“বিসিসিআই ঠিক সিদ্ধান্ত নিয়েছে…” রঞ্জি খেলতে নেমে ব্যর্থ শ্রেয়স আইয়ার, নেটদুনিয়ায় পড়তে হলো কটাক্ষের মুখে !! 1

গত কয়েক দিনে ক্রিকেটদুনিয়াতে চর্চার কেন্দ্রে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টেস্ট ক্রিকেটে অফ ফর্মের জন্য ভারতীয় দলে জায়গা খুইয়েছিলেন তিনি। ইংলায়ন্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচের পর তাঁকে আর দলে রাখে নি বিসিসিআই (BCCI)। বদলে ছন্দে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছিলো রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার জন্য। বিসিসিআই-এর নির্দেশে কর্ণপাত করেন নি শ্রেয়স। তিনি রাজী হন নি রঞ্জি খেলতে। মুম্বই গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছিলো অসমের বিরুদ্ধে। এরপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলো বরোদার। দুই ম্যাচেই মাঠে নামেন নি শ্রেয়স। ক্ষুব্ধ বিসিসিআই, এরপর কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

Read More: অল্পের জন্য প্রাণ বাঁচলো যুজবেন্দ্র চাহালের, কুস্তিগীরের কাঁধে চেপে খেলেন শূন্যে ঘুরপাক !!

২০২২-২৩ মরসুমে কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড-বি’তে রাখা হয়েছিলো শ্রেয়স আইয়ার’কে (Shreyas Iyer)। বার্ষিক ৩ কোটি টাকা তিনি পেতেন ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে। কিন্তু রুষ্ট বিসিসিআই এবার কেন্দ্রীয় চুক্তি থেকে শ্রেয়সকে (Shreyas Iyer) ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকে পক্ষে-বিপক্ষে জমেছে মতামতের পাহাড়। বোর্ডের রোষানলে পড়ে শেষমেশ রঞ্জি খেলতে রাজী হয়েছিলেন শ্রেয়স। শেষ চারের যুদ্ধে গতকাল থেকে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছে মুম্বই। সেখানে খেলছেন শ্রেয়স (Shreyas Iyer)। প্রথমে ব্যাট করে তামিলনাড়ু গুটিয়ে গিয়েছিলো … রানে। দ্বিতীয় দিনে ব্যাট করছে মুম্বই। ব্যাটিং অর্ডারে সাত নম্বরে নেমেছিলেন শ্রেয়স। কিন্তু ৮ বলে ৩ রান করেই বোল্ড হন সন্দীপ ওয়ারিয়রের বলে।

বিসিসিআই-এর নির্দেশ অমান্য করায় শ্রেয়সের (Shreyas Iyer) বিরুদ্ধে এমনিতেই ক্ষোভ তৈরি হয়েছে ক্রিকেটজনতার একাংশের মধ্যে। এরপর রঞ্জির ব্যর্থতা সেই আগুনে যেন ঘি যুগিয়েছে আরও। চাঁচাছোলা ভাষায় একজন শ্রেয়সকে কটাক্ষ করে লিখেছেন, ‘একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বাদ দেওয়াই উচিৎ।‘ আরেকজন লিখেছেন, ‘এবার মুম্বইয়েরই উচিৎ শ্রেয়সকে ছেঁটে ফেলা। দলের জন্য বোঝা হয়ে উঠেছে ও।’ ‘এই পারফর্ম্যান্সের ভিত্তিতে ভারতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকার আশা করাও উচিৎ নয়’ মন্তব্য আরও একজনের। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা শ্রেয়স আইয়ারের। তাঁর ফর্ম দেখে মাথায় হাত নাইট ভক্তদেরও।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: টুর্নামেন্ট শুরু আগেই বোলিং কোচের খোঁজ শুরু হায়দ্রাবাদ শিবিরের, ডেল স্টেইন জানালেন আলবিদা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *