প্রায় শেষের পথে চলে এসেছে চলতি আইপিএল (IPL 2024)। আর এই আইপিএলের কারণেই ভাগ্য সুপ্রসন্ন হলো ঈশান কিষান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। চলতি আইপিএলে ব্যাট হাতে বেশ কয়েকটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ঈশান এবং দুর্দান্ত ছন্দে দেখাচ্ছে শ্রেয়সকে। ভারতীয় দলের দুই তরুণ উদীয়মান প্লেয়ারকে কঠিন শাস্তি দিয়েছিল বিসিসিআই (BCCI)। প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগারকারের (Ajit Agarkar) আদেশেই ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারকে বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)।
BCCI’এর বার্ষিক চুক্তি থেকে বাদ যান ঈশান-শ্রেয়স
বার্ষিক চুক্তি প্রকাশ্যে আসার আগে বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটের উপর নজর রাখবে এবং এটাই ভারতীয় দলের নির্বাচনের মাপকাঠি। কিন্তু ভারতীয় দল থেকে বাইরে থাকার সময় ঈশান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দুজনেই বিসিসিআইয়ের (BCCI) আদেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেট না খেলার সিদ্বান্ত নেন। যদিও বার্ষিক চুক্তি থেকে বাদ পড়তেই টনক নড়ে শ্রেয়সের। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির মেগা ফাইনাল খেলতেও দেখা গিয়েছিল তাকে।
Read More: আইপিএল থেকে অবসর নিলেন MS ধোনি, RCB’র বিরুদ্ধে হেরেই করলেন খোলাসা !!
ভাগ্য খুললো দুই ‘অবাধ্য’ প্লেয়ারের
এবার আগারকারের প্যানেলেই ন্যাশনাল ক্রিকেট একাডেমির (NCA) হাই পারফরম্যান্স মনিটরিং প্রোগ্রামে যুক্ত করা হয়েছে। প্রায় ৩০ জন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছে এই তালিকায়। কয়েকদিন আগেই জয় শাহ জানিয়েছিলেন ঈশান বা শ্রেয়াসকে দলে ফিরে আসতে গেলে আইপিএলের উপর নয় বরং ঘরোয়া ক্রিকেটের উপর মনোনিবেশ করতে হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন যে, “ঈশান বা শ্রেয়সের উপর বোর্ডের কোনো রাগ নেই, ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হলেও ওনারা উপেক্ষা করেছেন। তারা যদি ঘরোয়া ক্রিকেট খেলে নিজেদের প্রমান করেন তাহলে আবার বার্ষিক চুক্তিতে ফেরানো হতে পারে তাদের।”
NCA’র হাই পারফরম্যান্স মনিটরিং প্রোগ্রামে মনোনীত হওয়া প্লেয়াররা
শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, আবেশ খান, পৃথ্বী শ, খলিল আহমেদ, মুশির খান, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব, তুষার দেশপাণ্ডে, উমরান মালিক, কুলদীপ সেন, রিয়ান পরাগ, শামস মুলানি, আশুতোষ শর্মা, সাই কিশোর, তানুশ কোটিন।