এবারের আইপিএলে (IPL) অন্ধকার থেকে আলোয় ফিরলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত কয়েক মাস তাঁর মোটেই ভালো কাটে নি। বিশ্বকাপ ফাইনালে হার, ইংল্যান্ড সিরিজের মাঝপথে জাতীয় দল থেকে বাদ পড়ার হতাশা সঙ্গী হয়েছিলো। এর সাথে সাথে বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। বিসিসিআই-এর ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ মানেন নি শ্রেয়স (Shreyas Iyer), অজুহাত দিয়েছেন চোটের, উঠেছিলো এমন অভিযোগ’ই। ভারত বনাম ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়ার পর মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলতে নামতে না চাওয়ায় বিসিসিআই-এর রোষানলে পড়তে হয় তাঁকে। কেন্দ্রীয় চুক্তি থেকে তাঁকে ছেঁটে ফেলেন জয় শাহ’রা (Jay Shah)। খাদের কিনারায় পৌঁছে যাওয়া কেরিয়ারকে নতুন দিশা দেখালো কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে শ্রেয়সের (Shreyas Iyer) আইপিএল জয়।
২০২৩ মরসুমে লোয়ার ব্যাকের চোটের কারণে আইপিএল খেলতেই পারেন নি শ্রেয়স (Shreyas Iyer)। করাতে হয়েছিলো অস্ত্রোপচার। ২০২৪-এ প্রত্যাবর্তনেই স্বমহিমায় দেখা যায় তাঁকে। নাইট রাইডার্স (KKR) অধিনায়ক হিসেবে মাঠে তাঁর আগ্রাসী মনোভাব, প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে দলকে পরিচালিত করার দক্ষতা নজর কেড়েছে সদ্যসমাপ্ত আইপিএলে (IPL)। ব্যাট হাতে সেরা ছন্দে তাঁকে দেখা যায় নি ঠিকই, কিন্তু প্রথম কোয়ালিফায়ারে প্রয়োজনের সময় ঝোড়ো অর্ধশতক করে বুঝিয়ে দিয়েছেন যে প্রয়োজনের সময় দলের জন্য ঢাল হয়ে দাঁড়াতে তিনি প্রস্তুত। বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং প্লেসমেন্ট, আত্মবিশ্বাস ফুটে উঠেছে শ্রেয়সের (Shreyas Iyer) মধ্যে। ২০২০তে দিল্লীর জার্সিতে পারেন নি, চার বছর পর নেতা হিসেবে প্রথম আইপিএল জিততেই তাঁর জয়ধ্বনি ক্রিকেটদুনিয়ায়।
Read More: কপাল পুড়ল ধনশ্রীর, অন্য মহিলার হাত ধরে নিউ ইয়র্ক পাড়ি দিলেন যুজবেন্দ্র চাহাল !!
শ্রেয়সের প্রশংসায় পঞ্চমুখ উথাপ্পা, চন্দ্রকান্ত-
দলে মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের মত মহাতারকা থাকা সত্ত্বেও সাজঘরকে এক সূত্রে বাঁধার কাজটা করেছেন অধিনায়ক শ্রেয়স আইয়ারই (Shreyas Iyer)। ইগোর লড়াই ক্ষতি করতে পারত কেকেআরের খেতাব সম্ভাবনার। কিন্তু তাকে কোনো ভাবেই মাথাচাড়া দিতে দেন নি শ্রেয়স। যেভাবে তিনি দল সামলেছেন তা কুর্নিশের যোগ্য বলে মনে করছে ক্রিকেটমহল। সাক্ষাৎকার দেওয়ার সময় প্রাক্তন টিম ইন্ডিয়া ও কলকাতা নাইট রাইডার্স (KKR) তারকা রবিন উথাপ্পা (Robin Uthappa) ভূয়সী প্রশংসা করেছেন শ্রেয়সের নেতৃত্বের। তিনি জানান, “আমি বলছি যে শ্রেয়স আইয়ার ভারতের অধিনায়ক হবে ভবিষ্যতে। আমার মনে হয় দৌড়ে ও রয়েছে। হয়ত শুভমান গিলের আগেই রয়েছে। ওর মধ্যে দল সামলানোর মত চারিত্রিক দৃঢ়তা রয়েছে।”
শ্রেয়সের (Shreyas Iyer) মধ্যে ভবিষ্যতের টিম ইন্ডিয়া অধিনায়ককে দেখছেন নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত’ও (Chandrakanta Pandit)। মুম্বইয়ের হয়ে এর আগে রঞ্জি জয়ের নজির ছিলো শ্রেয়স-চন্দ্রকান্ত জুটির। সেই মরসুমে রঞ্জির সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন শ্রেয়স। পুরনো ছাত্রের নবতম সাফল্য নজর কেড়েছে শিক্ষকের। তিনি জানান, “আমি শ্রেয়সকে অনেকটা কৃতিত্ব দেবো। ও একজন অসাধারণ অধিনায়ক। খুবই ঠান্ডা মাথার। আমরা যা পরামর্শ দিয়েছি তা শুনেছে এবং মাঠে ও মাঠের বাইরে দলকে দারুণভাবে চালিতে করেছে। ও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে। যেগুলো ওকে পরবর্তীতে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার যোগ্য করে তুলেছে।” শোনা যাচ্ছে ভারতের পরবর্তী কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। তাঁর সাথে শ্রেয়সের রসায়ন জমবে ভালো, মত ক্রিকেটমহলের।