shreyas-iyer-scored-double-ton-vs-aus

ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আন্তর্জাতিক আঙিনায় পা রাখার আগে ঘরোয়া ক্রিকেটে জাত চিনিয়েছিলেন তিনি। ২০১৫-১৬ রঞ্জি মরসুমে তিনি করেন ১৩২১ রান। ভিভিএস লক্ষ্মণের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এক রঞ্জি মরসুমে ১৩০০ রানের গণ্ডী পেরোন শ্রেয়স। ঐ মরসুমেই রঞ্জি ট্রফির ফাইনালে শতরান করে মুম্বইকে ট্রফি এনে দিয়েছিলেন তিনি। তিনি যে লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন তার প্রমাণ শ্রেয়স (Shreyas Iyer) দিয়েছিলেন ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক প্রস্তুতি ম্যাচে। মাত্র ২২ বছর বয়সেই ‘ব্যাগি গ্রিন’দের বিপক্ষে ভারত-এ’র জার্সিতে করেছিলেন দুর্দান্ত দ্বিশতক। এরপর আর বেশীদিন অপেক্ষা করতে হয় নি শ্রেয়সকে। ২০১৭তেই আসে জাতীয় দলের ডাক। টিম ইন্ডিয়ার নীল জার্সি গায়ে চাপিয়ে প্রথমে টি-২০ ও পরে ওডিআই খেলেন তিনি।

Read More: IND vs SL, 3rd T20i, Dream 11 Prediction in Bengali: ভারতের দাপট নাকি শ্রীলঙ্কার প্রত্যাঘাত? সিরিজের শেষ ম্যাচে ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটিনাটি জানুন এক ক্লিকে !!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত দ্বিশতক শ্রেয়সের-

Shreyas Iyer | Image: Twitter
Shreyas Iyer | Image: Twitter

২০১৭ সালে যখন ভারত সফররত অস্ট্রেলিয়া দল তখন তারা মুম্বইয়ের ব্র্যাবোর্ণ স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলো ভারত-এ দলের বিরুদ্ধে। সেই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তরুণ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয় ভারত-এ। স্টিভ স্মিথ ও শন মার্শের জোড়া শতরানের সুবাদে তারা স্কোরবোর্ডে তোলে ৪৬৯ রান। জবাবে ব্যাটিং করতে নেমে ভারত-এ দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়লেও ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ান শ্রেয়স।  হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), ঋষভ পন্থের মত ক্রিকেটার ছিলেন ভারত-এ শিবিরে। কিন্তু রান পান নি কেউই। লোয়ার অর্ডারে নেমে কৃষ্ণাপ্পা গৌতম সাথ দেন শ্রেয়সের (Shreyas Iyer)। পালটা আক্রমণ চালিয়ে মাত্র ২১০ বলে ২০২ করে অপরাজিত থাকেন শ্রেয়স। তাঁর ব্যাট থেকে আসে ৭টি ছক্কা ও ২৭টি চার। ভারত-এ তোলে ৪০৩ রান। ম্যাচটি অবশ্য ড্র হয়েছিলো।

জাতীয় দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

চলতি বছরের গোড়ার দিকে এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হয় তাঁকে। ফর্ম সমস্যা কাটিয়ে ওঠার জন্য বিসিসিআই তাঁকে নির্দেশ দেয় রঞ্জি ট্রফি খেলার। কিন্তু কর্ণপাত করেন নি শ্রেয়স (Shreyas Iyer)। তিনি চোটের কথা জানান বোর্ডোকে। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) চিকিৎসকেরা পরীক্ষা করে কোনো রকম চোট পান নি। ফলে রঞ্জি খেলার নির্দেশ বহাল রাখে বিসিসিআই।

তা সত্ত্বেও কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের হয়ে দেখা যায় নি তাঁকে। শ্রেয়সের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছিলেন কর্মকর্তারা। পরিস্থিতি সঙ্গিন বুঝে তিনি সেমিফাইনাল ও ফাইনাল খেললেও শাস্তি এড়াতে পারেন নি। পূর্বের কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড-বি’তে ছিলেন তিনি। পেতেন বার্ষিক ৩ কোটি টাকা। ২০২৩-২৪ মরসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় শ্রেয়সকে (Shreyas Iyer)। অধিনায়ক হিসেবে নাইট রাইডার্সের (KKR) হয়ে আইপিএল (IPL) জিতলেও টি-২০ বিশ্বকাপে জায়গা মেলে নি। বেশ কয়েকমাস দলের বাইরে থাকার পর অবশেষে শ্রীলঙ্কা সফরে ফেরানো হয়েছে তাঁকে। খেলবেন ওডিআই।

এক নজরে শ্রেয়স আইয়ারের কেরিয়ার পরিসংখ্যান-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) টিম ইন্ডিয়ার জার্সিতে এখনও অবধি খেলেছেন ১৪টি টেস্ট ম্যাচ। ৩৬.৮৬ গড়ে করেছেন ৮১১ রান। ১টি শতরান ও ৫টি অর্ধশতক রয়েছে তাঁর। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ২০২২-এ। ওয়ান ডে ক্রিকেটে ভারতের মিডল অর্ডারের স্তম্ভ হয়ে উঠেছেন শ্রেয়স। তিনি ৫৯ ম্যাচে ৪৯.৬৪ গড়ে করেছেন ২৩৮৩ রান। শতরানের সংখ্যা ৫, অর্ধশতক ১৮টি। কুড়ি-বিশের খেলাতেও শ্রেয়স (Shreyas Iyer) ৫১বার দেশের প্রতিনিধিত্ব করেছেন। রান সংখ্যা ১১০৪। গড় ৩০.৬৬। ৮টি অর্ধশতক এসেছে তাঁর ব্যাট থেকে। প্রথম শ্রেণি, লিস্ট-এ ও টি-২০ ক্রিকেটে তিনি খেলেছেন যথাক্রমে ৭২, ১৪১ ও ২১৪টি ম্যাচ। রান সংখ্যা যথাক্রমে ৫৬৬৪, ৫৫৪৬, ৫৬২৯।

Also Read: ৬, ৬, ৬, ৬…অনবদ্য পৃথ্বী শ, ইংল্যান্ডের মাঠে প্রতিভার স্বাক্ষর রাখলেন ভারতীয় তরুণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *