গুজরাত টাইটান্স !! 1

IPL 2024: দিনকয়েক আগে থেকেই হার্দিক পান্ডিয়ার আইপিএল (IPL) ভবিষ্যত নিয়ে সরগরম ছিলো ভারতীয় ক্রিকেটমহল। শোনা যাচ্ছিলো আরও একবার দলবদল করতে চলেছেন তিনি। ২০২২ সালে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যখন আইপিএলে যোগ দিয়েছিলো গুজরাত টাইটান্স, তখন মুম্বই ছেড়ে হার্দিক যোগ দেন সেখানে। এরপর অধিনায়ক হিসেবে প্রথম মরসুমেই জেতেন ট্রফি। দ্বিতীয় মরসুমেও পৌঁছান ফাইনালে। কিন্তু মাত্র দুই বছরেই ভাঙন ধরলো হার্দিক-টাইটান্স সম্পর্কে। সপ্তদশ মরসুমের রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশের দিনক্ষণ যত এগোতে থাকে, ততই হার্দিকের গুজরাত ছাড়ার জল্পনা জোরালো হতে থাকে। শোনা গিয়েছিলো ফের একবার পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সেই ফিরতে চলেছেন তিনি।

গতকাল বিকালে রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করেছিলো গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স দুই দলই। দেখা গিয়েছিলো গুজরাতের ‘রিটেনড’ তালিকাতেই রয়েছেন হার্দিক। মুম্বইয়ের ঘোষিত দলেও স্থান হয় নি তাঁর। জমজমাট দলবদলের নাটকের শেষটা নিষ্ফলা হয়েছে বলেই ধরে নিয়েছিলেন সকলে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বদলে যায় চিত্রটা। গতকাল সন্ধ্যেতেই ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছিলো যে হার্দিকের দলবদল সম্পন্ন। সরকারী ভাবে দুই দলের তরফ থেকে কিছু ঘোষণা না আসায় অপেক্ষা করা ছাড়া অবশ্য উপায় ছিলো না ক্রিকেটজনতার সামনে। অবশেষে আজ দুপুরে যাবতীয় জল্পনার অবসান ঘটলো। গুজরাত সোশ্যাল মিডিয়ায় বিদায় জানিয়েছে গত দুই বছরের অধিনায়ককে। ‘ঘরের ছেলে’কে স্বাগত জানিয়েছে মুম্বই’ও।

Read More: IPL 2024: রোহিত শর্মার উপরেই গুরু দায়িত্ব দিয়ে আসন্ন আইপিএলে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স, ঘরে ফিরলেন পান্ডিয়া !!

চটজলদি নতুন অধিনায়ক বেছে নিলো গুজরাত-

Shubman Gill and Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images
Shubman Gill and Hardik Pandya | Image: Getty Images

গুজরাত টাইটান্সের হয়ে গত দুই মরসুম অধিনায়ক হিসেবে জাত চিনিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর আগ্রাসী নেতৃত্ব ‘ব্যান্ড’ হয়ে উঠেছিলো আইপিএলের দুনিয়ায়। তাঁকে হারানো স্বাভাবিক ভাবেই বড় ধাক্কা টাইটান্স বাহিনীর জন্য। কিন্তু সাময়িক বিপর্যয় সামলে দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তারা। হার্দিক ছেড়ে যাওয়ার পর কে হবেন অধিনায়ক? বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছিলো সোশ্যাল মিডিয়ায়। গত দুই বছর সহ-অধিনায়ক ছিলেন রশিদ খান। বেশ কিছু ম্যাচে অধিনায়কত্ব’ও করেছেন তিনি। ২০২৪-এ পদোন্নতি হবে তাঁর? মনে করছিলেন একাংশ। অনেকে আবার সওয়াল করছিলেন কেন উইলিয়ামসনের হয়ে। পরীক্ষিত অধিনায়ক কেন, এর আগে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদকে। কিন্তু আফগান তারকা বা কিউই কিংবদন্তির হাতে দায়িত্ব দিলো না গুজরাত। বরং তারা ভরসা রাখলো বছর ২৪-এর তরুণ শুভমান গিলের উপরেই।

২০২২ সালের আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে শুভমান গিল যোগ দিয়েছিলেন গুজরাত টাইটান্স। গত দুই বছরে তিনিই হয়ে উঠেছেন টাইটান্স ব্যাটিং-এর প্রধান মুখ। প্রথম মরসুমে ১৬ ম্যাচে তিনি করেছিলেন ৪৮৩ রান। ফাইনালে হয়েছিলেন ম্যাচের সেরা। দ্বিতীয় মরসুমে তাকে ছাপিয়ে যান শুভমান। ১৭ ম্যাচ খেলে তিনি করেন ৮৯০ রান। ছিলো ৩টি শতরান এবং ৫টি অর্ধশতরান। আইপিএলের ইতিহাসে এক মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড করে তিনি জেতেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি। হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়’ও। ফাইনাল না জিতলেও ২০২৩-এর আইপিএল যে শুভমানের কারণে মনে রাখা হবে, সে বিষয়ে নিশ্চিত ছিলেন সকলে। ধারাবাহিক সাফল্যের পুরষ্কার পেলেন তরুণ ওপেনার। ব্যাটার হিসেবে নিজেকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন তিনি। অধিনায়ক হিসেবে কেমন পারফর্ম করেন, নজর থাকবে সেইদিকে।

দেখে নিন গুজরাত টাইটান্সের সোশ্যাল মিডিয়া পোস্ট-

Also Read: IPL 2024: অবশেষে গুজরাটের সাথ ছাড়লেন হার্দিক পান্ডিয়া, মুম্বাইয়ে হল গ্র্যান্ড এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *