“এবার বিশ্রামের পালা…” বলছেন শিখর ধাওয়ান, সাক্ষাৎকারে দিলেন অবসরের ইঙ্গিত !! 1

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটারদের মধ্যে একজন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। বিশেষ করে পঞ্চাশ ওভারের খেলায় সম্ভবত সেরা দশ ওপেনারের মধ্যে থাকবেন তিনি। দেশের জার্সিতে তিনি প্রথম মাঠে নেমেছিলেন ২০১০ সালে। বিশাখাপত্তনমে ওয়ান ডে অভিষেক হয়েছিলো তাঁর। এরপর ২০১১ সালে খেলেন টি-২০। টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিলো ২০১৩ অবধি। লাল বলের ফর্ম্যাটে অভিষেক ইনিংসেই ১৮৭ করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। আজও অভিষেক টেস্টে কোনো ভারতীয়ের খেলা সর্বোচ্চ রানের ইনিংস এটিই। দেশের হয়ে ৩৪ টেস্ট, ১৬৭টি ওডিআই ও ৬৮টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন যথাক্রমে ২৩১৫,৬৭৯৩ ও ১৭৫৯ রান।

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সিরিজের পর জাতীয় দল থেকে অফ ফর্মের অজুহাতে বাদ দেওয়া হয়েছিলো ধাওয়ান’কে (Shikhar Dhawan)। এরপর আর ভারতের নীল জার্সি গায়ে দেখা যায় নি তাঁকে। এশিয়া কাপ, বিশ্বকাপের মত প্রতিযোগিতায় শিখর ধাওয়ানকে ছাড়াই নেমেছে টিম ইন্ডিয়া। বাদ পড়তে হয়েছে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকেও। ঘরোয়া ক্রিকেটেও দিল্লীর হয়ে কোনো ম্যাচই খেলতে দেখা যায় নি তাঁকে। বছর ৩৮-এর ধাওয়ান (Shikhar Dhawan) গত দেড়-দুই বছরে কেবল খেলেছেন আইপিএল। পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সব ম্যাচ খেলার সুযোগ পান নি চোট আঘাতের দরুণ। সমস্যায় জর্জরিত শিখর সম্ভবত বুঝেছেন যে এসে দাঁড়িয়েছেন কেরিয়ারের সায়াহ্নে। তেমনই ইঙ্গিত তিনি দিলেন এক সাক্ষাৎকারে।

Read More: পুল করতে গিয়ে গলায় বল লাগলো জুড়েলের, আছড়ে পড়লেন মাটিতে !!

অবসর নিতে পারেন শিখর ধাওয়ান-

Shikhar Dhawan | Image: Getty Images
Shikhar Dhawan | Image: Getty Images

২০০৮ সাল থেকেই আইপিএল খেলছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শুরুটা করেছিলেন দিল্লী ডেয়ারডেভিলসের (DD) জার্সিতে। তারপর ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH), মুম্বই ইন্ডিয়ান্সে (MI) খেলেছেন। ফিরেছেন দিল্লীতে। তারা ছেড়ে দেওয়ায় শেষমেশ থিতু হয়েছিলেন পাঞ্জাব কিংসে (PBKS)। প্রীতি জিন্টার দল তাঁর হাতে তুলে দিয়েছিলো নেতৃত্বের ব্যাটনও। কিন্তু ২০২৩ ও ২০২৪-দুই আইপিএল (IPL) মরসুমেই তাঁকে ভুগিয়েছে চোট-আঘাত। গত বছর ১১টি ম্যাচ খেলতে পেরেছিলেন। এবার থামতে হয়েছে পাঁচ ম্যাচ খেলেই। কাঁধের চোটের কারণে প্রায় পুরো টুর্নামেন্টেই তাঁর জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। অধিনায়কত্বের ভার সামলেছেন স্যাম কারান (*Sam Curran) ও জিতেশ শর্মা। বিষয়টি যে মোটেই আদর্শ নয় তা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন ধাওয়ান। থামতে হবে এবার, আভাস দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জানান, “আমি একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। এমন একটা সময় যখন আমার ক্রিকেট বিশ্রাম নেবে এবং আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। একটা নির্দিষ্ট বয়স অবধিই কেবল আপনি খেলতে পারেন। সেটা আর একটা বছর হতে পারে, দুটো বছর হতে পারে। বা এক্সওয়াইজেড বছর হতে পারে আমার জন্য।” আইপিএল সম্পূর্ণ খেলতে না পারার আক্ষেপ যে রয়েছে তা জানিয়েছেন ধাওয়ান (Shikhar Dhawan)। বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমি এই আইপিএল মরসুমে চোট পেয়েছিলাম। চার-পাঁচ ম্যাচের বেশী পাঞ্জাবের হয়ে খেলতেই পারি নি। আমি এখনও সুস্থ হয়ে উঠছি। এখনও অবধি ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠতে পারে নি।” আগামী বছর থাকছে মেগা অকশন। পাঞ্জাব তাঁকে রিটেন করে নাকি তিনি নাম লেখান নিলামে সেদিকেই নজর সকলের।

Also Read: IPL 2024: “ঘূর্ণিতেই কুপোকাত…” রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দ্রাবাদ, ক্যাপ্টেন কামিন্সের প্রশংসায় মুখরিত সমাজমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *