Shubman gill,bcci
Shubman Gill | Image: Getty Images

টেস্ট ক্রিকেটে বেহাল দশা শুভমান গিলের (Shubman Gill)। দেশের মাঠে গুটিকয় সিরিজে রান পেলেও বিদেশে সাফল্যের মুখ দেখেন নি তিনি। উপমহাদেশের বাইরে তাঁর শেষ অর্ধশতক এসেছে ২০২১ সালে। এরপর ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন তিনি। ভরসা যোগাতে পারেন নি ব্যাট হাতে। সদ্যসমাপ্ত বর্ডার-গাওস্কর ট্রফিতেও চূড়ান্ত হতাশই করেছেন শুভমান (Shubman Gill)। প্রথম ম্যাচটিতে আঙুলের চোটের জন্য খেলতে পারেন নি তিনি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সুযোগ পান। ফের চতুর্থ টেস্টটিতে তাঁকে রিজার্ভ বেঞ্চে বস্তে হয়েছিলো টিম কম্বিনেশনের কারণে। সিডনিতে শেষ ম্যাচটিতে স্কোয়াডে ফিরলেও ব্যর্থতা পিছু ছাড়ে নি তাঁর। অস্ট্রেলিয়ার মাঠে সদ্যসমাপ্ত সিরিজে ৩ টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ৯৩। গড় ১৮.৬।

Read More: নিয়তির পরিহাস ! ‘বাতিল’ রাহানের নেতৃত্বেই রঞ্জি খেলবেন রোহিত, জানিয়ে দিলেন MCA কর্তা !!

রঞ্জি খেলার নির্দেশ বোর্ডের-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

লাল বলের ক্রিকেটে জাতীয় দলের তারকাদের হতশ্রী পারফরর্ম্যান্স মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিসিসিআই-এর জন্য। সুযোগ থাকলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট, কড়া নির্দেশ দিয়েছেন কর্মকর্তারা। এতদিন কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মাদের মত সুপারস্টারদের জন্য খানিক শিথিল ছিলো নিয়ম। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া টেস্ট সিরিজ হারের পর কড়া অবস্থানই নিয়েছে দেশের কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। রোহিত (Rohit Sharma) ইতিমধ্যেই মুম্বই রঞ্জি দলের সাথে অনুশীলন শুরু করেছেন। আজ একটি অনুশীলন ম্যাচেও অংশ নেন তিনি। দিল্লী ক্রিকেট সংস্থার কর্তা রোহন জেটলি জানিয়েছেন যে বিরাট কোহলি ও ঋষভ পন্থের মত তারকাদের জন্য অপেক্ষা করবেন তাঁরাও। সংবাদসংস্থা এক্সপ্রেস স্পোর্টস সূত্রে খবর যে প্রথম শ্রেণির টুর্নামেন্টে ফিরছেন শুভমান গিল’ও (Shubman Gill)।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০২৪-২৫ রঞ্জি মরসুমের সিক্সথ রাউন্ডের খেলায় কর্ণাটকের মুখোমুখি হওয়ার কথা পাঞ্জাবের। এক্সপ্রেস স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী এই ম্যাচটিতে খেলবেন শুভমান গিল (Shubman Gill)। ২২ তারিখ থেকে ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) টি-২০ সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। কিন্তু সেই স্কোয়াডে জায়গা পান নি শুভমান। লাল বলের ফর্ম্যাটেই তাঁকে ফর্ম ঘষেমেজে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। ২০২২ সালে আলুরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে শেষবার পাঞ্জাবের হয়ে রঞ্জি খেলেছিলেন তিনি। সব ঠিক থাকলে বছর তিনেকের বিরতির পর ফিরবেন মাঠে। কোচ হিসেবে পাঞ্জাব শিবিরে রয়েছেন রঞ্জি ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক ওয়াসিম জাফর (Wasim Jaffer)। তাঁর প্রশিক্ষণে শুভমানের (Shubman Gill) ব্যাটিং দুর্বলতা সারতে পারে বলে আশায় ক্রিকেটজনতা।

চ্যাম্পিয়ন্স ট্রফি ‘পাখির চোখ’ শুভমানের-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

টেস্টে হতাশ করেছেন শুভমান গিল (Shubman Gill)। সাদা বলের খেলায় সেই হতাশাজনক ফর্মকে বয়ে বেড়াতে রাজী নন পাঞ্জাবের তরুণ তুর্কি। সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। তারপর থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টি-২০ স্কোয়াডে না থাকলেও পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ওপেনার হিসেবে রোহিত শর্মা’র সাথে শুভমানই সম্ভবত প্রথম পছন্দ হবেন টিম ম্যানেজমেন্টের। রঞ্জি প্রস্তুতির মাঝেও সাদা বলের ক্রিকেট থেকে  ফোকাস সরাচ্ছেন না তিনি। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে সেরা ছন্দে দেখা যায় নি তাঁকে। দেশের মাঠে ব্যাট হাতে পারেন নি প্রত্যাশা পূরণ করতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই আক্ষেপ মেটাতে চাইবেন দুবাইয়ের বাইশ গজে। আইসিসি টুর্নামেন্টে গ্রুপ-এ’তে রয়েছে ভারত। ২০, ২৩ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তান। ২ মার্চ শেষ গ্রুপ ম্যাচে তারা নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

Also Read: “কে উনি?…” যোগরাজের নাম শুনেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *