নিজেই নিজেকে লক্ষ্য বেঁধে দিয়েছিলেন শুভমান গিল, বছর শেষে চাওয়া-পাওয়ার হিসেব দিলেন সোশ্যাল মিডিয়ায় !! 1

২০২৩ সালটা শুভমান গিলের (Shubman Gill) কাছে নিঃসন্দেহে একটা মাইলফলক হয়ে থাকবে। বছরের শুরুটাই তিনি করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে শতরান করে। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের খেলায় দুইবার তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। এর মধ্যে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিশতরানের গণ্ডিও টপকে যান তিনি। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরির মালিক হন তিনি। কিউইদের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০তেও শতরান আসে তাঁর ব্যাট থেকে। ভারতের হয়ে সর্বোচ্চ টি-২০ স্কোরের মালিক হন। টেস্টেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেন। পঞ্চম ভারতীয় হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান করার নজির তৈরি করেন।

আইপিএলেও ক্রিকেটবিশ্বকে প্রতিভার জাদুতে মাতিয়ে দিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। ৩টি শতরানের সাহায্যে ১৭ ম্যাচে ৮৯০ রান করেন তিনি। হন সর্বোচ্চ রান সংগ্রাহক। আইপিএলের ইতিহাসে এক মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন তিনি। সামনে কেবল বিরাট কোহলি। ২০১৬ সালে ৯৭৩ রানে থেমেছিলেন তিনি। এরপর এশিয়া কাপেও স্বমহিমায় দেখা যায় তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন। সর্বোচ্চ রান সংগ্রাহক হন। বিশ্বকাপ শুরুর আগে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। প্রথম কিছু ম্যাচ খেলতে পারেন নি। ফিরে এসে বেশ কিছু চমৎকার ইনিংস খেলেন। বাবর আজমকে সরিয়ে আইসিসি র‍্যাঙ্কিং-এ সেরা ওডিআই ব্যাটারের তকমাও পান। জমজমাট ৩৬৫ দিন শেষে সোশ্যাল মিডিয়ায় এক গোপন তথ্য প্রকাশ করলেন শুভমান। ২০২২-এর শেষ দিনে নিজের জন্য আগামীর লক্ষ্য স্থির করেছিলেন তিনি। নিজের চাওয়া-পাওয়ার হিসেবনিকেশ তুলে ধরলেন ইন্সটাগ্রাম পেজে।

Read More: IPL 2024: বছরের প্রথম দিনেই বড় ধাক্কা খেল লখনউ শিবির, দায়িত্ব ছাড়লেন কোচ বিজয় দাহিয়া !!

সোশ্যাল মিডিয়াতে নববর্ষের শুভেচ্ছা জানালেন শুভমান-

Shubman Gill and Rohit Sharma | Image: Getty Images
Shubman Gill and Rohit Sharma | Image: Getty Images

২০২৩-কে বিদায় জানাতে গতকাল নিজের ইন্সটাগ্রামে একটি বিশেষ পোস্ট দেন শুভমান গিল (Shubman Gill)। টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার সেখানে লিখেছেন, “২০২৩ আমাদের ছেড়ে যাচ্ছে। অনেক অভিজ্ঞতা অর্জন করলাম। তার মধ্যে বেশ কিছু আনন্দমুখর, কিছু অভিজ্ঞতা আবার শিক্ষা দিয়ে গেলো। বছরটা যেমন কাটাতে চেয়েছিলাম ঠিক তেমন যায় নি। কিন্তু আমি গর্বের সাথে বলতে পারি যা অর্জন করতে চেয়েছিলাম, তার খুব কাছাকাছি আমরা পৌঁছতে পেরেছিলাম। আগামী বছর আরও নতুন নতুন চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আসবে। আশা রাখছি আমরা নিজেদের লক্ষ্যের আরও কাছে পৌঁছতে পারবো। আমি আশা রাখছি আপনার সকলে ভালোবাসা, আনন্দ ও জীবনে চলার পথে শক্তি খুঁজে পাবেন।” ইন্সটাগ্রাম পোস্টে একটি তালিকার ছবি পোস্ট করেছেন শুভমান। যা হয়ে দাঁড়িয়েছে চর্চার বিষয়।

২০২৩-এর রেজোলিউশন প্রকাশ করলেন শুভমান গিল-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

নিজের ২০২৩ সালের ‘নিউ ইয়ার্স রেজোলিউশন’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভমান (Shubman Gill)। ৩১/১২/২০২২-এর তারিখ দেওয়া সেই তালিকায় নিজেকে লক্ষ্য বেঁধে দিয়েছেন তিনি। প্রথমেই রয়েছে ভারতের হয়ে সর্বোচ্চ শতরান করার কথা। ২০২৩-এ ৭টি আন্তর্জাতিক শতরান করলেও সর্বোচ্চ শতকের মাইলস্টোন স্পর্শ করা হয় নি শুভমানের (Shubman Gill)। তাঁর থেকে ১টি শতরান বেশী করেছেন বিরাট কোহলি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৩ ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ রান করার নজির গড়েছেন শুভমান গিল। ২১৫৪ রান করেছেন তিন ফর্ম্যাট মিলিয়ে। তাঁর পরে রয়েছেন বিরাট কোহলি। তাঁর সংগ্রহ ২০৪৮ রান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পরিবারকে গর্বিত করার সংকল্প। যেভাবে পারফর্ম করেছেন তিনি, তাতে তাঁর পরিবার যে আনন্দে আত্মহারা, তা বলাই বাহুল্য।

তালিকায় তৃতীয় স্থানে তিনি লিখেছিলেন ‘নিজের সেরাটুকু দাও। নিজের প্রতি কম কঠোর হও।’ বছরের আগাগোড়া ভালো পারফর্ম করে নিজেকে দেওয়া কথা রেখেছেন তিনি। এছাড়াও আইপিএল-এর সর্বোচ্চ রান সংগ্রাহকের ‘কমলা টুপি’ জয়ের কথাও রয়েছে ২০২৩-এর সংকল্প পত্রে। এই সাফল্যও অর্জন করে দেখিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ফাফ দু প্লেসিকে অনেকখানি পিছনে ফেলে জিতে নিয়েছেন ‘অরেঞ্জ ক্যাপ।’ সংকল্প পত্রে রয়েছে ২০২৩-এর ওডিআই বিশ্বকাপ জয়ের কথাও। একঝাঁক সাফল্যের ভীড়ে বিশ্বকাপ জয়ই অধরা রয়ে গিয়েছে শুভমানের (Shubman Gill)। দাপটের সঙ্গে ফাইনালে পৌঁছালেও, খেতাবী যুদ্ধে মিলেছে পরাজয়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় উইকেটে হেরে স্বপ্ন ভেঙেছে ভারতের। বছরের শেষেও সেই পরাজয় যে কাঁটার মত বিঁধছে শুভমান’কে, তা তাঁর পোস্টেই ক্যাপশন থেকেই পরিষ্কার।

দেখুন সেই ইন্সটাগ্রাম পোস্ট’টি-

Also Read: আইসিসির তরফ থেকে এই বড় পুরস্কার পেলেন Shubman Gill, বিরাট-রোহিত’রা এবার বসলেন পিছনের সারিতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *