চলতি বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) বাদ দেন নির্বাচকেরা। ছন্দ ফিরে পেতে শ্রেয়সকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেওয়া হয়। প্রথমটায় রাজী হন নি তিনি। চোটের কথা বলে এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) চিকিৎসকেরা কোনো চোটের অস্তিত্ব খুঁজে না পাওয়ায় কর্মকর্তাদের রোষের মুখে পড়তে হয় মুম্বই ক্রিকেটারকে। ২০২৩-২৪ মরসুমের রঞ্জি সেমিফাইনাল ও ফাইনাল খেললেও শাস্তি এড়াতে পারেন নি শ্রেয়স (Shreyas Iyer) সেই সময়। তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। একইসাথে ভারতীয় দল থেকেও পাঠানো হয় অজ্ঞাতবাসে। গম্ভীর কোচ হয়ে আসার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলেছেন শ্রেয়স, কিন্তু টেস্টে আসে নি সুযোগ। এখনও প্রত্যাবর্তনের পথ খুঁজছেন শ্রেয়স।
Read More: IND vs NZ 2nd Test Pitch and Weather: পুণেতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা, ‘মাস্ট উইন’ ম্যাচে বদলে যাবে পিচের চরিত্র !!
ঘরোয়া ক্রিকেট খেলছেন শ্রেয়স আইয়ার-
বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া মিডল অর্ডারে সুযোগ দিয়েছে কে এল রাহুল (KL Rahul) ও সরফরাজ খান’কে (Sarfaraz Khan)। ভাবা হয় নি শ্রেয়স আইয়ারের কথা। নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্রাত্যই রয়ে গিয়েছেন তিনি। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে টেস্ট দলে ফিরতে মুখিয়ে রয়েছেন মুম্বই তারকা। সেই লক্ষ্য সামনে রেখেই নেমছেন রঞ্জি ট্রফির আসরে। ২০২৪-২৫ মরসুমে বরোদা ও মহারাষ্ট্রের বিরুদ্ধে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে মুম্বই। দুটিতেই অংশ নিয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। বরোদার বিপক্ষে উল্লেখযোগ্য সাফল্য আসে নি। কিন্তু মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলেছেন ১৪২ রানের ঝলমলে ইনিংস। সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেছেন তিনি। জানান, “চোট-আঘাত ছিলো বলে মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। কিন্তু দীর্ঘসময় পর শতরান করে ভালো লাগছে। দলে ফিরতে চাই। যেগুলো আমার হাতে আছে, সেগুলোই করছি।”
ঘরোয়া ক্রিকেটের আঙিনাতেও নিজের ওয়ার্কলোড ম্যানেজ করারই পক্ষপাতী শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অতিরিক্ত ক্রিকেট খেলে শরীরের উপর ধকল ফেলতে চান না তিনি। সেই কারণেই ত্রিপুরার বিরুদ্ধে তৃতীয় ম্যাচটিতে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বিষয়েও তাঁর সাফ মন্তব্য, “বাইরে যে যাই ভাবুক, আমাকে নিজের শরীরের কথা শুনতে হবে কারণ আমি শেষ কয়েকটা বছরে জেনেছি আমার শরীর কতটা সহ্য করতে পারে। সেই অনুযায়ী আমি সঠিক সিদ্ধান্তই নেব। আশা রাখবো আমার দল’ও আমার পাশে দাঁড়াবে।” গত বছরই লোয়ার ব্যাক অংশে অস্ত্রোপচার হয়েছিলো শ্রেয়সের। সেই কারণে তাঁর ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট জরুরী বলেই মনে করছেন বিশেষজ্ঞরাও। বিষয়টি মানছে মুম্বই ক্রিকেট সংস্থাও (MCA)। শ্রেয়সের আবেদন মঞ্জুর করেছে তারা। ত্রিপুরার বিরুদ্ধে দেখা যাবে না সূর্যকুমার যাদবকে।
ভুয়ো খবরের বিরুদ্ধে সরব শ্রেয়স-
২৬ তারিখ থেকে শুরু হতে চলা মুম্বই বনাম ত্রিপুরা ম্যাচে দেখা যাবে না শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। সংবাদমাধ্যম সূত্রে এই খবর ছড়িয়ে পড়েছে ক্রিকেটমহলে। নানা মহলে জল্পনাও শুরু হয়ে গিয়েছিলো সরে দাঁড়ানোর সম্ভাব্য কারণ নিয়ে। এই আগুনে ঘি ঢালেন এক জনপ্রিয় ক্রিকেট ইনফ্লুয়েন্সার। বাইশ গজের দুনিয়ার নানা খবর নিজের এক্স (পূর্বতন ট্যুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন তিনি। শ্রেয়সের সরে দাঁড়ানোর খবর জানানোর পাশাপাশি তাতে জুড়ে দেন যে কাঁধের চোটের কারণে আদতে খেলতে পারছেন না তিনি। যে সূত্রের কথা তিনি পোস্টে উল্লেখ করেন, সেখানেও কাঁধের চোট নিয়ে কোনো তথ্য নেই। কোনোরকম ভিত্তি ছাড়া অহেতুক চোটের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রেয়স স্বয়ং। ঐ পোস্টটির জবাবে তিনি লেখেন, “পরের বার কোনো খবর প্রকাশ করার আগে একটু হোমওয়ার্ক করে নেবেন।”
দেখে নিন শ্রেয়সের ঝাঁঝালো উত্তর-
🚨 Shreyas Iyer exposed fake news spreader Mufa just a minutes ago 😭😭
– He apologised to Shami last month, he deleted post on Jemimah yesterday and again he will be seen apologising. pic.twitter.com/f2RwVu01EQ
— Rajiv (@Rajiv1841) October 23, 2024